বাইক বাহিনীকে তোয়াক্কা করা হবে নাঃ বীরজিৎ

এই খবর শেয়ার করুন (Share this news)

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি দুলাল দাস যোগ দিলেন কংগ্রেসে । একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা প্রদেশের প্রতিষ্ঠাতা সদস্য জ্যোতির্ময় দেব যোগ দিয়েছেন কংগ্রেসে । তাদের সঙ্গে দলের মোট তেত্রিশজন নেতৃত্ব যোগ দিয়েছেন কংগ্রেসে । শনিবার দুপুরে স্থানীয় পোস্ট অফিস চৌমুহনীস্থিত প্রদেশ কংগ্রেসে হয়েছে এই দলবদল অনুষ্ঠান । পাশাপাশি হয়েছে সাংবাদিক সম্মেলন । সাংবাদিকদের উপস্থিততেই শাসকদল বিজেপি , বিরোধী সিপিআই ( এম ) ও তৃণমূলের অনেকে যোগদান করেন কংগ্রেসে । প্রদেশ কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে সবমিলিয়ে বিভিন্ন দলের মোট তিরানবুইজন নেতৃত্ব শনিবার কংগ্রেসে যোগ দিয়েছেন । কংগ্রেসের তরফে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মণ দলবদল সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরেন সাংবাদিকদের কাছে । দাবি করেন ১৪ বাধারঘাট ও বড়দোয়ালী বিধধনসভা কেন্দ্রের মোট চল্লিশজন নেতা – নেত্রী যোগ দিয়েছেন কংগ্রেসে । তাদের মধ্যে রয়েছেন সম্প্রতি অনুষ্ঠিত পুর নির্বাচনে তৃণমূলের প্রার্থী তপন দত্ত ও সাহানারা বেগম সহ দলের নেতৃত্ব বিশ্বজিৎ দাস সহ অন্যরা ।

১০ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের মোট দশজন শাসকদল বিজেপি নেতত্ব কংগ্রেসে যোগদান করেন বলে দাবি করেন প্রদেশ কংগ্রেসের প্রাত সভাপতি শ্রীরায় বর্মণ । তিনি বলেন , তাদের মধ্যে রয়েছেন মনোরঞ্জন দেবনাথ , অনির্বাণ চক্রবর্তী , কেশব সরকার , সুমিত দেবনাথ , টুটন সরকার প্রমুখ । ১০ মান্দাই বিধানসভা কেন্দ্রের মোট দশজন শাসকদল বিজেপির নেতৃত্ব কংগ্রেসে যোগদান করেন বলেও দাবি করেন শ্রীরায় বর্মণ। তাদের মধ্যে খোকন চন্দ , মরণ চন্দ্র ভৌমিক , চিত্ত দাস , রোহেনা বিবি , ইন্দ্রলাল দেবনাথ রয়েছেন বলে উল্লেখ করেন তিনি। জানান , সবমিলিয়ে মোট বিভিন্ন দলীয় নেতৃত্ব কংগ্রেসে যোগ দিয়েছেন । সাংবাদিক সম্মেলনে শ্রীরায় বর্মণ , প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিন্হা , দলের পর্যবেক্ষক জারিতা লাইট * বলেন বিজেপির শাসনে দেশ ও রাজ্যের অর্থনীতি ছাড়খাড় হয়ে গেছে । শাসকদল বিজেপিকে প্রতারক ও ধাপ্পা বাজের দল বলে উল্লেখ করেন । দাবি করেন , লুটেরার দল বিজেপিতে কর্মীরা উপযুক্ত মর্যাদা পান না । কারণ একবার ব্যবহার করে ছুড়ে ফেলে দেওয়া বিজেপির নীতি । এই দলে আত্মত্যাগীদের মর্যাদা নেই । এ কারণে শাসকদলের প্রতি মোহভঙ্গ ঘটছে দলের নেতৃত্ব ও কর্মীদের ।

আর তৃণমূল কংগ্রেসে বিজেপির স্বার্থরক্ষাকারী দল বলে দাবি করেন কংগ্রেস নেতৃত্ব । বলেন গোয়া , মণিপুর সহ বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে এর প্রমাণ মিলেছে । এমতাবস্থায় বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে যোগদানের জোয়ার লেগেছে বলে দাবি করেন তারা । বলেন , কংগ্রেসই একমাত্র বিকল্প । ধর্ম নিরপেক্ষতার পাশাপাশি সমাজতন্ত্র এই দলের অন্যতম প্রধান আদর্শ । কংগ্রেস সবাইকে মর্যাদা দিতে জানে । আর একমাত্র কংগ্রেসই পারে স্বচ্ছ সরকার প্রতিষ্ঠা করতে । ২০২৩ সালে কংগ্রেস রাজ্যের ক্ষমতা দখল করবে বলে এ দিন দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিন্হা । তিনি ৬ আগরতলা ও ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে দুই রয়েল বেঙ্গল টাইগারকে প্রার্থী করা হয়েছে বলে জানান । তার এই বক্তব্যের কিছুক্ষণ পরই উল্লেখিত দুই বিধানসভা কেন্দ্রের সুদীপ রায় বর্মণ এবং আশিস কুমার সাহার নাম কংগ্রেসের প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়।

প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বক্তব্য , এবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাইকবাহিনীকে তোয়াক্কা করবে না কংগ্রেস । সেসঙ্গে বাহিনীর সঙ্গে যুব সম্প্রদায়কে এসব অপকর্মে লিপ্ত না থাকার আবেদন করা হয় কংগ্রেসের তরফে । বলা হয় মন্ত্রী , বিধায়ক , নেতা – নেত্রীদের ছেলে অথবা ঘনিষ্ঠ আত্মীয়দের এ কাজে যুক্ত করে না শাসকদল । এই কাজে লাগানো হয় সাধারণ ঘরের সন্তানদের । এ দিন দলে যোগদানকারীদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন কংগ্রেস নেতৃত্ব । সাংবাদিক সম্মেলন পুরো অনুষ্ঠানে উল্লেখিতরা ছাড়া প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল রায় , প্রাক্তন কার্যকরী সভাপতি আশিস কুমার সাহা , দুই সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী ও প্রশান্ত ভট্টাচার্য অংশ নেন ।

Dainik Digital

Recent Posts

উত্তরপ্রদেশে রাজধানী-সহ দুই ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা!!

অনলাইন প্রতিনিধি :-নাশকতার চেষ্টা। উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। সোমবার…

13 hours ago

কার লাভ কার ক্ষতি!!

জন্মলগ্ন হইতে যে সংঘাত সংঘর্ষের সূচনা হইয়াছিল-দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে এই পর্বের তুমুল…

13 hours ago

দেশে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে,জানাল কেন্দ্র!!

অনলাইন প্রতিনিধি :-বিগত কয়েক সপ্তাহে সিঙ্গাপুর এবং হংকংয়ে বাড়তে থাকা করোনা আক্রান্তদের সংখ্যা হু হু…

14 hours ago

বন্দর নিষেধাজ্ঞা, আইসিপিতে বণিক প্রতিনিধি নিয়ে বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-ভারতের স্থলবন্দর দিয়ে বেশ কয়েকটি বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষিতে সোমবার…

14 hours ago

বন্ধ করা হল কাজিরাঙা জাতীয় উদ্যান!!

অনলাইন প্রতিনিধি :-পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ৷ আসন্ন বর্ষাকাল…

15 hours ago

দেশজুড়ে প্রি-খরিফ প্রচারে,ল্যাব-টু-ল্যান্ড কৃষি জাগরণ কৃষিরথে রাজ্য ঘুরবেন রতন!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত দেশজুড়ে 'প্রি-খরিফ ক্যাম্পেইন'শুরু হবে। বিকশিত কৃষি…

15 hours ago