বাজারে পণ্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট সরকার : মুখ্যমন্ত্রী।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-অবশেষে মঙ্গলবার রাজ্যের সরকারী ন্যায্যমূল্যের দোকানে সব অংশের ভোক্তার জন্য ভর্তুকি মূল্যে তথা কম দামে সরিষার তেল দেওয়ার সূচনা করা হল। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ন্যায্যমূল্যের দোকানের ভোক্তাদের জন্য সস্তায় তেল দেওয়ার কর্মসূচির সূচনা করেন।

অনুষ্ঠানে খাদ্য ও করেন এবং জনসংভরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন। কার্ডপিছু ১ লিটার করে বছরে চারবার পুজো ও উৎসব মরশুমে ১১৩ টাকা মূল্যে ভোজ্যতেল দেওয়া হবে।এখন দুর্গা পুজো তথা শারদোৎসবের মরশুমে রাজ্যে প্রথমবারের মতো সস্তায় ভোজ্য তেল দেওয়া হবে।

রাজ্যের সব অংশের ভোক্তারা দুর্গা পুজোর আগেই যাতে সস্তায় ভোজ্য তেল পেয়ে যান সেই উদ্যোগ নিয়েছে খাদ্য দপ্তর।পুজোর আগেই ভোজ্য তেল সহ অন্যান্য রেশন সামগ্রী নেওয়ার সুবিধার জন্য কার্ডপিছু ভোক্তাদের একটি করে ক্যানভাস ব্যাগ ন্যায্যমূল্যের দোকান থেকে বিনামূল্যে দেওয়া হবে।খাদ্য দপ্তর বিনামূল্যে এই ক্যানভাস ব্যাগ ভোক্তাদের দিচ্ছে। মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা সরকারী ন্যায্যমূল্যের দোকানে সস্তায় ভোজ্য তেল দেওয়ার কর্মসূচির সূচনা করে বলেন, সরকার উন্নয়নমুখী কর্মসূচির মধ্য দিয়ে মানুষের চাহিদা পূরণে সচেষ্ট।সরকার ভোক্তা অধিকার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যের স্থিতিশীলতা রক্ষায় ও নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত প্রয়াস জারি রেখেছে। গনবন্টন ব্যবস্থায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মানুষের কাছে পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে গণবন্টন ব্যবস্থায় সরিষার তেল ও অন্যান্য সামগ্রী সরবরাহ কর্মসূচির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এ কথা বলেন।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন,বাজারে দ্রব্যমূল্য যাতে কোন ভাবেই সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় সেজন্য সরকার অবহিত রয়েছে।এ জন্যই ই-পিডিএস সিস্টেম চালু করা হয়েছে।মুখ্যমন্ত্রী আরও বলেন, গণবন্টন ব্যবস্থায় সরিষার তেল বন্টন রাজ্য সরকারের উন্নয়নমুখী কর্মসূচির একটি অঙ্গ।নির্বাচনি প্রতিশ্রুতি সংকল্পপত্রেও গণবন্টন ব্যবস্থায় সরিষার তেল বন্টনের ঘোষণা করা হয়েছিল। বর্তমান রাজ্য সরকার সেবার মানসিকতা নিয়ে কাজ করছে।তিনি বলেন,২০১৮ সালে রাজ্য সরকার গঠন হওয়ার পর ন্যুনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার প্রক্রিয়া শুরু করা হয়। কৃষকদের আত্মনির্ভর করে তুলতেই সরকারের এই পদক্ষেপ।কর্মসংস্থানের পাশাপাশি সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য।মুখ্যমন্ত্রী করোনার সময় রেশন ডিলাররা ভোক্তাদের সাহসিকতার সঙ্গে রেশন সামগ্রী দেওয়ায় ডিলারদের এই কাজের প্রশংসা করেন । মুখ্যমন্ত্রী বলেন,রাজ্যে শিল্পের বিকাশের বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার উদ্যোগ নিয়েছে। বর্তমানে বহি:রাজ্যের বিনিয়োগকারীরা ত্রিপুরাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছে।রাজ্যের বাঁশ-বেত শিল্প আজ দেশ বিদেশে সমাদৃত। রাজ্যে তৈরি বাঁশের টাইলস ভারতের নতুন পার্লামেন্ট ভবনে ব্যবহার করা হয়েছে।ত্রিপুরার স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা আজ খুবই উন্নতশীল।তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামীতে রাজ্যের ভবিষ্যৎও খুবই উজ্জ্বল। মুখ্যমন্ত্রী খাদ্য ও জনসংভরণ মন্ত্রী সুশান্ত চৌধুরীর কাজেরও প্রশংসা করেন। ভালো উদ্যোগ নিয়ে মন্ত্রী শ্রীচৌধুরী মানুষের জন্য কাজ করছেন বলে মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে উল্লেখ করেন। খাদ্য দপ্তরের আধিকারিকদের কাজেও মুখ্যমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।অনুষ্ঠানে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন,সরকারের অন্যতম লক্ষ্য গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করা।এই সরকার মানুষের চাহিদা অনুধাবন করতে পারে।এখন কিছু পাওয়ার জন্য মানুষকে আন্দোলন করতে হয় না। গণবন্টন ব্যবস্থায় সস্তায় সরিষার তেল প্রদান সংকল্পপত্রের প্রতিশ্রুতিরই রূপায়ণ।মন্ত্রী শ্রীচৌধুরী বলেন,এবারই প্রথম রাজ্য সরকারের উদ্যোগে বেশনশপের মাধ্যমে সরিষার তেল দেওয়া হবে ভোক্তাদের মধ্যে। সারা রাজ্যের ১ লক্ষ৭০ হাজার রেশন কার্ড হোল্ডারদের কার্ডপিছু ১ লিটার করে সরিষার তেল দেওয়া হবে।পুজো ও উৎসবের সময় বছরে চারবার ভর্তুকি মূল্যে এই সরিষার তেল ভোক্তাদের মধ্যে দেওয়া হবে। সরিষার তেলের দরপত্র স্থির হয়েছে প্রতি লিটার ১২৮ টাকা। তবে রাজ্য সরকার এই মূল্যের উপর আরও পনেরো টাকা এককালীন ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মূল্য ধার্য হয়েছে ১১৩ টাকা। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রেশন ডিলারদের দাবি অনুযায়ী কমিশন বৃদ্ধি করার জন্য সরকার সচেষ্ট রয়েছে। ডিলারদের কমিশন বৃদ্ধি করা হবে। ডিলারদের কাজে তিনিও সন্তোষ প্রকাশ করেন। করোনাকালে ডিলারদের ভূমিকা ছিল খুব ভালো। খাদ্যমন্ত্রী বলেন, সব ডিলারকে চিকিৎসা পরিষেবার সুবিধার জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পে নিয়ে আসা হবে। তিনি রাজ্যের সব কার্ড হোল্ডারকে সামগ্রী নেওয়ার সময় কার্ডপিছু যাতে একটি করে বিনামূল্যে ক্যানভাস ব্যাগ দেওয়া হয় তাতে ডিলারদের কাছে আবেদন জানান।পুজো শুরুর আগেই ভোক্তারা সস্তায় ভোজ্য তেল ও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন বলেও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান।দরপত্র অনুযায়ী লংতরাই, ইঞ্জিন ও ইমামি ব্র্যান্ডের তেল দেওয়া হবে। অনুষ্ঠানে ভাষণে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রতিশ্রুতি মতো ন্যায্যমূল্যের দোকানে সস্তায় ভোজ্য তেল দেওয়ায় মুখ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। করোনাকালে রেশন ডিলারদের ভূমিকায় মেয়র শ্রীমজুমদারও প্রশংসা করেন। তিনি বলেন, বামফ্রন্টের সময় ভোজ্য তেল সহ তেরো- চৌদ্দটি আইটেম রেশনে ন্যায্যমূল্যে দিতে হবে বলে রাস্তায় মিছিল করলেও বামফ্রন্ট সরকার তা চালু করেনি। মানুষের সঙ্গে প্রতারণা করেছে।মানুষকে চরম বঞ্চনা করেছে বামফ্রন্ট সরকার বলেও মেয়র শ্রীমজুমদার অভিযোগ করেন। তিনি বলেন, ২০১৮ সালে সরকার পরিবর্তন হওয়ায় এখন আর দিতে হবে বলে রাস্তায় মিছিল করতে হয় না। সরকার দিয়ে দিচ্ছে। মানুষের চাহিদা পূরণে বর্তমান রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা অগ্রণী ভূমিকা নিয়ে কাজ করছেন বলেও মেয়র শ্রীমজুমদার জানান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন খাদ্য দপ্তরের অতিরিক্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা। উল্লেখ্য, অনুষ্ঠানে কুড়িজন ভোক্তার হাতে সরিষার তেল সহ বিভিন্ন রেশন সামগ্রি সমেত ক্যানভাস ব্যাগ তুলে দেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে রাজ্যের আট জেলার আটজন রেশন ডিলারের হাতে মডেল রেশনশপ গড়ে তোলার জন্য পাঁচ হাজার টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী।এছাড়াও রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শারদোৎসব উপলক্ষে খাদ্য দপ্তরের অধীনে থাকা লোডিং ও আনলোডিংয়ের কাজে যুক্ত ৬৩৫ জন শ্রমিককে দুই হাজার টাকা করে পুজোর অনুদান দেওয়া হবে। অনুষ্ঠানে তিনজন শ্রমিকের হাতে দুই হাজার টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী খাদ্য দপ্তরের একটি পুস্তিকারও আবরণ উন্মোচন করেন।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

19 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

19 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

19 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

19 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago