বরিষ্ঠ সাংবাদিক দেবাশীষকে অন্তিম শ্রদ্ধা!
অনলাইন প্রতিনিধি :-প্রয়াত রাজ্যের তথা দৈনিক সংবাদের বরিষ্ঠ চিত্র সাংবাদিক দেবাশীষ বড়ুয়া। দীর্ঘ বহু বছর যাবৎ তিনি সাংবাদিক হিসেবে সুনামের সঙ্গে কাজ করে গেছেন।গত প্রায় দেড় মাস যাবত তিনি অসুস্থ ছিলেন। পরবর্তী সময় শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে ভর্তি করানো হয় আগরতলা জিবি হাসপাতালে। এরপর গত ৪-৫ দিন যাবৎ আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে সোমবার সকালে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যার্থ করে দিয়ে জিবি হাসপাতালেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন সাংবাদিক দেবাশীষ বড়ুয়া। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।এদিন তার মরদেহের প্রতি অন্তিম শ্রদ্ধা নিবেদন করা হয় ধিলেশ্বর ব্লু লোটাস ক্লাবের পক্ষ থেকে। সেখান থেকে মরদেহ নিয়ে আসা হয় আগরতলা প্রেস ক্লাবে। ক্লাবে তাকে অন্তিম শ্রদ্ধা নিবেদন করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে সহ অন্যান্যরা। এরপর সেখান থেকে সরাসরি নিয়ে আসা হয় বিদূরকর্তা চৌমূহনীস্থিত অফিসে। সেখানে তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল, দৈনিক সংবাদের বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক সহ দৈনিক সংবাদের সমস্ত কর্মীবৃন্দ।