দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, কাঞ্চনপুর।। কাঞ্চনপুর মহকুমা বন দপ্তরের সদর রেঞ্জের আয়তাধীন বুরসিংপাড়া এলাকায় ফরেস্ট প্রটেকশন ইউনিটের একটি দলের উপর কাঠ পাচারকারীদের অতর্কিত প্রানঘাতী আক্রমণে বারো জন কর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে দুই ফরেস্টার সুব্রত জমাতিয়া, উজিহাম রিয়াং এবং ফরেস্ট গার্ড অলক পাল, সিবেন শীল,সর্বসাচী দেব, মিন্টু বনিক, নন্দীচরন ত্রিপুরা, সুশান্ত চাকমাকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যপক ভাবে ভাংচুর করা হয়েছে বন দপ্তরের হায়ার করা টিআর ০২এ ২৪৮৩ নম্বরের একটি গাড়ি। ঘটনা রবিবার দুপুরে।
ঘটনার বিবরনে জানা গেছে, রবিবার সকাল থেকেই এফটিইউ’র কর্মীরা বুরসিং পাড়া এলাকায় কাঠ পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই খবর সম্ভবত বন দপ্তরের দুর্নীতিবাজ একটি চক্র কাঠ পাচারকারীদের কাছে পৌছে দেয়। দেখা যায় বনকর্মীরা বুরসিং পাড়ায় যেতেই কাঠ পাচারকারীদের সমর্থনে ৪০-৫০ জন গ্রামবাসী বনকর্মীদের উপর দা বল্লম গুলতি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আক্রমণ এতটাই তীব্র ছিল যে কর্মীদের কাছে রাইফেল থাকার পরও তারা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ফলে ঘটনাস্থলেই আট জন বন কর্মী গুরুতরভাবে আহত হয়।
তাদের কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর ধর্মনগর থেকে ছুটে আসেন বনদপ্তরের জেলা আধিকারিক বিগ্নেষ কুমার এবং কাঞ্চনপুর থেকে মহকুমা পুলিশ অফিসার ছুটে যান বুরসিং পাড়ায়। কিন্তু এখনো পর্যন্ত আক্রমণকারীদের পুলিশ চিহ্নিত করেনি করতে পারেনি। গ্রেপ্তার তো দূরের কথা। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে বনদপ্তরের একটি অংশের সাথে পাচারকারীদের যোগসাজশের। এই যোগসাজশের ফলেই রবিবারের প্রানঘাতী হামলা হয়েছে বলে সংশ্লিষ্টদের অভিমত।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…