রাশিয়া, চেক রিপাবলিক, ব্রিটেন, সুইজারল্যান্ড, চিন, জার্মানি, রোমানিয়া, ইতালি, পর্তুগাল, স্লোভেনিয়া এবং ফিনল্যান্ডে
ইতিমধ্যেই টিল্টেড ট্রেনের দেখা পাওয়া যায়। এবার ভারতেও দেখা মিলতে পারে, এই বিশেষপ্রযুক্তি সম্পন্ন ট্রেনের। রেলমন্ত্রক সূত্র জানা গেছে, সব ঠিক থাকলে ২০২৫ সালেই এই ট্রেনে চড়তে পারবেন ভারতের যাত্রীরা।
ইতিমধ্যেই বিভিন্ন বিদেশি সংস্থার সঙ্গে প্রযুক্তিগত বিষয়ে যথ
উদ্যোগের ব্যাপারে কথা বলা হচ্ছে।
ভারতে তৈরি ১০০টি ‘বন্দে ভারত’
ট্রেনকে প্রাথমিকভাবে প্রযুক্তির
সাহায্যে ‘টিল্টিং ট্রেন’এ পরিণত করা
হবে।
টিল্টিং ট্রেন হল, একটি বিশেষ
প্রযুক্তিতে চলা দ্রুতগতির ট্রেন যেগুলি সাধারণ রেললাইনের উপর
দিয়েই চলবে। শুধু সেই বিশেষ
প্রযুক্তির সাহায্যে দ্রুত গতিতে চলার
পথে কোনও বাঁক এলে, ট্রেনটি
বাঁকের উল্টোদিকে হেলে গিয়ে
ভারসাম্য রক্ষা করবে। বিশদে বলতে
গেলে, যখন কোনও দ্রুতগতিবিশিষ্ট
ট্রেন রাস্তায় কোনও বাঁকের মুখে এসে পড়ে, তখন ট্রেনের ভিতরে
থাকা ব্যক্তি কিংবা বস্তু এমন এক
ধরনের ‘টান’ অনুভব করেন,
বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয়
‘সেন্ট্রিফিউগাল ফোর্স’।
সেই টানের কারণেই গড়িয়ে
পড়তে শুরু করে ব্যাগপত্র, দাঁড়িয়ে
থাকা যাত্রীরা একে অপরের উপর পড়ে যান। বসে থাকা যাত্রীরাও হেলে
পড়তে শুরু করেন একে অপরের
উপর। কিন্তু উন্নত প্রযুক্তিবিশিষ্ট
টিল্টিং ট্রেনে থাকবে এমন ব্যবস্থা,
যাতে দ্রুতগতির ট্রেন বাঁকের মুখে
এসে পড়লেও কোনও রকম সমস্যায়
পড়বেন না ভিতর থাকা যাত্রীরা।
টিল্টিং ট্রেন বাঁকের মুখে এলেই
এমনভাবে হেলে পড়বে বাঁকের
উল্টো দিকে, যাতে, সেন্ট্রিফিউগাল
ফোর্সকে প্রশমিত করে ভারসাম্য রক্ষা
করা সম্ভব হবে। তার ফলে, ভিতরে
থাকা বস্তু বা মানুষ, কারওরই গড়িয়ে
পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
এমনকী, গতিশীল যানবাহনে চড়ে
যাঁদের ‘মোশন সিকনেস’ অর্থাৎ, গা
গোলানো কিংবা মাথা ঘোরার মতো
সমস্যা থাকে, নয়া এই ট্রেনে তাঁরা
সেই সমস্যা থেকেও মুক্তি পাবেন
বলে আশা করা হচ্ছে।
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…
অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…
অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…
অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…
অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…