বর্তমান সরকারের প্রধান উদ্দেশ্য উন্নয়ন: মুখ্যমন্ত্রী!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বর্তমান সরকারের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে শুধুমাত্র উন্নয়ন।দলমত নির্বিশেষে উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে এই সরকার। সারা রাজ্যেই উন্নয়ন কর্মযজ্ঞ অব্যাহত রয়েছে।আগরতলা পুর নিগম সহ ২০ টি নগর শাসিত সংস্থাগুলিতে সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ সমান্তরালে চলছে। পরিকাঠামো সহ যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে সড়ক উন্নয়নের কাজ ত্বরান্বিত হচ্ছে।মঙ্গলবার আগরতলা পুর নিগমের ৪৩নং ওয়ার্ডের প্রতাপগড় ঋষি কলোনিতে পুকুরের পুনরুজ্জীবন ও সৌন্দর্যায়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যবাসীর মৌলিক অধিকারকে সুনিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বর্তমান সরকার সবাইকে সাথে নিয়ে রাজ্যের বিকাশে কাজ করছে। এই সরকার
উন্নয়নের ক্ষেত্রে কোনও ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না।তিনি বলেন, মানুষের আর্থ সামাজিক মান উন্নয়ন না হলে কোনওভাবেই কোনও দেশ, রাজ্য সমাজ বা এলাকার উন্নয়ন হতে পারে না।বর্তমান সরকার মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণে সচেষ্ট।এই সরকার জনগণের সরকার।প্রতি ঘরে সুশাসন অভিযান এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচির মাধ্যমে সরকারের প্রকল্প ও পরিষেবার সুযোগ পৌঁছে দেওয়া হচ্ছে।তিনি বলেন, ঋষি কলোনি প্রধানত বস্তি এলাকা।পূর্ব এই এলাকার উন্নয়নে সেভাবে নজর দেওয়া হয়নি।বর্তমান রাজ্য সরকার এই এলাকার উন্নয়নে উদ্যোগী হয়েছে।মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।তিনি মনে করেন, উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন ছাড়া দেশের উন্নতি হতে পারে না।প্রধানমন্ত্রীর ঘোষিত হিরা মডেলের বাস্তবায়নের মাধ্যমে রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।বর্তমানে ৬টি জাতীয় সড়ক রয়েছে।আরও ৪টির নীতিগত সিদ্ধান্ত হয়েছে।প্রযুক্তির ক্ষেত্রেও রাজ্যে নতুন মাত্রা সংযোজিত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা শহরকে আধুনিক রূপ দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে।মোটরস্ট্যান্ড এলাকায় মাল্টি লেভেল কার পার্কিং গড়ে তোলা হচ্ছে। ১ হাজার ফ্ল্যাট বিশিষ্ট লাইট হাউস প্রকল্পটির কাজও দ্রুত সম্পাদিত হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ ও আরবান) মিলে রাজ্যে প্রায় ৪ লক্ষ ঘর অনুমোদিত হয়েছে। এর মধ্যে ৩ লক্ষ ৩০ হাজার নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে মহিলা পরিচালিত স্বসহায়ক গোষ্ঠীর সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। প্রায় সাড়ে ৫লক্ষ মহিলা এই স্বসহায়ক গোষ্ঠীর সাথে যুক্ত রয়েছেন।মহিলাদের ক্ষমতায়ন ও তাদের সুরক্ষা প্রদানে সরকারের বিভিন্ন পদক্ষেপসমূহের কথা মুখ্যমন্ত্রী বিস্তারিতভাবে উল্লেখ করেন।তিনি আরও বলেন, রাজ্যের জনগণের কাছে স্বাস্থ্য পরিষেবার সুযোগ পৌছে দিতে রাজ্য সরকার আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন্য আরোগ্য যোজনার মতো চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা চালু করেছে। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত বলেন, কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর এবং রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেশে ও রাজ্যে উন্নয়নের ধারা চলছে। তিনি বলেন, এক সময় ঋষি কলোনি এলাকাটি উন্নয়ন শব্দ থেকে বঞ্চিত ছিলো। বর্তমানে এই এলাকার উন্নয়নে সরকার উদ্যোগী হয়েছে।এই পুকুরের উন্নয়ন সৌন্দর্য্যায়ন এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আজ এই স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের কমিশনার ড. শৈলেশ কুমার যাদব বলেন, ৩ কানি থেকে বেশি এই পুকুরটির পুনরুজ্জীবন সৌন্দর্যায়ণ আমরুট প্রকল্পে রূপায়িত হবে। এজন্য ব্যয় হবে ৩ কোটি ২৪ লক্ষ টাকা। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেট অভিজিৎ মল্লিক, ত্রিপুরা জল বোর্ডের চিফ ইঞ্জিনীয়ার মিহির কান্তি গোপ, সমাজসেবী অসীম ভট্টাচার্য, চিত্তরঞ্জন দেব প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে নাগেরজলায় গড়ে তোলা হয়েছে আধুনিক সুবিধাযুক্ত নতুন টার্মিনাল ভবন। মঙ্গলবার নাগেরজলা বাসস্ট্যান্ডে নবনির্মিত টার্মিনাল ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। ভবনের সূচনা করে তিনি বলেন,নাগেরজলা বাসস্ট্যান্ড এক সময় ছিলো পতিত জলাশয় ও অব্যবহারযোগ্য স্থান।বর্তমান সরকারের গঠনমূলক দৃষ্টিভঙ্গির কারণে এখন এরকম স্থানগুলি মানুষের কল্যাণের কাজে লাগানো হচ্ছে।এই টার্মিনাল ভবন উদ্বোধনের ফলে দরপাল্লার যাত্রীদের অনেক সুবিধা হবে। আধুনিক পরিকাঠামো নির্মাণ করে জনগণকে উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে।আর সেই লক্ষ্য পুরণের উদ্দেশ্যেই রাজ্যে উন্নত পরিকাঠামো এবং আধুনিক ভবন গড়ে তোলা হচ্ছে।অনুষ্ঠনে মুখ্যমন্ত্রী বলেন, পরিকাঠামোগত উন্নতিতে ত্রিপুরা এখন অনেকটাই এগিয়ে গেছে।এই সমস্ত কর্মসূচি রূপায়ণের মধ্যে দিয়ে নাগরিকদের যেমন উন্নত পরিষেবা দেওয়া যাবে তেমনি কর্মসংস্থানেরও সুযোগ হবে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, এই সরকার কাজের নিরীখে মানুষের কাছে পরিচিত।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্গদর্শনে রাজ্য সরকার উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ করছে।সমাজের অন্তিম ব্যক্তির কাছে জনকল্যাণমুখী প্রকল্প ও পরিষেবাগুলির সুযোগ পৌঁছে দিতে প্রতিঘরে সুশাসন অভিযানের মতো কর্মসূচি চালু করা হয়েছে।মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মানুষ এই সরকারের উপর আস্থাশীল। যা মানুষের প্রতিনিয়ত মতামত প্রকাশের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই টার্মিনাল এলাকার শৃঙ্খলা বজায় রাখার উপরও গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ১৬ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে এই নতুন টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে পরিবহণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে।সরকার পরিবহণ ব্যবস্থাকে সমৃদ্ধ করার জন্য রাজ্যব্যাপী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। বিভিন্ন জেলায় নতুন নতুন ডিটিও অফিস স্থাপন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ও অতিথিগণ নতুন টার্মিনাল ভবন উদ্বোধন করে ভবনটি পরিদর্শন করেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজ্য পরিবহণ কমিশনার উত্তম মণ্ডল, ধন্যবাদ সূচক বক্তব্য রাখে টিআরটিসির চেয়ারম্যান বলাই গোস্বামী। এছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমে অয়র দীপক মজুমদার, পুর নিগমের কর্পোরেটরে অভিজিৎ মল্লিক, টিআরটিসি ভাইস চেয়ারম্যান সমর রায়,পরিবহণ দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধু
প্রমুখ।

Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

8 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

9 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

9 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago