বন্য হাতির তান্ডবে অতিষ্ঠ তেলিয়ামুড়াবাসী!!

 বন্য হাতির তান্ডবে অতিষ্ঠ তেলিয়ামুড়াবাসী!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-হাতির আক্রমণে অতিষ্ঠ তেলিয়ামুড়া মহকুমা এলাকার সাধারণ জনগণ। প্রায় প্রতিনিয়ত বন্য হাতির দল তেলিয়ামুড়া মহাকুমার বিভিন্ন জায়গায় বিশেষ করে রাত্রিকালীন সময়ে আক্রমণ সংঘটিত করে আসছে। বিভিন্ন সময় রাজনৈতিক বিভিন্ন নেতা নেত্রী থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন আধিকারিকদের তরফে বন্য হাতির তাণ্ডব থেকে পরিত্রাণ দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া হলেও কোনভাবেই হাতির আক্রমণ থেকে সাধারণ মানুষ পরিত্রাণ পাচ্ছে না বলে অভিযোগ। হাতির ক্রমাগত আক্রমনে এক প্রকার দিশেহারা এবং সর্বস্বান্ত হয়ে পড়ছে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত বিভিন্ন গ্রামীন এলাকার লোকজন। আবারো রাতের অন্ধকারে বন্য হাতির দল তাণ্ডব চালিয়ে এক গবাদি পশুকে মেরে ফেলার অভিযোগ উঠে। ঘটনা শনিবার রাতে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেলিয়ামুড়া থানাধীন কপালি টিলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এদিন রাতে বন্য হাতির দল কপালি টিলা এলাকায় আচমকা তান্ডব চালায়। এবং তাণ্ডব চালিয়ে উক্ত এলাকায় বসবাসকারী অমল চৌধুরী নামের এক ব্যক্তির গৃহপালিত গবাদি পশু(গরু)কে বন্য হাতির দল মেরে ফেলে। পরবর্তীতে এলাকায় বসবাসকারী অন্যান্য লোকজন উক্ত এলাকায় হাতির তাণ্ডব থেকে পরিত্রাণ পেতে তৎক্ষণাৎ পুলিশ প্রশাসন থেকে শুরু করে বনদপ্তরকে জানানো হলেও সেই সময় ঘটনাস্থলে কারোর হদিশ পাওয়া যায়নি বলে অভিযোগ। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মহকুমার বিভিন্ন গ্রামীন এলাকার লোকজনদের তরফে সম্মিলিতভাবে দাবি উঠতে শুরু করেছে বন্য হাতির আক্রমণ থেকে পরিত্রাণ দিতে অতি দ্রুত দপ্তর কিংবা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.