Categories: বিদেশ

বাংলাদেশে আজ থেকে শুরু বিরোধীদের ডাকা ৪৮ ঘন্টা বন্ধ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর আহ্বানে রবিবার থেকে শুরু হচ্ছে ৪৮ ঘন্টার হরতালএকতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার প্রতিবাদে টানা ৪৮ ঘন্টার এই হরতাল ডেকেছে বিএনপি।একই সময়ে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াতে ইসলামী, বাম গণতান্ত্রিক জোট, গণঅধিকার পরিষদ ও গণতন্ত্র মঞ্চ তফশিল প্রত্যাখ্যান করে হরতালের ডাক দিয়েছে। হরতাল শুরু হবে রবিবার সকাল ৬টায়, শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়। গত বৃহস্পতিবার অজ্ঞাত স্থান থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হরতালের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তফশিল বাতিলের দাবিতে একই সময়ে বিএনপির সঙ্গে সুর মিলিয়ে সমমনা দলগুলোও ৪৮ ঘন্টার হরতালের ডাক দিয়েছে।এর আগে বিএনপির মহাসমাবেশে হামলা, হত্যা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল ডেকেছিল দলটি।সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ধারাবাহিকভাবে অবরোধ কর্মসূচি চালিয়ে আসছে বিএনপি ও সমমনা দলগুলো। ‘নির্বাচনকালীন সরকার নিয়ে বিভিন্ন দলের আন্দোলনের মধ্যে গত বুধবার জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেন। ঘোষিত তফশিল অনুযায়ী জাতীয় নির্বাচন হবে আগামী ৭ জানুয়ারী। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পরপরই বিএনপি ও সমমনা দলগুলোর পাশাপাশি জামাতে ইসলামী, বাম গণতান্ত্রিক জোট, গণঅধিকার পরিষদ ও গণতন্ত্র মঞ্চ তফসিল প্রত্যাখ্যান করে রবিবার থেকে হরতাল কর্মসূচি ঘোষণা করে। এর আগে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের পর থেকে দফায় দফায়।হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও সমমনা দলগুলো।এরমধ্যে ২৯ অক্টোবর হরতাল এরপর ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত -প্রথম দফা অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি ও সমমনা দলগুলো।এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফা, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফা, ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা এবং ১৫ ও ১৬ নভেম্বর পঞ্চম দফা অবরোধ কর্মসূচি পালন করে তারা।বিএনপির সমাবেশ পণ্ড করা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ২৯ অক্টোবর প্রথম দফা এবং তফসিল প্রত্যাখ্যান করে রবিবার থেকে দ্বিতীয় দফ হরতাল পালন করতে যাচ্ছে আন্দোলনকারীরা।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নেপালে পর পর দুটি ভূমিকম্প!!

অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…

13 hours ago

১৮.৫ ইঞ্চির লেজবিশিষ্ট মার্জারের বিশ্ব রেকর্ড!!

অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…

23 hours ago

কাগজের কাপেও শরীরে যাচ্ছে প্লাস্টিক কণা, ভারসাম্য হারাচ্ছে হরমোন!!

অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…

23 hours ago

লন্ডন-মুম্বই উড়ানে আটকে ২০০ ভারতীয়!!

লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…

23 hours ago

মহাকরণ থেকে পঞ্চায়েত পর্যন্ত,কর্মী সংকটে সর্বত্র অচলাবস্থা প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের গতি!!

অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…

23 hours ago

২০০ শয্যার যুব আবাস হচ্ছে বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে!!

অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…

23 hours ago