রেশন ডিলারদের দুর্নীতি ও অনিয়ম বন্ধে ও ব্যবসায়ীদের কালোবাজারি রুখতে মাঠে নেমেছেন খাদ্য দপ্তরের আধিকারিকরা । রবিবার খাদ্য দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস অ্যাডিশনাল ডিরেক্টর অনিমেষ দেববর্মা ও সদর মহকুমার ফুড কন্ট্রোলার প্রদীপ ভৌমিক সহ দপ্তরের আধিকারিকরা একযোগে রাজধানীর নয়টি রেশন শপে হানা দেন পাশাপাশি হানা দেন বিভিন্ন পাইকারি ও খুচরো দোকানেও । রেশনশপে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়ে দুটি রেশনশপকে সিল করে দেয় খাদ্য দপ্তর । পাশাপাশি নিত্যপণ্যের দোকানে হানা দিয়ে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিসপত্র বিক্রি করায় এগারোটি দোকান মালিককে শো – কজ করা হয় ।
ধারাবাহিকভাবে গোটা রাজ্যে রেশনশপ এবং নিত্য পণ্যের দোকানে খাদ্য দপ্তর হানাদারি চালাবে বলে খাদ্য দপ্তর থেকে জানানো হয়েছে । খাদ্য দপ্তর থেকে জানানো হয়েছে রাজ্যে পর্যাপ্ত পরিমাণে ডিজেল ও পেট্রোল মজুত রয়েছে । প্রতিদিনই পর্যাপ্ত পরিমাণে ডিজেল ও পেট্রোল রাজ্যে আসছে । ডিজেল ও পেট্রোল নিয়ে জনগণকে আতঙ্কিত না হতে অনুরোধ জানিয়েছে খাদ্য দপ্তর । জানা গেছে , রাজ্যের একাংশ রেশনশপ ডিলাররা রেশন সামগ্রী নিয়ে অনিয়ম ও দুর্নীতি করছে বলে খাদ্য দপ্তরে খবর আসে । সে অনুযায়ী রবিবার খাদ্য দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, অ্যাডিশনাল ডিরেক্টর অনিমেষ দেববর্মা , সদর মহকুমার ফুড কন্ট্রোলার প্রদীপ ভৌমিকের নেতৃত্বে প্রশাসনিক টিম রাজধানীর নয়টি রেশনশপে অভিযান চালায় । অভিযানকালে চান্দিনামুড়াস্থিত ১৬৯ নং রেশনশপে এবং নয়ন্যামুড়াস্থিত ১৮০ নং রেশনশপে অনিয়ম ও দুর্নীতির বিষয় ধরা পড়ে । রেশনশপ দুটিতে অনিয়ম ও দুর্নীতির বিষয়টি ধরা পড়ায় চান্দিনামুড়ার ১৬৯ এবং নয়ন্যামুড়ার ১৮০ নং রেশনশপ দুটিকে সিল করে দেয় খাদ্য দপ্তর । সিল করে দেওয়া রেশনশপ দুটি সম্পর্কে খাদ্য দপ্তরের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত সীল করে দেওয়া রেশনশপ দুটির ভোক্তাদের পার্শ্ববর্তী রেশনশপ থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন বলে জানায় খাদ্য দপ্তর । সোমবার থেকে গোটা রাজ্যে খাদ্য দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকরা স্থানীয় রেশনশপ এবং পাইকারি ও খুচরো ব্যবসায়ীদের দোকানে হানাদারি চালাবেন । এদিকে , খাদ্য দপ্তরের অধিকর্তা সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে তেইশটি মহকুমার ফুড কন্ট্রোলারদের সঙ্গে রাজ্যের খাদ্য সামগ্রীর সম্পর্কে ও , বাজার দর সম্পর্কে ও রেশনশপের পরিষেবা সম্পর্কে আলোচনা করবেন ।উল্লেখ্য , কিছুদিন আগেও আমতলি ও বনমালীপুরে অভিযানে বের হয়ে দুটি রেশন শপে অনিয়ম ও দুর্নীতি পেয়ে রেশনশপ দুটিকে সিল করেছেন খাদ্য দপ্তরের আধিকারিকরা।
অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…
অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…
অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…
অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…
নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…