বাংলাদেশে ভারতীয় পন্যবোঝাই লরিতে অগ্নিসংযোগ!!!
দৈনিক সংবাদ অনলাইন।। ভয়াবহ অগ্নিসংযোগগের ঘটনায় বাংলাদেশে ভস্মীভূত হয়ে গেল ছ’টি ভারতীয় পণ্য বোঝায় লরি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বাংলাদেশের পানামা বন্দরে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পশ্চিমবঙ্গের মালদার মহদিপুর আন্তর্জাতিক স্থলবন্দরে।
ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স কো-অর্ডিনেটর কমিটির রাজ্য সম্পাদক উজ্জল সাহা জানান, পশ্চিমবঙ্গের পাঁচটি স্থলবন্দর দিয়ে লরির মাধ্যমে আন্তর্জাতিক আমদানি রপ্তানি হয়ে থাকে।সেই রকম মহদীপুর স্থল বন্দর দিয়ে বাংলাদেশে বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়েছিল। কিন্তু আশঙ্কাজনকভাবে দেখা যায় বাংলাদেশের পানামা বন্দরে হঠাৎ করে ভারতীয় পণ্যবাহী লরিতে আগুন লাগার ঘটনা ঘটে। পুড়ে ছাই হয়ে যায় ভারতীয় পণ্য বোঝায় ছ’টি লরি। নাশকতার আগুন বলে আশংকা করা হচ্ছে।