বহু নারী ও যুবকদের স্বাবলম্বী করে তুলছেন ললিতা দেবী
২৪ বছর বয়সে বিধবা হয়েছিলেন ললিতা দেবী শিং, এখন যিনি অনেকের কাছেই অনুপ্রেরণা। কোনও সমর্থন ছাড়াই কঠিন পথে চলার সময় অসংখ্য চ্যালেঞ্জের সঙ্গে
লড়াই করে, তিনি প্রমাণ করেছেন যে যখন কারও জীবনে দৃঢ় সংকল্প ও অভিপ্রায় থাকে তখন কিছুই অসম্ভব নয়। ৪৮ বছর বয়সি ললিতা দেবী এখন তার এলাকার পুরুষ ও
মহিলাদের কাছে পথপ্রদর্শক। ললিতা দেবী তার এলাকার বহু দরিদ্র মহিলা ও পুরুষদের কর্ম সংস্থান করে দিয়েছেন তার নিজের কাগজের প্লেট তৈরির ইউনিটে। নিজের হাতে শেখাচ্ছেন কাজ, করে তুলছেন স্বাবলম্বী। তার ফলে উপকৃত হচ্ছে দরিদ্র পরিবারের
বহু পুরুষ ও মহিলা। রাস্তাটা এত সহজ ছিল না। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার পর ১৪ বছর বয়সে ললিতার বাবা-মা তার বিয়ে দিয়ে দেন। তিন পুত্রের মা হন ললিতা। কিন্তু হঠাৎ তার স্বামীর মৃত্যু হয়। এরপর দেখা দেয় অর্থের
অভাব। অভাবের তাড়নায় ললিতা
ছোটোখাটো চাকরি ও কাপড় সেলাই করতে থাকেন। এরপর ধীরে ধীরে তিনি কাগজের
প্লেট তৈরিতে দক্ষতা অর্জন করেন। নিজের উদ্যোগে ২০১৬ সালে বর্জ্য কাগজ থেকে প্লেট তৈরির ইউনিট শুরু করেন ললিতা। ললিতার ইউনিট এখন সাতটি মেশিন দিয়ে প্রতিদিন ৮০০০ থেকে ১০০০০ প্লেট তৈরি
করছে। বর্তমানে রায়গড়া জেলার অমলভাটায় তার তৈরির ইউনিট পাঁচটি জেলার কাগজের প্লেটের প্রয়োজনীয়তা পূরণ করছে এবং তার সঙ্গেই কমাচ্ছে বেকারত্বের সংখ্যা।