বাজারে আচমকা ভোজ্যতেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধি!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বাজারে
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে আলু, পেঁয়াজ, সবজির মূল্য যেভাবে লাগামছাড়া বৃদ্ধি পাচ্ছে তাতে আমজনতা মহাফাঁপড়ে পড়েছেন।এর মধ্যে এখন বাজারে আবার নতুন করে সরিষা তথা ভোজ্যতেলের মূল্য আচমকাই অনেকটা বৃদ্ধি পাওয়ায় ক্রেতাসাধারণ পড়েছেন আরও গভীর বিপাকে।রাজ্য সরকার, প্রশাসন,এনফোর্সমেন্ট টিম, খাদ্য দপ্তর সকলেই বাজারে ভোজ্য তেলের নতুন করে লাগামছাড়া অস্বাভাবিক মূল্যবৃদ্ধির খবর পুরো জানে। গত ১০-১২ দিনের মধ্যে মহারাজগঞ্জ বাজারের পাইকারি দোকানে বিভিন্ন ব্র্যান্ডের ভোজ্য তেলের মূল্য গড়ে প্রতি লিটারে ১০ টাকা থেকে ১৩ টাকা বৃদ্ধি পেয়েছে।পাইকারি বাজারের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে আগরতলার খুচরো বাজারেও।খুচরো বাজারে সরিষা তথা ভোজ্য তেলের মূল্য বহু দোকানে আরও বেশি | নেওয়ার অভিযোগ উঠেছে ক্ষুব্ধ ক্রেতা সাধারণের তরফে।রাজ্য সরকার,প্রশাসন, এনফোর্সমেন্ট ও খাদ্য দপ্তরের ভোজ্য তেলের আচমকা বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পেলেও মূল্য নিয়ন্ত্রণে রাখতে ও মূল্য বৃদ্ধি রোধে বুধবার রাত পর্যন্ত কোনও কার্যকর ব্যবস্থা ও পদক্ষেপ নেওয়ার কোনও খবর নেই।মহারাজগঞ্জ বাজার ও আগরতলার অন্যান্য বাজার সূত্রে এ খবর জানা গেছে।মহারাজগঞ্জ
বাজারের পাইকারি ব্যবসায়ীদের দাবি, বহি:রাজের যেখান থেকে আনা হয় সেই উৎসস্থলে সরিষা তথা ভোজ্য তেলের মূল্য চড়া হয়ে গেছে।সেই কারণে ভোজ্যতেলের মূল্য মহারাজগঞ্জ বাজারের পাইকারি দোকানেও চড়া বৃদ্ধি পেয়েছে বলেও পাইকারি ব্যবসায়ীরা দাবি করছেন।মূল্যবৃদ্ধির এরই প্রভাব পড়েছে খুচরো দোকানে বলেও খুচরো ব্যবসায়ীদের দাবি।এদিকে অভিযোগ,বহি:রাজ্যের উৎসস্থলে ভোজ্য তেলের পাইকারি মূল্য চড়া বলে পাইকারি ব্যবসায়ীরা দাবি করলেও বহু আগে কম মূল্যে কেনা ও গুদামে মজুত করে রাখা সেই ভোজ্যতেলের মূল্য নতুন করে লাগামছাড়া বৃদ্ধি করে দিয়েছে।বহি:রাজ্যের উৎসস্থলের চড়া মূল্যে কেনা সেই ভোজ্য তেল মহারাজগঞ্জ বাজারে ঢোকার আগেই কীভাবে আগের কম মূল্যে কেনা ভোজ্যতেল লাগামছাড়া বৃদ্ধি পেয়েছে এ নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে ক্রেতাসাধারণের মধ্যে।এই প্রশ্ন উঠেছে একাংশ ব্যবসায়ীর মধ্যেও। মহারাজগঞ্জ বাজারের সেন্ট্রাল রোডের ও নেতাজি সুভাষ রোডের পাইকারি ও স্টকিস্ট দোকানগুলিতে যদি প্রশাসন, এনফোর্সমেন্ট টিম কোন্ কোন্ ব্যবসায়ী আগের পুরনো কম মূল্যে কত পরিমাণ ভোজ্যতেল বহি:রাজ্যের উৎসস্থল থেকে ক্রয় করে আনেন ও কত পরিমাণ এখানে বিক্রি করেছেন এর পাকা ক্যাশমেমো ধরে তথ্য তল্লাশ করলেই উঠে আসবে পুরনো কম মূল্যের ক্রয় করা ভোজ্যতেল যে এখন অতিরিক্ত মূল্যে বিক্রি করা হচ্ছে।
অভিযোগ, তাহলেই ধরা পড়বে অসাধু ব্যবসায়ীরা আগের কম মূল্যে ক্রয় করা ভোজ্যতেল এখন নতুন করে কীভাবে বৃদ্ধি করে বিক্রি করছে।আর অসহায় ক্রেতারা খুচরো দোকান থেকে অস্বাভাবিক চড়ামূল্যে ভোজ্য তেল ক্রয় করে পকেট ফাঁকা করছেন।গলাকাটা মূল্যে খুচরো দোকান থেকে ভোজ্য তেল ক্রয় করে আনছেন।এমনিতেই বাজারে চাল, ডাল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, আলু, পেঁয়াজ সবজির মূল্য দীর্ঘদিন ধরে অস্বাভাবিক চড়া হয়ে থাকায় গরিব ও নিম্ন মধ্যবিত্ত মানুষ পড়েছেন মহা সংকটে।গোদের উপর বিষফোঁড়ার মতন এখন নতুন করে আবার বাজারে ভোজ্যতেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধি পাওয়ায় ক্রেতারা অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন। বাজারে গত ১০ থেকে ১২ দিনের মধ্যে ইঞ্জিন তেলের মূল্য প্রতিলিটারে পাইকারিতে ১৫০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫৮ টাকায়। খুচরোতে ১৫৫ টাকা থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৬৫ টাকায়।রাণী ব্র্যান্ড ১০ আগে ছিল পাইকারিতে প্রতিলিটার ১৩৮ টাকা।এখন দাঁড়িয়েছে ১৪৭ টাকায়।খুচরো ছিল প্রতি লিটার ১৪৫ টাকা। এখন নেওয়া হচ্ছে ১৫৫ টাকা।এর বেশি মূল্যেও আবার বিক্রি হচ্ছে।সব ব্র্যান্ডের সরিষার তেল, রিফাইন্ড তেল, পাম অয়েলেরও মূল্যও বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক। পাইকারি ও খুচরো বহু দোকানে মূল্য তালিকাও নেই।মর্জিমতো মূল্য নিচ্ছে বলেও অভিযোগ। ক্রেনসাধারণের ক্ষোভ বাড়ছে।

Dainik Digital

Recent Posts

রাজ্যে পরিকল্পিত বিদ্যুৎ নাশকতায়, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা কঠোর বার্তা বিদ্যুৎমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ পরিষেবায় ধারাবাহিক বিঘ্ন ঘটায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘনঘন…

19 hours ago

এক পক্ষ ও তৃতীয় পক্ষ!!

পাকিস্তানের সহিত যুদ্ধ বিরতি লইয়া ভারতীয় সামাজিক মাধ্যমে এই সময়ে তোলপাড় চলিতেছে।যদিও একাংশ সংবাদ মাধ্যম…

19 hours ago

ট্রমা, রেডিওলজি সহ গুরুত্বপূর্ণ বিভাগে বিদ্যুৎ বিপর্যয়ে চরম দুর্ভোগ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে রোগীর যন্ত্রণার শেষ নেই।হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা নিয়েও রোগীকে প্রচণ্ড…

19 hours ago

২০ দিন পর মুক্তি পেলেন ভারতীয় বিএসএফ জওয়ান!!

অনলাইন প্রতিনিধি :-ভুল করে’ সীমান্ত পার করে পাক সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম…

20 hours ago

বিদ্যালয়ের অডিটোরিয়াম উদ্বোধন করেন বিপ্লব দেব!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার উত্তরপ্রদেশের হাপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে পরিচালিত শ্রীমতী ব্রহ্মদেবী সরস্বতী বালিকা বিদ্যামন্দির…

20 hours ago

ফের বৈঠকে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি !!

অনলাইন প্রতিনিধি :-বৈঠকে বসছে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সকাল ১১টায় বৈঠকে…

20 hours ago