বহু জলঘোলার পর,অবশেষে জেআরবিটির ফল প্রকাশ।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-অবশেষে বেকার বিক্ষোভের চাপে প্রক্রিয়া শুরুর চার বছর পর গ্রুপ সি পদের ফলাফল প্রকাশ করল রাজ্য সরকার। রাজ্য সরকারের জেআরবিটি আয়োজিত গ্রুপ সি পদের ফলাফল বুধবার প্রকাশিত হলেও গ্রুপ ডি পদের মৌখিক ইন্টারভিউ এখন পর্যন্ত হয়নি। তাই গ্রুপ সি পদের ফলাফল প্রকাশিত হবার পর গ্রুপ ডি পদের চাকরি প্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। শুধু তাই নয়, প্রায় চার বছর পর গ্রুপ সি পদের ফলাফল প্রকাশের জন্যে মেধা তালিকায় যে বয়স উত্তীর্ণ বেকারের স্থান হয়েছে। তাদেরও চাকরি জীবন চার বছর কমে গিয়েছে। কারণ চার বছর আগে যে সব বয়স উত্তীর্ণ বেকারের বয়স ছিল প্রায় ৪৫ থেকে ৪৮ বছরের মধ্যে। এখন তাদের বয়স এসে ঠেকেছে ৫০ থেকে ৫২ বছর।এরপর আবার তারা গ্রুপ সি পদে চাকরির প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম পাচ্ছে না। আগামী পাঁচ বছর তাদের ফিক্সড পে কর্মচারী হিসেবে চাকরি করতে হবে। তবে সহজেই অনুমেয় সরকারের ব্যর্থতার জন্য ফলাফল প্রকাশ দেরিতে হওয়ার খেসারত দেবেন বয়স উত্তীর্ণ বেকাররা। একই পরিণতি কি গ্রুপ ডি পদের চাকরি প্রার্থীদের জন্যেও অপেক্ষা করেছ?জেআরবিটি সূত্রে খবর, গ্রুপ সি পদের প্রকাশিত ফলাফলে ১৯৮০ বেকার উত্তীর্ণ হয়। তাদের সকলকে এলডিসি, এগ্রি অ্যাসিস্ট্যান্ট সহ অন্যান্য গ্রুপ সি পদে অফার প্রদানের জন্য রাজ্য সরকারকে আবেদন করেছে জেআরবিটি। তবে গ্রুপ সি’র শূন্যপদ ছিল ২৪১০টি। তবে কেন রাজ্য সরকার বাকি ৪৩০টি পদের জন্য কোনও বেকারের নাম ঘোষণা করেনি। এনিয়ে নানা প্রশ্ন উঠেছে। কারণ সরকার পদক্ষেপ নিলে এই ৪৩০টি পদেও রাজ্যের বেকারের চাকরি সুযোগ ছিল। অভিযোগ এই পথে এক অদৃশ্য কারণে সরকার যায়নি। এমন কী প্রকাশিত মেধা তালিকা নিয়ে রাজ্যের বেকারের আরও অভিযোগ ১৯৮০ জনের নাম থেকে বোঝা যাচ্ছে, এই তালিকায় বহি:রাজ্যের বেকারও রয়েছে।এই নিয়োগ প্রক্রিয়ায় শুরুর সময়ে পিআরটিসি বাধ্যতামূলক নিয়ম ছিল না। ফলে বহি:রাজ্যের বেকাররা লিখিত পরীক্ষায় বসার সুযোগ পায়। তবে বেকার বিক্ষোভ এবং সংবাদপত্রে খবর প্রকাশের পর মতি ফিরে সরকার ও জেআরবিটি কর্তৃপক্ষের। তাই ফলাফল প্রকাশের ঠিক আগ মুহূর্তে এক নির্দেশে বলা হয় যাদের পিআরটিসি আছে, তাদের চাকরিতে সুযোগ প্রদান হবে। তবে এখন যদি চূড়ান্ত মেধা তালিকায় অভিযোগ মোতাবেক বহি:রাজ্যের বেকারের নাম থাকে তবে নতুন করে জটের সম্ভাবনা প্রবল। এদিকে, জেআরবিটির এক আধিকারিক জানান, ১৯৮০ জন বেকার গ্রুপ সি পদে চাকরি পাচ্ছে। মেধাবী বেকার পাওয়া যায়নি। তাই ৪৩০টি পদ শূন্যই থেকে গিয়েছে। পিআরটিসি বাধ্যতামূলক নিয়ম এখন কার্যকর হয়েছে। আর এই নিয়মের আগে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং লিখিত পরীক্ষারও ফলাফল প্রকাশিত হয়েছে। এখন গ্রুপ সি পদের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হলো। দিব্যাঙ্গ শ্রেণীতে ৩৭টি পদে এবং এক্সসার্ভিসম্যান পদে ৩৪টি পদে কোনও চাকরি প্রার্থী পাওয়া যায়নি। প্রসঙ্গত, গ্রুপ সি ২৪১০টি পদের মধ্যে ছিল এলডিসি ১৫০০টি, জুনিয়র মাল্টিটাস্কিং ক্লার্ক ২০১টি, এগ্রি অ্যাসিস্ট্যান্ট ২৩৬টি, পাম্প অপারেটর ২৩৬টি পদ ছিল। ২০২০ সালে প্রথম এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল। অন্যদিকে গ্রুপ ডি পদে শূন্যপদের সংখ্যা ছিল ২৫০০।

Dainik Digital

Recent Posts

১৮.৫ ইঞ্চির লেজবিশিষ্ট মার্জারের বিশ্ব রেকর্ড!!

অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…

9 hours ago

কাগজের কাপেও শরীরে যাচ্ছে প্লাস্টিক কণা, ভারসাম্য হারাচ্ছে হরমোন!!

অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…

9 hours ago

লন্ডন-মুম্বই উড়ানে আটকে ২০০ ভারতীয়!!

লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…

9 hours ago

মহাকরণ থেকে পঞ্চায়েত পর্যন্ত,কর্মী সংকটে সর্বত্র অচলাবস্থা প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের গতি!!

অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…

10 hours ago

২০০ শয্যার যুব আবাস হচ্ছে বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে!!

অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…

10 hours ago

শান্তি সম্প্রতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…

10 hours ago