বর্ষণের সতর্কতা জারি হতেই ত্রাহি ত্রাহি রব!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বন্যা পরিস্থিতির মধ্যেই বর্ষণ যেন কিছুতেই পিছু ছাড়ছে না।২টি ঘূর্ণাবর্ত, অন্যদিকে মৌসুমী অক্ষরেখা, নিম্নচাপ অক্ষরেখার এ্যহস্পর্শের ঠেলায় রাজ্যজুড়ে আরও বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। বিশেষ করে দক্ষিণ, গোমতী জেলায় ভারী বর্ষণের পূর্বাভাষ রয়েছে।এছাড়া সতর্কতা জারি করা হয়েছে ধলাই, উত্তর ত্রিপুরার জন্য। সতর্কতা রয়েছে সিপাহিজলা জেলার জন্যও।আবহাওয়া দপ্তর শনিবার সন্ধ্যায় তাদের সর্বশেষ সতর্কবার্তা জারি করে জানিয়েছে।এই মুহূর্তে একটি ঘূণাবর্ত অবস্থান করে রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। এর প্রভাবে একটি নিম্নচাপ বলয়ও সৃষ্টি হতে পারে আগামী ৪৮ ঘন্টায়।এছাড়া মৌসুমী – অক্ষরেক্ষা বিস্তৃত রয়েছে জয়সলমির (রাজস্থান) থেকে একেবারে উত্তর মধ্য ভারত থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এরও প্রভাব পড়তে পারে রাজ্যে। এছাড়া অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করে রয়েছে বর্তমানে আসাম সহ সংলগ্ন অঞ্চলে।অন্যদিকে পূর্ব পশ্চিম একটি নিম্নচাপ অক্ষরেক্ষাও বিস্তৃত রয়েছে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ থেকে একেবারে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত।
এই সমস্ত নিম্নচাপ অক্ষরেখা, মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাব রাজ্যেও পড়তে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।এর
জেরে ২৪ আগষ্টের জন্য দক্ষিণ এবং গোমতীতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতকর্তা জারি করেছে
আবহাওয়া অফিস।ভারী বর্ষণের সতকর্তা রয়েছে ধলাই এবং উত্তর জেলায়।এছাড়া আগামীকাল, রবিবার দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা রয়েছে।এছাড়া গোমতী এবং ধলাই জেলার জন্য ভারী থেকে অতিভারী বর্ষণের সতকর্তা রয়েছে। আগামীকাল সিপাহিজলা এবং পশ্চিম জেলার ২/১ জায়গায় ভারী বর্ষণের সতর্কতাও রয়েছে। আবহাওয়া দপ্তরের ভাষ্য অনুযায়ী অন্তত ২৭/২৮ তারিখের আগে আবহাওয়া উন্নতির তেমন আশা নেই বললেই চলে।
এদিকে বুধবার আবহাওয়া দপ্তর যে স্থানীয় পূর্বাভাস জারি করেছে তাতে বলা হয়েছে, সাধারণত মেঘলা আকাশই পরিলক্ষিত হবে। হাল্কা থেকে মাঝারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দক্ষিণ, গোমতী এবং ধলাই এর জন্য ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, শুক্রবার পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাত হয়েছে ১৪২৯.৫ মিমি। যা স্বাভাবিক থেকে ৫১% বেশি। গত চব্বিশ ঘন্টায় অবশ্য রাজ্যের কোনও জেলা থেকেই ভারী বৃষ্টিপাতের কোনও খবর নেই। আগষ্ট মাসের শেষদিক চলছে।বর্ষা আরও একমাস চলবে। তাই কাগজেপত্রে সেপ্টেম্বর মাস পর্যন্ত রাজ্যে বর্ষণে মরশুম থাকে।সেই
নিরিখে দেখতে গেলে এবার বৃষ্টিপাতের হিসাব কোথায় গিয়ে থামবে তা বলা দুস্কর।

Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

4 hours ago

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

11 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

13 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

13 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

14 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

14 hours ago