চুরি-ছিনতাইয়ের মতো অপরাধমূলক ঘটনার কেন্দ্রবিন্দু যেন বিশালগড় মহকুমা। বিভিন্ন অপরাধমূলক বেআইনি ঘটনার ক্ষেত্রে সংবাদ শিরোনামে থাকছে বিশালগড়। কিন্তু পুলিশ যেন শীতঘুমে।
উল্লেখ্য, ফের একবার দু:সাহসিক চুরির ঘটনা ঘটলো বিশালগড়ে। বিশালগড় ব্রজপুর স্কুলের সামনে থেকে সুমন দেবনাথ নামে এক ব্যক্তির বাইক থেকে ৮০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোর। ঘটনা বৃহস্পতিবার দুপুরে।
ঘটনার বিবরণে সুমন দেবনাথ জানান, বৃহস্পতিবার সকালে স্টেট ব্যঙ্ক অব ইন্ডিয়া বিশালগড় ব্রাঞ্চ থেকে ৮০ হাজার টাকা উঠিয়ে বাইকের টুল বক্সে রাখেন তালাবন্ধ করে। এবং সেখান থেকে বাইক নিয়ে সরাসরি চলে যান ব্রজপুর স্কুলে। সেখানে তিনি ক্লার্ক পদে কর্মরত।
স্কুলে পৌঁছে বাইক বাইরে রেখেই তিনি স্কুলের ভেতরে প্রবেশ করেন এবং নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। পরবর্তী সময়ে কাজ শেষ করে বাইরে এসে বাইকের টুলবক্সটিকে দেখে সন্দেহ হয় সুমন বাবুর। সঙ্গে সঙ্গে টুলবক্সটি খুলতেই চোখ কপালে সুমন বাবুর। টুলবক্স থেকে উধাও নগদ ৮০ হাজার টাকা। তখন তিনি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের কাছে জানতে চান যে, সন্দেহভাজন কাউকে বাইকের আশেপাশে দেখতে পেয়েছেন কিনা। প্রত্যুত্তরে তারা জানান, একটা স্কুটি নিয়ে একজনকে অনেকটা সময় ধরে এই বাইকের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। কিন্তু বাইকের তালা ভাঙ্গতে দেখা যায়নি কাউকে। আবার ওই এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। পরবর্তী সময়ে বিশালগড় থানায় এ বিষয়ে একটি লিখিত মামলা দায়ের করেন সুমন দেবনাথ। এখন ঘটনার সঠিক তদন্তক্রমে চোরকে জালে তুলতে পারে কিনা পুলিশ, সেটাই দেখার।
অনলাইন প্রতিনিধি :-বুধবার পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড়সড় মহড়া দিতে চলেছে ভারতের বায়ুসেনা।…
অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…
অনলাইন প্রতিনিধি :এবছর কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর…
অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…
বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…
দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…