অনলাইন প্রতিনিধি :-বাজারে আলু,পেঁয়াজ, ভোজ্য তেল, চাল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধি রুখতে ও মূল্য নিয়ন্ত্রণে আনতে শুক্রবার খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার ব্যবসায়ীরাও আলাদাভাবে বৈঠক করলেন। সদর মহকুমাশাসক মানিক লাল দাস আগরতলা সহ সদর মহকুমা এলাকার সব বাজার কমিটির সভাপতি ও সম্পাদকদের নিয়ে আগামী ৩ জুন বিশেষ বৈঠক ডেকেছেন। আলু, পেঁয়াজ সহ বাজার ব্যবসায়ী কমিটির প্রতিনিধিদের পাশাপাশি অল ত্রিপুরা মার্চেন্টস অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা
হোলসেল গ্রোসারি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদেরও বৈঠকে ডেকেছেন সদর মহকুমাশাসক।৩ জুন বেলা ১১টায় সদর মহকুমাশাসক অফিসের কনফারেন্স হলে এই বৈঠক আহ্বান করা হয়েছে।শুক্রবার খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর আহূত বৈঠকে লাগামছাড়া বাজারে আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, চাল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি কেন হচ্ছে, মূল্যবৃদ্ধি রোধে ও নিয়ন্ত্রণে আনতে খাদ্যমন্ত্রী ব্যবসায়ীদের প্রতি কড়া মনোভাব দেখান। ক্রেতাসাধারণের যথেচ্ছ পকেট কাটা বন্ধে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন প্রয়োগ করে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী। বৈঠকে খাদ্যমন্ত্রী মহারাজগঞ্জ বাজারের স্টকিস্ট ও পাইকারি ব্যবসায়ী সহ অন্যান্য বাজারগুলির পাইকারি ব্যবসায়ীদের সৎভাবে সব নিয়ম মেনে ব্যবসা করার জন্য বলেন। বাজারগুলির খুচরো ব্যবসায়ীরাও সৎভাবে ব্যবসা করার জন্য খাদ্যমন্ত্রী বৈঠকে জোর দেন।খাদ্য দপ্তরকেও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য বৈঠকে খাদ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন।শুক্রবারের বৈঠকের পরই শনিবার বাণিজ্য ভবনে মহারাজগঞ্জ বাজার ও নেতাজী সুভাষ রোডের স্টকিস্ট ও পাইকারি ব্যবসায়ীরা এক বৈঠক করেন।বৈঠকে পাইকারি ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেন গত ২৯ মে আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, চাল সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের যে পাইকারি মূল্য খাদ্য দপ্তরকে লিখে
দেওয়া হয়,সেই মূল্যের বেশি এখন নেওয়া হবে না। বহি:রাজ্য থেকে নতুন বর্ধিত মূল্যে যদি কোনও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বাজারে আনা হয়,সেই ক্ষেত্রে খাদ্য দপ্তরেরব আধিকারিকদের সবকিছু জানিয়ে মূল্যবৃদ্ধি করার বিষয়ে খাদ্য দপ্তরের আধিকারিকদের অনুমতি নিয়ে তার পরই বাজারে মূল্যবৃদ্ধি করা হবে বলে এ দিন বাণিজ্য ভবনে পাইকারি ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেন। ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্টস অ্যাসোর কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।এদিকে, ক্রেতাসাধারণের অভিযোগ, গত এক-দেড় মাসে কখনও খাদ্যমন্ত্রী, কখনও জেলাশাসক, আবার কখনও সদর মহকুমাশাসকের আহ্বানে দফায় দফায় বৈঠকে বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে, মূল্য নিয়ন্ত্রণে আনতে, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।কিন্তু সেসব উচ্চপর্যায়ের বৈঠকের পরও বাজারে কিন্তু আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, চাল সহ নিত্যপ্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্রের মূল্য সামান্যও কমেনি।বরং একাংশ অসাধু ব্যবসায়ী নানা অজুহাত তুলে, নানা অভিযোগ খাড়া করে প্রায় প্রতিদিন লাগামছাড়া জিনিসপত্রের মূল্যবৃদ্ধি করেই চলেছে।বাজারে গিয়ে জিনিসপত্র ক্রয়ে ক্রেতাসাধারণ মূল্য যাচাই করে বিস্মিত ও উদ্বিগ্ন হয়ে পড়ছেন।গরিব, নিম্ন আয়ী ও সাধারণ মানুষ অগ্নিমূল্যের বাজারে গিয়ে ক্রয় ক্ষমতা হারাচ্ছেন বলে ক্ষুব্ধ ক্রেতাসাধারণের অভিযোগ। তারপর এখন আবার শুক্রবার খাদ্যমন্ত্রীর পৌরোহিত্যে বাজারে মূল্যবৃদ্ধি নিয়ে উচ্চপর্যায়ে বৈঠক হয়েছে।বৈঠকের প্রভাব ও প্রতিফলন পাইকারি ও খুচরো মূল্যের বাজারে নতুন করে কতটুকু পড়বে তার দিকে লক্ষ্য রাখছেন ক্রেতাসাধারণ।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…