বাংলাদেশে সংবিধান পরিবর্তন লইয়া নির্বাচন না পিছাইয়া যায় সেই আশঙ্কায় শঙ্কিত রহিয়াছে বিএনপির মতন রাজনৈতিক। দল। আওয়ামী লিগকে আওয়ামী লিগ নামে ভোটে লড়িতে না দেওয়ার ভাবনাচিন্তা চলিতেছে। অন্তর্বর্তী সরকারের এই ভাবনার সঙ্গে প্রকারান্তরে সহমতই প্রকাশ করবে বিএনপি।বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর, পতনের ছয় মাস পূর্তি উপলক্ষে ৩২ ধানমন্ডি কাণ্ডের পর সর্বোপরি ডেভিল হান্ট চলাকালেও বাংলাদেশের রাজনীতিতে একটাই ভীতি- শেখ হাসিনা এবং আওয়ামী লিগ। এই ভীতি অন্তর্বর্তী সরকারের ভেতরে বাহিরে সর্বত্র রহিয়াছে।
বাংলাদেশের রাজনীতিকেরা আজ দেশের সংবিধান সংস্কার লইয়া কথা বলিতেছেন। সরকার যাহাদের উপর সংস্কারের প্রস্তাব পাঠাইবার দায়িত্ব দিয়াছে তাহারা সুপারিশ করিয়াছে, বাংলাদেশ আর ধর্মনিরপেক্ষ শব্দটি ব্যবহার করিবে না, পরিবর্তে আসিবে বহুত্ববাদ। স্পষ্টতই বহুত্ববাদ শব্দটি ধর্মনিরপেক্ষতা হইতে অনেক বৃহৎ। দেশ গঠনের পর হইতে নানান সময়ে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা নানান সময়ে নানাবিধ প্রশ্নের সম্মুখীন হইয়াছে।
ধর্মনিরপেক্ষতা রক্ষা সেনার সহায়তা লইয়া হয় না। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কথা এই ক্ষেত্রে যত কম বলা যায় ততই ভালো। শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বে নানান সময়ে সেই দেশের ধর্মনিরপেক্ষতা কোন পর্যায়ে গিয়া পৌঁছাইতো তাহার জ্বলন্ত প্রমাণ তো সেই দেশে ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা হ্রাসের পরিসংখ্যান।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে ধর্মীয় সংখ্যালঘুরা আজ ঘরোয়া রাজনীতির সঙ্গীনে বিদ্ধ হইতেছেন। এই আমলে দেশজুড়ে অরাজকতা চলিতেছে। ধর্মীয় সংখ্যালঘুদের পর এইবার সংখ্যাগুরুদের নানান অংশের উপর হামলা চলিতেছে।সরকারটির ব্যর্থতা নজিরবিহীন সর্বত্র। ৩২ ধানমন্ডির যেই বাড়িটি ভাঙ্গা হইয়াছে, উহা রাষ্ট্রের সম্পত্তি ছিলো।এক বুধবারে ভাঙ্গা শুরু হইয়া আর এক বুধবার আসিয়া গিয়াছে। বাড়িটির ভাঙ্গাভাঙ্গি এখনও চলিতেছে।
সাধারণ মানুষ ধ্বংসস্তূপ ঘাঁটিয়া, মাটি খুঁড়িয়া কংক্রিট ভাঙ্গিতেছে, লোহার রড বাহির করিয়া লইয়া যাইতেছে পুরানো সামগ্রীর দোকানে বেচিবার জন্য।
অথচ সরকার ইচ্ছা করিলেই বাড়িটি অন্য কাজে লাগাইতে পারিত। বাড়িটির সকল সামগ্রী, আসবাব বিক্রি করিয়া হোটেলওলাকে ভাড়া দিলেও প্রচুর লাভ হইতে পারিত। কিন্তু তাহা করিল না। যদিও সরকারের এক্ষণে নুন আনিতে পান্তা ফুরায় অবস্থা। স্কুলে স্কুলে এখনও পাঠ্যবই যায় নাই। শিক্ষাক্ষেত্রে হাহাকার দেখা দিয়াছে। সরকারের এই ধরনের দৃষ্টিভঙ্গিকে বালখিল্যতা বলিতেছেন দেশের মানুষ। আবার হাসাহাসি হইতেছে ধানমন্ডির বাড়ি ভাঙ্গার আদবকায়দা লইয়াও। যাহাদের ওপর গোপনে বাড়ি ভাঙ্গার দায়িত্ব ন্যস্ত করা হইয়াছিল তাহারাও যথা সময়ে কাজটি করিতে পারিল না। অর্থাৎ খারাপ কাজগুলিও এই সরকার নিপূণতায় করিতে পারিতেছে না।
শিক্ষাক্ষেত্রের মতন প্রতিটি ক্ষেত্রে সরকারের চরম ব্যর্থতা ছয় মাসেই জনসমক্ষে পরিস্ফুট হইয়া উঠিয়াছে। বলা হইতেছে দ্রব্যমূল্য হইতে আইনশৃঙ্খলা- সর্বত্র যে চরম জন অসন্তোষ তৈরি হইয়াছে তাহার দিক হইতে মানুষের নজর অন্যত্র সরাইবার জন্য সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান শুরু করা হইয়াছে। ডেভিল হান্ট নামে এই অভিযানে প্রতিদিন আওয়ামী লিগের নেতা, কর্মী, সমর্থকদের তুলিয়া আনা হইতেছে। পাশাপাশি ঠ্যাঙ্গারে বাহিনী বিরোধী রাজনৈতিক দলের বাড়িঘরে চালাইয়াছে লুটপাট হামলা। এই সকল ঘটনায় অন্তর্বর্তী সরকারও দিশাহারা। অগত্যা তাড়াতাড়ি নির্বাচনের কথাও ভাবা হইতেছে। এতোদিন প্রধান উপদেষ্টা জামাতের নেতাদেরই বেশি বেশি করিয়া পাতে লইতেন। ইদানীং বিএনপি নেতাদের সঙ্গেও সমান মেলামেশা শুরু করিয়াছেন। তাহাদের ডাকিয়া লইয়া বৈঠক করিতেছেন। সরকারী সূত্র জানাইতেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের সাম্প্রতিক বৈঠকে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে আলোচনা হইয়াছে।কয়েকদিনের মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বিএনপির আলোচনা হইতে পারে। বিএনপিকে আশ্বাস দেওয়া হইয়াছে, ১৫ ফেব্রুয়ারী জাতীয় ঐকমত্য গঠন কমিশনের প্রথম বৈঠক হইবে। এই বৈঠকে রাজনৈতিক দলগুলিকে ডাকা হইবে। বৈঠকে রাজনৈতিক দলগুলির নিকট অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারের পদক্ষেপগুলির ব্যাখ্যা করবেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।
অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…
অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…
অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…
শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…
কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…
অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…