অনলাইন প্রতিনিধি :-বর্তমান রাজ্য সরকার যে ভঙ্গিমায় কাজ করছে তাতে রাজনীতির কোনও স্থান নেই। দলমত নির্বিশেষে উন্নয়নের কাজ চলছে।ডবল ইঞ্জিন সরকারের আমলে বলা মাত্রই কাজ হয়ে যাচ্ছে।রবিবার আখাউড়া রোডের ত্রিনয়নী সামাজিক সংস্থাকে অ্যাম্বুলেন্স প্রদান করে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা একথা বলেন।মুখ্যমন্ত্রী তার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ত্রিনয়নী সামাজিক সংস্থাকে এই অ্যাম্বুলেন্সটি প্রদান করেছেন। প্রায় চৌদ্দ লক্ষ টাকা ব্যয় করে ওই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে।এ দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,রাজ্যের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। বর্তমান সরকার স্রেফ উন্নয়নের অভিপ্রায় নিয়েই কাজ করে চলেছে।যার সুফল মিলছে সর্বক্ষেত্রে।এ দিন কথাপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আগামী কিছুদিনের মধ্যেই সাব্রুমের মৈত্রী সেতু উদ্বোধন হয়ে যাচ্ছে।মুখ্যমন্ত্রী এ দিনও ক্লাবগুলিকে এলাকাবাসীর আস্থার প্রতীক হয়ে উঠতে বলেছেন বিভিন্ন স্থানীয় সমস্যা নিরপেক্ষভাবে সমাধানের মধ্য দিয়ে।তিনি বলেন,বর্তমানে ক্লাবগুলি সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সুস্থ সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যেও সরকার পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। রাজ্যের বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার সমস্ত কর্মকাণ্ডে সরকার সবসময় পাশে রয়েছে।ক্লাব ও সামাজিক সংস্থাগুলো যদি নিজ নিজ এলাকার জনগণের আস্থা অর্জনে সক্ষম হয় তাহলে সরকারের পক্ষ্যেও সংশ্লিষ্ট এলাকায় উন্নয়নমূলক কাজ রূপায়ণ সহজ হয়ে যাবে।পাশাপাশি এলাকায় যাতে ভয়ভীতি ও অশান্তির পরিবেশ কায়েম না হয় সেদিকেও ক্লাবগুলিকে নজর রাখতে হবে।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণের সরকার।জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের সদিচ্ছা রয়েছে বলেই রাজ্যে বর্তমানে যোগাযোগ,স্বাস্থ্য, শিক্ষা সহ প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন করা সম্ভব হচ্ছে।যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলেই রাজ্যে ছয়টি জাতীয় সড়ক হয়েছে এবং আরও চারটি জাতীয় সড়কের জন্য নীতিগতভাবে মঞ্জুরি পাওয়া গেছে।রাজ্যে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে বর্তমানে আঠারোটি এক্সপ্রেস ট্রেন রাজ্য থেকে চলাচল করছে। আরও এক্সপ্রেস ট্রেন বৃদ্ধি করার জন্য সম্প্রতি এনইসি বৈঠকে দাবি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন,রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো অবস্থানে রয়েছে।ফলে বহি:রাজ্যের বিনিয়োগকারীরা বর্তমানে রাজ্যে শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করছেন। রাজ্যের জনজাতিদের আর্থ সামাজিক মানোন্নয়নেও সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে এবং তা রূপায়ণ করছে।অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন,শহরবাসীদের মৌলিক চাহিদা পূরণে আগরতলা পুর নিগম আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ক্লাবগুলিকেও সরকারের পাশে থেকে উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়,কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী,মার্কফেডের ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা, ত্রিনয়নী সামাজিক সংস্থার সভাপতি প্রবীর ধর চৌধুরী প্রমুখ।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…