বাজেটে কি কি জিনিসের দাম কমল! এবং কিসের দাম বর্ধিত!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী কেন্দ্রে তৃতীয় বার ক্ষমতায় আসীন হওয়ার পর মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করলো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিনের বাজেটে একাধিক জিনিসের উপর চালানো হলো কাচি। অর্থাৎ একাধিক জিনিসের উপর প্রত্যাক্ষান করা হলো কর। বাজেটের পর সস্তা হতে চলেছে ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত একাধিক ওষুধ। তাতে মধ্যবিত্তের মধ্যে কিছুটা স্বস্তির নিশ্বাস। তিনটি গুরুত্বপূর্ণ ওষুধের উপর থেকে কর তুলে নিয়েছে সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা জানিয়েছেন, ওই তিনটি জীবন দায়ী ওষুধ সম্পূর্ণ শুল্কমুক্ত করা হয়েছে। ফলে ক্যানসারের ওষুধের দাম কমবে। সাথেই তরতরিয়ে কমবে স্মার্টফোনের দাম, মোবাইলের চার্জার এবং মোবাইলের সরঞ্জাম। বিবাহ মঙ্গল মাসে কল্পতরু নির্মলা সীতারমন।মঙ্গলবারে পেশ করা বাজেট অধিবেশনে চলছে বিবাহ মঙ্গল মাস। ফলে উপচে পড়া ভীড় সোনার দোকান গুলোতে আর তার মধ্যেই পেশ করা বাজেটে হুড়মুড়িয়ে কমল সোনার দাম ফলে খুশির আবহাওয়া বইতে চলেছে স্বর্ন ও রোপ্য ব্যাবসায়ীদের মধ্যেও। সোনার অলংকার এবং রুপোর গহনাদিতে আমদানি শুল্কছাড় ছয় শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। কমল বিলাসবহুল গয়না সাদা সোনাও। বাজেটে
প্ল্যাটিনামের উপর থেকে ৬.৪ শতাংশ শুল্ক হ্রাস করা হয়েছে। পাল্লা দিয়ে কমল ধাতুর দামও। নিকেল এবং তামার উপর থেকেও সাধারণ কর তুলে নিয়েছে সরকার। এছাড়াও ২৫টি গুরুত্বপূর্ণ ধাতুর কাট ছাট করে পুরোপুরি শুল্কমুক্ত করা হয়েছে। সোলার প্যানেলে ব্যবহৃত জিনিসপত্রের উপর থেকেও কর তুলে নেওয়ার ঘোষণা। সামুদ্রিক মাছ এবং অন্যান্য সামুদ্রিক খাবারের উপর থেকে কর পাঁচ শতাংশ কমানো হয়েছে। বাজেটে টেলি যোগাযোগের সরঞ্জামের উপর অতিরিক্ত শুল্ক চাপানো হলো। এতদিন ১০ শতাংশ কর নেওয়া হত এখন তা বেড়ে ১৫ শতাংশ করা হলো। প্লাস্টিকের জিনিসপত্রে কর বৃদ্ধি হতে চলেছে। পূর্বে প্লাস্টিকের জিনিসে যতটা শুল্ক ছিল বাজেটে মহার্ঘ্য করা হলো প্লাস্টিকের মূল্য।
অ্যামোনিয়াম নাইট্রেটের উপর সাড়ে সাত থেকে ১০ শতাংশ কর বৃদ্ধি করেছে কেন্দ্র। অর্থমন্ত্রী তার বাজেটে বলেছেন,এবারের বাজেটে যুব ও কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হয়েছে। কর্মসংস্থান সংক্রান্ত দক্ষতা প্রকল্পে ২.১ লক্ষ যুবক উপকৃত হবেন। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় আরও বলেছেন ২০২৪ সালের বাজেট দরিদ্র, মহিলা, কৃষক এবং যুবকদের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

21 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

22 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

23 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

23 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

23 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

24 hours ago