সদ্যসমাপ্ত অল ইণ্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাচনে সভাপতি পদে দেশের ফুটবল আইকন বাইচুং ভুটিয়াকে ভোট না দিয়ে বিজেপি নেতা প্রাক্তন ফুটবলার গুজরাটের প্রতিনিধি কল্যাণ চৌবেকে ভোট দেওয়া নিয়ে টিএফএর সদস্যদের বড় অংশের পাশাপাশি রাজ্যের প্রাক্তন ফুটবলারদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে । এ প্রসঙ্গে টিএফএর কয়েকজন সদস্য প্রশ্ন তুলেন যে , ফুটবল ফেডারেশনের নির্বাচনে টিএফএ কাকে ভোট দেবে তা কে বা কারা ঠিক করলো ? ওই সদস্যরা বলেন , পাশাপাশি ফেডারেশনের নির্বাচনে টিএফএর প্রতিনিধিত্ব কে করবেন তা নিয়ে কোনও আলোচনা বা বৈঠক পর্যন্ত হয়নি । টিএফএর ওই সদস্যরা দাবি করেন , টিএফএর গভর্নিং বডিতে কোনও আলোচনা না করেই সচিবের নাম ফেডারেশনের কাছে ভোটার হিসাবে পাঠানো হয়েছে । তাদের স্পষ্ট অভিযোগ , টিএফএর কোনও বৈঠকে কোনও সিদ্ধান্ত ছাড়াই ফেডারেশনের নির্বাচনে সচিবের নাম পাঠানো হয়েছে । পাশাপাশি সচিব দু’বার দিল্লীতে গেলেও টিএফএ কাকে সমর্থন করবে তা নিয়ে কোনও বৈঠক বা আলোচনা হয়নি । কেন বাইচুংকে ভোট না দিয়ে কল্যাণ চৌবেকে ভোট দেওয়া হলো , কে কল্যাণকে ভোট দিতে সচিবকে নির্দেশ দিয়েছেন তা কিন্তু সচিবকে জানাতে হবে । এদিকে , কেন্দ্রীয় সরকারের ক্রীড়ানীতি মেনে ফুটবল ফেডারেশনের নতুন যে সংবিধান হয়েছে তাতে টিএফএর বর্তমান কমিটির সভাপতি এবং একজন সহ সভাপতি সহ কয়েকজনকে হয়তো অচিরেই পদত্যাগ করতে হবে । জানা গেছে , টিএফএতে যাদের সত্তর বছর হয়ে গেছে তারা কোনও পদে থাকার জন্য এখন আর উপযুক্ত নন । খবরে প্রকাশ , বয়স সংক্রান্ত ইস্যুতে সভাপতি নিজেও নাকি টিএফএর দায়িত্ব ছেড়ে দিতে চাইছেন । তবে এ অবস্থায় হয়তো টিএফএকে কেন্দ্রীয় ক্রীড়ানীতির অঙ্গ হিসাবে ফুটবল ফেডারেশন যে নতুন সংবিধান তৈরি করেছে তা মেনে এখানে নতুন করে কমিটি গঠন করতে হবে । বিশেষ করে সত্তর বছর বয়স এবং পদে টানা ছয় বছরের বেশি যারা রয়েছে তাদের সরে যেতে হবে । এখন দেখার , শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী ফেডারেশনের পর টিএফএ কবে নতুন নিয়ম লাগু করে ।
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…
অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…