বাংলাদেশ আখাউড়ায় জন্মাষ্টমী
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া।। বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শুক্রবার সকালে। বাংলাদেশে দিনটি পালন করা হচ্ছে পুজা অর্চণা, কীর্ত্তন আর উপবাসের মাধ্যমে। ত্রিপুরার মহারাজাদের প্রতিষ্ঠিত নয়’শ বছরের পুরনো মন্দির শ্রীশ্রী রাধামাধব আখাউড়া থেকে সকাল সাড়ে আটটায় শুরু হয় শোভাযাত্রা। ঢাক-ঢোল, খোল কর্তাল, কাশি আর শঙ্খধ্বনিতে শোভাযাত্রা প্রদক্ষিণ করে শহরের প্রধান প্রধান সড়ক ও কয়েকটি পাড়া।
শোভাযাত্রার উদ্বোধন করেন যৌথভাবে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, পুরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, থানার ওসি আসাদুল ইসলাম ও রাধামাধব আখউড়া পরিচালনা কমিটির সভাপতি চন্দন কুমার ঘোষ।
শুভাযাত্রায় শ্রীশ্রী হরে কৃষ্ণ নাম হট্ট সংঘ, হরে কৃষ্ণ সেবা সংঘ, ইসকন, দাসপাড়া দূর্গা মন্দির পরিচালনা কমিটি ও শ্রীশ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভ্য ও ভক্তরা অংশ নেন। এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা কয়েশ নারী-পুরুষ আর শিশুরা শোভাযাত্রায় অংশ নিয়েছে।
আখাউড়া পুরসভার মেয়র তাকজিল খলিফা, স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভজন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়েছে। তিনি বলেন, আখাউড়া ও কসবা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উদাহারণ। এখানে যুগযুগ ধরে সকল ধর্ম বর্ণের মানুষের ভাতৃত্য বিদ্যমান।
শ্রীশ্রী রাধামাধব আখড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি চন্দন কুমার ঘোষ বলেছেন, সুদীর্ঘ বছর ধরে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তিথিতে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়ে আসছে। কোভিট পরিস্থিতিতে গেল দুই বছর সীমিত আকারে অনুষ্ঠান হয়েছে। এবার আবারো বর্ণাঢ্য শোভাযাত্রী শহর প্রদক্ষিণ করেছে। তিনি বলেন, উপজেলা কেন্দ্রীয় মন্দিরে পুজা, গীতাপাঠের আয়োজন করা হয়েছে। ঘরে ঘরে ভক্তরা উপবাস থেকে জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা করছে।