বাংলাদেশের আপৎকাল।।

এই খবর শেয়ার করুন (Share this news)

বাংলাদেশে সংবিধান পরিবর্তন লইয়া নির্বাচন না পিছাইয়া যায় সেই আশঙ্কায় শঙ্কিত রহিয়াছে বিএনপির মতন রাজনৈতিক। দল। আওয়ামী লিগকে আওয়ামী লিগ নামে ভোটে লড়িতে না দেওয়ার ভাবনাচিন্তা চলিতেছে। অন্তর্বর্তী সরকারের এই ভাবনার সঙ্গে প্রকারান্তরে সহমতই প্রকাশ করবে বিএনপি।বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর, পতনের ছয় মাস পূর্তি উপলক্ষে ৩২ ধানমন্ডি কাণ্ডের পর সর্বোপরি ডেভিল হান্ট চলাকালেও বাংলাদেশের রাজনীতিতে একটাই ভীতি- শেখ হাসিনা এবং আওয়ামী লিগ। এই ভীতি অন্তর্বর্তী সরকারের ভেতরে বাহিরে সর্বত্র রহিয়াছে।
বাংলাদেশের রাজনীতিকেরা আজ দেশের সংবিধান সংস্কার লইয়া কথা বলিতেছেন। সরকার যাহাদের উপর সংস্কারের প্রস্তাব পাঠাইবার দায়িত্ব দিয়াছে তাহারা সুপারিশ করিয়াছে, বাংলাদেশ আর ধর্মনিরপেক্ষ শব্দটি ব্যবহার করিবে না, পরিবর্তে আসিবে বহুত্ববাদ। স্পষ্টতই বহুত্ববাদ শব্দটি ধর্মনিরপেক্ষতা হইতে অনেক বৃহৎ। দেশ গঠনের পর হইতে নানান সময়ে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা নানান সময়ে নানাবিধ প্রশ্নের সম্মুখীন হইয়াছে।
ধর্মনিরপেক্ষতা রক্ষা সেনার সহায়তা লইয়া হয় না। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কথা এই ক্ষেত্রে যত কম বলা যায় ততই ভালো। শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বে নানান সময়ে সেই দেশের ধর্মনিরপেক্ষতা কোন পর্যায়ে গিয়া পৌঁছাইতো তাহার জ্বলন্ত প্রমাণ তো সেই দেশে ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা হ্রাসের পরিসংখ্যান।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে ধর্মীয় সংখ্যালঘুরা আজ ঘরোয়া রাজনীতির সঙ্গীনে বিদ্ধ হইতেছেন। এই আমলে দেশজুড়ে অরাজকতা চলিতেছে। ধর্মীয় সংখ্যালঘুদের পর এইবার সংখ্যাগুরুদের নানান অংশের উপর হামলা চলিতেছে।সরকারটির ব্যর্থতা নজিরবিহীন সর্বত্র। ৩২ ধানমন্ডির যেই বাড়িটি ভাঙ্গা হইয়াছে, উহা রাষ্ট্রের সম্পত্তি ছিলো।এক বুধবারে ভাঙ্গা শুরু হইয়া আর এক বুধবার আসিয়া গিয়াছে। বাড়িটির ভাঙ্গাভাঙ্গি এখনও চলিতেছে।
সাধারণ মানুষ ধ্বংসস্তূপ ঘাঁটিয়া, মাটি খুঁড়িয়া কংক্রিট ভাঙ্গিতেছে, লোহার রড বাহির করিয়া লইয়া যাইতেছে পুরানো সামগ্রীর দোকানে বেচিবার জন্য।
অথচ সরকার ইচ্ছা করিলেই বাড়িটি অন্য কাজে লাগাইতে পারিত। বাড়িটির সকল সামগ্রী, আসবাব বিক্রি করিয়া হোটেলওলাকে ভাড়া দিলেও প্রচুর লাভ হইতে পারিত। কিন্তু তাহা করিল না। যদিও সরকারের এক্ষণে নুন আনিতে পান্তা ফুরায় অবস্থা। স্কুলে স্কুলে এখনও পাঠ্যবই যায় নাই। শিক্ষাক্ষেত্রে হাহাকার দেখা দিয়াছে। সরকারের এই ধরনের দৃষ্টিভঙ্গিকে বালখিল্যতা বলিতেছেন দেশের মানুষ। আবার হাসাহাসি হইতেছে ধানমন্ডির বাড়ি ভাঙ্গার আদবকায়দা লইয়াও। যাহাদের ওপর গোপনে বাড়ি ভাঙ্গার দায়িত্ব ন্যস্ত করা হইয়াছিল তাহারাও যথা সময়ে কাজটি করিতে পারিল না। অর্থাৎ খারাপ কাজগুলিও এই সরকার নিপূণতায় করিতে পারিতেছে না।
শিক্ষাক্ষেত্রের মতন প্রতিটি ক্ষেত্রে সরকারের চরম ব্যর্থতা ছয় মাসেই জনসমক্ষে পরিস্ফুট হইয়া উঠিয়াছে। বলা হইতেছে দ্রব্যমূল্য হইতে আইনশৃঙ্খলা- সর্বত্র যে চরম জন অসন্তোষ তৈরি হইয়াছে তাহার দিক হইতে মানুষের নজর অন্যত্র সরাইবার জন্য সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান শুরু করা হইয়াছে। ডেভিল হান্ট নামে এই অভিযানে প্রতিদিন আওয়ামী লিগের নেতা, কর্মী, সমর্থকদের তুলিয়া আনা হইতেছে। পাশাপাশি ঠ্যাঙ্গারে বাহিনী বিরোধী রাজনৈতিক দলের বাড়িঘরে চালাইয়াছে লুটপাট হামলা। এই সকল ঘটনায় অন্তর্বর্তী সরকারও দিশাহারা। অগত্যা তাড়াতাড়ি নির্বাচনের কথাও ভাবা হইতেছে। এতোদিন প্রধান উপদেষ্টা জামাতের নেতাদেরই বেশি বেশি করিয়া পাতে লইতেন। ইদানীং বিএনপি নেতাদের সঙ্গেও সমান মেলামেশা শুরু করিয়াছেন। তাহাদের ডাকিয়া লইয়া বৈঠক করিতেছেন। সরকারী সূত্র জানাইতেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের সাম্প্রতিক বৈঠকে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে আলোচনা হইয়াছে।কয়েকদিনের মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বিএনপির আলোচনা হইতে পারে। বিএনপিকে আশ্বাস দেওয়া হইয়াছে, ১৫ ফেব্রুয়ারী জাতীয় ঐকমত্য গঠন কমিশনের প্রথম বৈঠক হইবে। এই বৈঠকে রাজনৈতিক দলগুলিকে ডাকা হইবে। বৈঠকে রাজনৈতিক দলগুলির নিকট অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারের পদক্ষেপগুলির ব্যাখ্যা করবেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ইণ্ডিগো বিমানে পড়ল বাজ, ভাঙল সামনের অংশ, শ্রীনগরে জরুরি অবতরণ!!

অনলাইন প্রতিনিধি :-প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে শ্রীনগর ভায়া দিল্লিগামী বিমান। সন্ধে থেকেই বজ্রপাত ও প্রবল…

1 hour ago

ছত্রিশগড়ে নিরাপত্তাবাহিনীর সাথে জঙ্গির লড়াইয়ে খতম ২৭ মাওবাদী!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার সকালে অবুঝমাঢ়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে কমপক্ষে ২৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে…

9 hours ago

পাকিস্তানে স্কুল বাসে আত্মঘাতী বোমা হামলা, মৃত ৪শিশু আহত ৩৮!!

অনলাইন প্রতিনিধি :-বালুচিস্তানে স্কুল বাসে আত্মঘাতী বোমা হামলা ৷ ঘটনায় মৃত্যু হয়েছে চার শিশুর ৷…

10 hours ago

কলকাতার আকাশে একঝাঁক ড্রোন!!

অনলাইন প্রতিনিধি :- কলকাতার আকাশে একঝাঁক রহস্যময় ড্রোন। ঘটনাটি ঘটে সোমবার। অন্তত আট থেকে দশটি…

12 hours ago

ফের ধ্বসে বিপর্যস্ত উত্তর সিকিম!!

অনলাইন প্রতিনিধি :-টানা বৃষ্টির কারণে ধ্বস নামে উত্তর সিকিমে ।এর জেরে বন্ধ লাচেন এবং লাচুংয়ের…

12 hours ago

টাটা গ্রুপের সাথে লিজ এগ্রিমেন্ট,কর্মসংস্থানের সৃষ্টি করবে পুষ্পবন্ত প্যালেস : মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-পুষ্পবন্ত প্যালেসে পাঁচতারা হোটেল নির্মাণ নিয়ে বহু জল্পনা হয়েছে। মুখ্যমন্ত্রী অবশ্য বলেছিলেন, হোটেল…

12 hours ago