বাজারে ছেয়েছে “কেনু”
অনলাইন প্রতিনিধি :-কমলা বলে বাজার থেকে কিনে নিয়ে যা খাচ্ছেন, তা কি কমলা? দেখতে মসৃণ, যেন একেবারে তেল মাখানো। সেগুলো কিন্তু আসলে কমলা নয়। সেগুলোর নাম হচ্ছে কেনু। দেখতে হু বহু কমলার মতো। রাজস্থান এবং গঙ্গানগর থেকে সেগুলি আসছে আগরতলায়। কেনুর টেস্ট লোকাল কমলার মত নয়। তবে বিক্রি হচ্ছে লোকাল বলে। মিজোরাম থেকে যে কমলা রাজ্যের বাজারে আসছে, তার টেস্ট অনেকটাই লোকাল কমলার মত। লোকাল কমলা বেশ কিছু বছর ধরেই পাওয়া যাচ্ছে না বাজারে।জম্পুইয়ের কমলা এখন ইতিহাস। জম্পুইয়ের কমলা চাষীরা অধিক লাভের আশায় এখন সুপারি চাষে ঝুঁকেছে।