বাজারে দেব শিল্পী বিশ্বকর্মা।।।
অনলাইন প্রতিনিধি :রাত পোহালেই বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজোর কাউন্ট ডাউন শুরু গেল। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনাই নিয়ে আসে বাঙালির শ্রেষ্ঠ উত্সব দুর্গাপুজোর আগমন বার্তা। আগামীকাল বিশ্বকর্মা পুজো। সাধারণত বেশিরভাগ কলকারখানায় বিশ্বকর্মার পুজো হয়ে থাকে। পাশাপাশি অনেক বাড়িঘরেও পূজিত হয়ে থাকে বিশ্বকর্মা। তবে এবছর বিশ্বকর্মা পুজোর সংখ্যাটা মনে হচ্ছে কমই। কারণ বিশ্বকর্মা পুজোর পরদিনই পড়েছে গণেশ পুজো। হুজুগে বাঙালি গত ক’বছর বছর ধরেই গণেশ পুজো নিয়ে মাতামাতিটা একটু বেশিই করছে। ফলে বিশ্বকর্মা পুজোর পাশাপাশি গনেশ পিজে পড়ায় বিশ্বকর্মা মনে হয় এ বছর সাধারণভাবেই পূজিত হবে। বাজারে এসে পড়েছে বিশ্বকর্মা। বিক্রেতাদের বক্তব্য চাহিদা আছে, তবে জিনিসপত্রের দাম বাড়ায় দামটা একটু বেশি। তাদের বক্তব্য অবশ্য পুজো কমেনি। পুজো বরং বেড়েছে। তবে জাঁকজমক অনেকটাই কমে গেছে। আগে বিশ্বকর্মা পুজোতে যে জাঁকজমক ছিল, সেটা এখন অনেকটাই কমে গেছে। বড়ো আকারের পুজো নেই বললেই চলে।