Categories: দেশ

বাজারে নবরূপে পা রাখতে চলেছে অ্যাম্বাসাডর

এই খবর শেয়ার করুন (Share this news)

অ্যাম্বাসাডর কার ইজ নো মোর । লং লিভ অ্যাম্বাসাডর কার ! নবরূপে রাস্তায় নামবে একদা ‘ ভারতের পথের রাজা ‘ বলে পরিচিত অ্যাম্বাসাডর গাড়ি । ১৯৭০ – এর দশকে নামী রাজনৈতিক নেতা থেকে শুরু করে সরকারী আমলা থেকে ট্যাক্সি চালক- সকলের গাড়ি ছিল অ্যাম্বাসাডর । আশির দশক পর্যন্ত ভারতীয় গাড়ি বাজারের ৭৫ শতাংশ দখল ছিল তার । লাইসেন্স রাজের জমানায় বাজারে একচেটিয়া রাজত্ব চলতে থাকে তার । তবে মারুতি সুজুকি ‘ মারুতি -৮০০ ‘ মডেল দেশে পা রাখার পরেই অ্যাম্বাসাডরের একচেটিয়া বাজারে ধস নামতে শুরু করে । মারুতি নিয়ে আসে দামে সস্তার হালকা ওজনের গাড়ি , যা ক্রেতাদের সহজে মন জয় করে নেয় ।

কলকাতার অদূরে হুগলির উত্তরপাড়ায় হিন্দুস্থান মোটরসের যে বিশাল কারখানায় আগে দশাসই অ্যাম্বাসাডর গাড়ি তৈরি হতো , ওই কারখানায় দরজা আবার খুলবে । এই খবরে উৎসাহে ফুটছে উত্তরপাড়া ও তার সংলগ্ন এলাকা । তবে এই যাত্রায় হিন্দুস্থান মোটরস কোম্পানি একা নয় , ফরাসি গাড়ি নির্মাতার সঙ্গে জোট বেঁধে তৈরি হবে অ্যাম্বাসাডরের নতুন ভার্সন । নবরূপে অ্যাম্বাসাডর হবে বৈদ্যুতিক , তথা ব্যাটারি চালিত । ডিসি টু নামের একটি ফরাসি ডিজাইন হাউজ নতুন অ্যাম্বাসাডরের যে নকশা প্রকাশ করেছে , তাতে অনেকটা বিলাসবহুল মার্সেডিজ বেঞ্চের সঙ্গে মিল রয়েছে ।
এশিয়ার দ্বিতীয় এবং ভারতের প্রথম গাড়ি নির্মাতার নাম হিন্দুস্থান মোটরস ( এইচএম ) । মালিক সি কে বিড়লা গোষ্ঠী । ব্রিটি গাড়ি মরিস অক্সফোর্ড সিরিজ থ্রি – র আদলে তৈরি করা হয়েছিল অ্যাম্বাসাডর । ভারতের বাজারে অ্যাম্বাসাডর প্রথম পা রাখে ১৯৫৭ সালে । ৫০ বছর ধরে ভারতীয় বাজারে একাধিপত্য ছিল তার । ২০১৪ সালে হিন্দুস্থান মোটরস উত্তরপাড়ার অ্যাম্বাসাডর তৈরির কারখানা বন্ধ করে দেয় । সে বছরের সেপ্টেম্বর মাসে অ্যাম্বাসাডরের শেষ গাড়িটি তৈরি হয়েছিল । আশির দশকে বছরে অ্যাম্বাসাডর বিক্রি হতো ২৪,০০০ । কিন্তু মারুতি সুজুকি – সহ অন্যান্য ব্র্যান্ডের ধাক্কায় ২০১৩ সালে বিক্রি নেমে আসে মাত্র ১৫০০ । ২০১৪ সালে কারখানা বন্ধ হওয়ার সময় সাকুল্যে ১৫০ টি গাড়ির স্টক ‘ ছিল উত্তরপাড়ার কারখানায় । আগে যে গাড়ি ভিআইপিদের পছন্দের তালিকায় থাকত , সেই অ্যাম্বাসাডর কলকাতায় রাস্তায় এখন চলে মূলত ট্যাক্সি হিসাবে । তাও অ্যাপ – নির্ভর ক্যাবের বাড়বাড়ন্তে ট্যাক্সির খদ্দেরও কমে গেছে ।

বছর পাঁচেক আগে এইচএম জানায় , ৮০ কোটি টাকায় পিএসএ গোষ্ঠীর কাছে অ্যাম্বাসাডর ব্র্যান্ড তারা বিক্রি করে দিয়েছে । ঘটনা হল পিএসএ গ্রুপ এখন ওই ফরাসি গাড়ি নির্মাতা সংস্থাকে কিনে নিয়েছে যারা হিন্দুস্থান মোটরসের সঙ্গে যৌথ ভাবে উত্তরপাড়ার কারখানায় বৈদ্যুতিক অ্যাম্বাসাডর তৈরি করবে আগামী দিনে । তবে সম্প্রতি সি কে বিড়লা গোষ্ঠীর একটি বার্তা নতুন করে জল্পনা উস্কে দেয় । তারা জানিয়েছে , ফরাসি সংস্থা ‘ পিউজু’র সঙ্গে বাণিজ্যিক ভাবে চুক্তি করেছে হিন্দুস্থান মোটরস । বাজারের খবর , ২০২৪ সালের মধ্যে অ্যাম্বাসাডর – টু ’ ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে । এই বার্তা বাস্তবায়িত হলে এই প্রথম কোনও ফরাসি গাড়ি নির্মাতা সংস্থা ভারতে পা রাখবে । এদিকে বিভিন্ন সূত্র মারফৎ জানা গিয়েছে , এইচএমের সঙ্গে যৌথ ভাবে ফরাসি সংস্থা পিউজু চেন্নাইয়ে সি কে বিড়লা গোষ্ঠীর মালিকানাধীন কারখানায় বৈদ্যুতিক স্কুটার তৈরি করবে । সূত্রের খবর , উত্তরপাড়ার কারখানায় বিদুৎচালিত অ্যাম্বাসাডর তৈরি হলে তার সামনে থাকবে ক্রোমের ফ্রেম । আগে এই গাড়ির সামনে থাকত হরাইজেন্টাল প্রিল ।

গোল হেডলাইটের বদলে থাকবে এলইডি আলো । তবে দূর থেকে দেখতে সেই আগের মতোই সাবেকি ‘ লুক ‘ ধরে রাখতে চাওয়া হবে । আগের অ্যাম্বাসাডরে থাকত চারটি দরজা । নবরূপে উৎপাদন শুরু হলে হয়তো থাকবে মাত্র দুটি দরজা গাড়ির চাকাতেও বদল আনা হবে হয়তো থাকবে মাল্টি স্পোক স্টিল রিম ।

Dainik Digital

Recent Posts

আলু, ধান, সবজির সাথে ডাল চাষেও এগোচ্ছে ত্রিপুরা : রতন!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য এবার ধান ও সবজির পাশাপাশি ডাল জাতীয় শস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে…

13 hours ago

চটকলের আখ্যান!!

সর্বস্বান্ত গফুর, গ্রাম ছেড়ে মেয়ে আমিনার হাত ধরে ফুলবেড়ের সর্বমা চটকলের দিকে পা বাড়িয়েছিল বাঁচার…

14 hours ago

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

1 day ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

2 days ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

2 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

2 days ago