বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় দিল্লী বললেন রাজনাথ।।

 বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় দিল্লী বললেন রাজনাথ।।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশের সঙ্গে
ভারত সবসময় সুসম্পর্ক রক্ষা করতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বাংলাদেশে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।ভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বক্তব্য ঢাকার
সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
রাজনাথ সিং বলেছেন, ভারত সবসময় প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।
বাংলাদেশও আমাদের প্রতিবেশী দেশ। আমরা সর্বদা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি।প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলতেন, আমরা আমাদের বন্ধুদের পরিবর্তন করতে পারি, প্রতিবেশীদের নয়।সুতরাং, আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। গত পাঁচ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ড. মহম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ে একাধিকবার উদ্বেগ জানিয়েছে নয়াদিল্লী। শুক্রবার নয়াদিল্লীতে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।এমন প্রেক্ষাপটেই রাজনাথ সিং বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখার আগ্রহের কথা জানালেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.