বহি:রাজ্য থেকে আমদানি বন্ধ হতেই কুমারঘাটে অগ্নিমূল্যে বিক্রি হচ্ছে মাছ!”

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-কুমারঘাট মহকুমাজুড়ে মাছ,মাংসের আকাল দেখা দিয়েছে। বহি:রাজ্য থেকে মাছ না আসার কারণে কুমারঘাট মহকুমা এলাকার বাজারগুলিতে মাছের দাম আকাশছোঁয়া।মাছের মতোই মাংসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।মাছ এবং মাংসের বাজারগুলির উপর সরকারী কোনও নিয়ন্ত্রণ নেই।মহকুমা প্রশাসন থেকে মাঝেমধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উপর নজরদারি চালালেও নজরদারি নেই মাছ, মাংসের বাজারের উপর। ফলে মাছ এবং মাংসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।
বর্ষার মরশুমে যাতে রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের কালোবাজারি না হয় এবং মূল্যবৃদ্ধি না করা হয় এর জন্য রাজ্যের খাদ্যমন্ত্রী ব্যবসায়ীদের সতর্ক করেন। রাজ্যের খাদ্যমন্ত্রী মূল্যবৃদ্ধি না করার জন্য রাজ্যের ব্যবসায়ীদের সতর্ক করলেও কুমারঘাট মহকুমার বিভিন্ন বাজারগুলিতে মাছ, মাংসের সংকটের নামে মাছ, মাংসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।মাছ,মাংসের দাম সাধারণ জনগণের হাতের নাগালের বাইরে চলে গেছে। সম্প্রতি ভারী বর্ষণের কারণে আসামে জাতীয় সড়ক এবং রেলপথে ধস পড়ে।রেলপথ এবং সড়কপথে ধস পড়ার কারণে ইতিমধ্যে যানবাহন এবং রেল চলাচল বন্ধ হয়ে পড়ে।মাল পরিবহণকারী যানবাহন এবং রেল চলাচল বন্ধ হয়ে পড়ার ফলে রাজ্যে দেখা দিয়েছে মাছ এবং মাংসের সংকট।রাজ্যে সরকার যতই প্রচার করুক না কেন যে রাজ্যে মাছ, মাংসে স্বয়ংসম্পূর্ণের দিকে এগিয়ে যাচ্ছে।বাস্তবে এখনও বহিঃরাজ্য থেকে মাছ এবং মাংসের জন্য পল্ট্রি মোরগের বাচ্চা না এলে রাজ্যে সংকট শুরু হয়ে যায়।সম্প্রতি বর্ষণের কারণে আসাম রাজ্যে ধসের কারণে যানবাহন চলাচল এবং রেল চলাচল বন্ধ হতেই মাছ, মাংসের সংকট দেখা দেয়।মাছ, মাংসের সংকটের সুযোগে কুমারঘাট মহকুমা এলাকার
বিভিন্ন বাজারগুলিতে মাছ এবং মাংসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।মহকুমা প্রশাসন থেকে কুমারঘাট মহকুমার বিভিন্ন বাজারগুলিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য অভিযান চালায়।কিন্তু মাছ এবং মাংসের বাজারের উপর কোনও নিয়ন্ত্রণ নেই প্রশাসনের।মাছ,মাংসের বাজারের উপর প্রশাসনের কোনও নিয়ন্ত্রণ না থাকার কারণে এবং বর্তমানে বহি:রাজ্য থেকে মাছের আমদানি না হবার সুযোগে এক শ্রেণীর মাছ ব্যবসায়ী সুযোগ বুঝে ক্রেতাদের পকেট কাটতে শুরু করেছে। বর্তমানে যা-ও কিছু বহি:রাজ্যের মাছ বাজারে উঠছে সেই মাছের দাম চারশো থেকে পাঁচশো টাকা দরে বিক্রি করছে। বাজারে বহি:রাজ্যের মাছের জোগান কম থাকায় লোকাল মাছের দাম বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিকভাবে। বর্তমানে কুমারঘাট শহর সহ আশপাশের বাজারগুলিতে লোকাল রুই মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে চারশো টাকা দরে। এক কেজির উপরে রুই, কাতলা, মৃগেল, কারফু মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা দরে। এছাড়াও ছোট মাছ মকা প্রতি কেজি বিক্রি হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকা দরে। চিংড়ি মাছ প্রতি কেজি আটশো থেকে এক হাজার টাকা দরে। নদীর ছোট মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে এক হাজার টাকা দরে। মাছের দাম বৃদ্ধির পাশাপাশি মাংসের দামও বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিকভাবে। মাসখানেক আগে কুমারঘাট শহরে পল্ট্রির মাংস প্রতি কেজি বিক্রি হয়েছে দুশো টাকা দরে। আর বর্তমানে সেই মাংস বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা দরে। মাছ, মাংসের দাম বৃদ্ধি নিয়ে মাছ এবং মাংসের ব্যবসায়ীদের বক্তব্য, বহি:রাজ্য থেকে মাছ আসছে না।পল্ট্রি মোরগের বাচ্চা না আসায় ও তীব্র গরমে মোরগের বাচ্চা মরে যাবার – কারণে মাংসের দাম বৃদ্ধি পেয়েছে।কুমারঘাট মহকুমা – এলাকার ক্রেতাদের বক্তব্য হলো, প্রশাসনের মাছ এবং মাংসের বাজারের উপর কোনও নিয়ন্ত্রণ নেই।ফলে ব্যবসায়ীরা সুযোগ বুঝে নিজের ইচ্ছামতো দাম বৃদ্ধি করছে।

Dainik Digital

Recent Posts

গত সাতবছরে উল্লেখযোগ্য সাফল্য, রাজ্যে উদ্যানজাত চাষে সবথেকে উজ্জ্বল সম্ভাবনা, দাবি রতনের!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে কৃষিক্ষেত্রে সবথেকে উজ্জ্বল সম্ভাবনা হচ্ছে উদ্যানজাত (হর্টি) ফসল চাষে।শুধু তাই নয়,এতে কৃষকদের…

19 hours ago

নাগপুরে সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর জখম চার পুলিশ!!

অনলাইন প্রতিনিধি :-নাগপুরের অশান্ত পরিস্থিতি সামাল দিতে গিয়ে চার জন পুলিশ আধিকারিক গুরুতর জখম হয়েছেন…

20 hours ago

উচ্চ শিক্ষার হদ্দমুদ্দ! প্রিন্সিপালশূন্য ১৬ কলেজ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের১৬টি সাধারণ ডিগ্রি কলেজে প্রিন্সিপাল নেই।ফলে রাজ্য সরকারের ২৫টি সাধারণ ডিগ্রি কলেজে…

20 hours ago

গাবার্ডের পর্যবেক্ষণ!!

গত রবিবার মার্কিন ন্যাশনাল ইনটেলিজেন্স ইনটেলিজেন্স চিফ তথা আমেরিকার গোয়েন্দা প্রধান ভারত সফরে এসেছেন।মাত্র দুই…

20 hours ago

আরশোলার দুধ গরুর দুধের চেয়ে তিন গুণ বেশি পুষ্টিকর, দাবি গবেষণায়!!

অনলাইন প্রতিনিধি :-'সুপারফুড'।ইদানীং হেলথ টিপস মানেই সুপারফুডের অবধারিত উপস্থিতি।কী এই সুপার-খাদ্য?সহজ কথায়,অতি স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিগুণে…

20 hours ago

বিভিন্ন কলেজে সহ-অধ্যাপক নিয়োগ, অফলাইনে আবেদনপত্র গ্রহণ করতে টিপিএসসিকে নির্দেশ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা লোকসেবাআয়োগের-৩০ শে জানুয়ারী, ২০২৫-এর বিজ্ঞপ্তি মূলে সরকারী (সাধারণ)মহাবিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে সহ-অধ্যাপক পদে…

20 hours ago