Categories: খেলা

বাইচুঙকে ভোট না দেওয়ায় টিএফএর অন্দরেই ক্ষোভ

এই খবর শেয়ার করুন (Share this news)

সদ্যসমাপ্ত অল ইণ্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাচনে সভাপতি পদে দেশের ফুটবল আইকন বাইচুং ভুটিয়াকে ভোট না দিয়ে বিজেপি নেতা প্রাক্তন ফুটবলার গুজরাটের প্রতিনিধি কল্যাণ চৌবেকে ভোট দেওয়া নিয়ে টিএফএর সদস্যদের বড় অংশের পাশাপাশি রাজ্যের প্রাক্তন ফুটবলারদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে । এ প্রসঙ্গে টিএফএর কয়েকজন সদস্য প্রশ্ন তুলেন যে , ফুটবল ফেডারেশনের নির্বাচনে টিএফএ কাকে ভোট দেবে তা কে বা কারা ঠিক করলো ? ওই সদস্যরা বলেন , পাশাপাশি ফেডারেশনের নির্বাচনে টিএফএর প্রতিনিধিত্ব কে করবেন তা নিয়ে কোনও আলোচনা বা বৈঠক পর্যন্ত হয়নি । টিএফএর ওই সদস্যরা দাবি করেন , টিএফএর গভর্নিং বডিতে কোনও আলোচনা না করেই সচিবের নাম ফেডারেশনের কাছে ভোটার হিসাবে পাঠানো হয়েছে । তাদের স্পষ্ট অভিযোগ , টিএফএর কোনও বৈঠকে কোনও সিদ্ধান্ত ছাড়াই ফেডারেশনের নির্বাচনে সচিবের নাম পাঠানো হয়েছে । পাশাপাশি সচিব দু’বার দিল্লীতে গেলেও টিএফএ কাকে সমর্থন করবে তা নিয়ে কোনও বৈঠক বা আলোচনা হয়নি । কেন বাইচুংকে ভোট না দিয়ে কল্যাণ চৌবেকে ভোট দেওয়া হলো , কে কল্যাণকে ভোট দিতে সচিবকে নির্দেশ দিয়েছেন তা কিন্তু সচিবকে জানাতে হবে । এদিকে , কেন্দ্রীয় সরকারের ক্রীড়ানীতি মেনে ফুটবল ফেডারেশনের নতুন যে সংবিধান হয়েছে তাতে টিএফএর বর্তমান কমিটির সভাপতি এবং একজন সহ সভাপতি সহ কয়েকজনকে হয়তো অচিরেই পদত্যাগ করতে হবে । জানা গেছে , টিএফএতে যাদের সত্তর বছর হয়ে গেছে তারা কোনও পদে থাকার জন্য এখন আর উপযুক্ত নন । খবরে প্রকাশ , বয়স সংক্রান্ত ইস্যুতে সভাপতি নিজেও নাকি টিএফএর দায়িত্ব ছেড়ে দিতে চাইছেন । তবে এ অবস্থায় হয়তো টিএফএকে কেন্দ্রীয় ক্রীড়ানীতির অঙ্গ হিসাবে ফুটবল ফেডারেশন যে নতুন সংবিধান তৈরি করেছে তা মেনে এখানে নতুন করে কমিটি গঠন করতে হবে । বিশেষ করে সত্তর বছর বয়স এবং পদে টানা ছয় বছরের বেশি যারা রয়েছে তাদের সরে যেতে হবে । এখন দেখার , শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী ফেডারেশনের পর টিএফএ কবে নতুন নিয়ম লাগু করে ।

Dainik Digital

Recent Posts

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

19 hours ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

1 day ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

2 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

2 days ago

পুনরুজ্জীবনের স্বপ্ন অপূর্ণই জুটমিল এখন ভূতুড়ে বাড়ি!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…

2 days ago

কাঞ্চনপুরে ভুট্টার রেকর্ড উৎপাদন, বাজারে বিক্রি নেই হতাশায় কৃষক!!

অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…

2 days ago