বাজারে সবজির আগুনে পুড়ছে ক্রেতার হাত!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-পাইকারি বাজারে
ক্রমেই আলুর মূল্য কমলেও খুচরো বাজারে তার প্রভাব কম।পাইকারি মূল্যের সঙ্গে খুচরো বাজারে আলুর মূল্যে অনেকটা ফারাক রয়েছে। ফলে খুচরো বাজারে আলুর মূল্য বেশি থাকায় পাইকারি মূল্য কমার সুফল পাচ্ছেন না। আগরতলার বাজারগুলিতে মঙ্গলবারও প্রতি কিলো খুচরোতে আলু বিক্রি হয়েছে ৩৫ টাকায়। কোন বাজারে এখনো অসাধু ব্যবসায়ীরা ৪০ টাকা প্রতিকিলো আলুর মূল্য নিচ্ছে বলে ক্রেতাসাধারণের অভিযোগ।তবে মঙ্গলবার মহারাজগঞ্জ বাজারে খুচরোতে প্রতিকিলো আলু ২৮ টাকা থেকে ৩০ টাকার মধ্যে বিক্রি হয়েছে।এদিন মহারাজগঞ্জ বাজারে পাইকারিতে আলু বিক্রি হয়েছে প্রতিকিলো ২৪ টাকায়।গত কয়েকদিন ধরেই মহারাজগঞ্জ বাজারে পাইকারিতে আলু প্রতিকিলো ২৪ টাকায় বিক্রি হচ্ছে বলে আলুর পাইকারি ব্যবসায়ীরা জানান।ক্ষুব্ধ ক্রেতাসাধারণের প্রশ্ন, আগরতলার সব বাজারে খুচরোতে কেন আলুর মূল্য পাইকারি মূল্যের সঙ্গে সামঞ্জস্য নেই।যেখানে পাইকারিতে প্রতিকিলো আলুর মূল্য ২৪ টাকায় নেমে এসেছে সেখানে কেন খুচরোতে বর্ধিত মূল্য নিয়ে ক্রেতা সাধারণের পকেট কাটা হচ্ছে তা নিয়ে ক্ষুব্ধ ক্রেতাসাধারণ প্রশ্ন তুলেছেন। প্রতিকিলো আলুর খুচরো মূল্য এখন ২৮ টাকা থেকে ৩০ টাকার মধ্যে থাকার কথা থাকলেও সেখানে কীভাবে আলুর অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে তাতে প্রশাসন ও খাদ্য দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।এদিকে বাজারে পেঁয়াজের মূল্য এখনো চড়া। বহুদিন ধরেই বাজারে পেঁয়াজের খুচরো মূল্য প্রতিকিলো ৬০ টাকায় দাঁড়িয়ে রয়েছে।কোন কোন বাজারে ৬৫ টাকা,৭০ টাকায়ও খুচরোতে পেঁয়াজ বিক্রি হচ্ছে।মহারাজগঞ্জ বাজারে মঙ্গলবার পাইকারিতে পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতিকিলো ৫৩ টাকায়। বাজারে সবজির মূল্য এখনো লাগামছাড়া। সবজির মূল্য বাজারে অস্বাভাবিক হয়ে দাঁড়িয়ে থাকায় সবজি বাজারে গিয়ে ক্রেতা সাধারণের নাভিশ্বাস উঠছে।অভিযোগ, অতিবৃষ্টি ও বন্যার অজুহাত তুলে পাইকারি সবজি ব্যবসায়ীরা মর্জিমাফিক সবজির মূল্য লাগামছড়া বৃদ্ধি করে খুচরো ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন।খুচরো বাজারে সবজির মূল্য সেই কারণে অস্বাভাবিক চড়া বলে খুচরো ব্যবসায়ীদের অভিযোগ। সবজি বাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখতে ও মূল্য রোধে প্রশাসন ঠুটো জগন্নাথ।সেই সুযোগ নিচ্ছে সবজির অসাধু ব্যবসায়ীরা বলেও অভিযোগ।বাজারে ঝিঙে, বেগুন, পটল, বরবটি, কাঁকরোল, করলা, উচ্ছে, লাউ, কাঁচামরিচ, শশা, টমেটো সহ সব ধরনের সবজির মূল্য আকাশছোঁয়া। গরিব ও নিম্ন রোজগারের মানুষ সবজি বাজারে গিয়ে ক্রয়ক্ষমতা হারিয়ে ফেলছেন। এদিকে সদর এনফোর্সমেন্ট টিম গত শনিবার যোগেন্দ্রনগর বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযান করেছে।রতন দেবনাথ ও নেপাল মালাকার- এই দুই খুচরো ব্যবসায়ীকে পেঁয়াজের মূল্য অতিরিক্ত নেওয়ায় এনফোর্সমেন্টের রিপোর্টের ভিত্তিতে সদর মহকুমাশাসক আর্থিকভাবে জরিমানা করেছেন।দুই ব্যবসায়ীকে কারণ দর্শানোর নোটিশের শুনানির পর দেড় হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।সঞ্জিত সাহা ও সঞ্জয় সাহা নামের দুই ব্যবসায়ীকে খাবারের দোকানে অবৈধ উপায়ে এলপিজি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করায় দুই হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা করা হয়। এনফোর্সমেন্ট টিমের অভিযানের নেতৃত্ব দেন সদর খাদ্য কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক।

Dainik Digital

Recent Posts

হার্ভের বিরুদ্ধে ৮ জনে খেলে, এক ম্যাচ আগেই নকআউটে ব্লাডমাউথ।।

অনলাইন প্রতিনিধি :-হার্ভেকে গত ম্যাচে হারানোর পরই এ গ্রুপ থেকে সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটের…

8 hours ago

জলের দরে বিকোচ্ছে সবজি, মাথায় হাত কৃষকের!!

অনলাইন প্রতিনিধি :-শীতকালীন সবজির মতো দ্রুত দাম পড়ছে গ্রীষ্মকালীন সবজিরও।জলের দরে বিকোচ্ছে নতুন উঠে আসা…

8 hours ago

কৃত্রিম ধাতব হৃদপিণ্ড নিয়ে একশো দিন বেঁচে রেকর্ড সৃষ্টি!!

অনলাইন প্রতিনিধি :-বিশ্বের প্রথম মানুষ হিসেবে টাইটানিয়াম ধাতুর তৈরি কৃত্রিম হৃদ্যন্ত্র নিয়ে ১০৫ দিন বেঁচে…

9 hours ago

শুদ্ধিকরণ ও রাজনীতি!!

এই উপমহাদেশের বিভিন্ন দেশে নির্বাচনি ব্যবস্থায় অনিয়ম ও এ গড়মিল নিয়ে অভিযোগের শেষ নেই।স্বৈরাচারী কিংবা…

9 hours ago

মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে আগুন!

অনলাইন প্রতিনিধি :-মধ্যপ্রদেশের গ্বালিয়রের একটি হাসপাতালে রবিবার সকালে অগিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় হতাহতের খবর নেই…

1 day ago

ভয়ঙ্কর আত্মঘাতী হামলায় ছিন্ন ভিন্ন ৯০ সেনার দেহ!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার বেলুচিস্তানে একটি সেনা কনভয়ে হামলা চালানো হয়। বেলুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার…

1 day ago