বাজেটে কি কি জিনিসের দাম কমল! এবং কিসের দাম বর্ধিত!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী কেন্দ্রে তৃতীয় বার ক্ষমতায় আসীন হওয়ার পর মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করলো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিনের বাজেটে একাধিক জিনিসের উপর চালানো হলো কাচি। অর্থাৎ একাধিক জিনিসের উপর প্রত্যাক্ষান করা হলো কর। বাজেটের পর সস্তা হতে চলেছে ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত একাধিক ওষুধ। তাতে মধ্যবিত্তের মধ্যে কিছুটা স্বস্তির নিশ্বাস। তিনটি গুরুত্বপূর্ণ ওষুধের উপর থেকে কর তুলে নিয়েছে সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা জানিয়েছেন, ওই তিনটি জীবন দায়ী ওষুধ সম্পূর্ণ শুল্কমুক্ত করা হয়েছে। ফলে ক্যানসারের ওষুধের দাম কমবে। সাথেই তরতরিয়ে কমবে স্মার্টফোনের দাম, মোবাইলের চার্জার এবং মোবাইলের সরঞ্জাম। বিবাহ মঙ্গল মাসে কল্পতরু নির্মলা সীতারমন।মঙ্গলবারে পেশ করা বাজেট অধিবেশনে চলছে বিবাহ মঙ্গল মাস। ফলে উপচে পড়া ভীড় সোনার দোকান গুলোতে আর তার মধ্যেই পেশ করা বাজেটে হুড়মুড়িয়ে কমল সোনার দাম ফলে খুশির আবহাওয়া বইতে চলেছে স্বর্ন ও রোপ্য ব্যাবসায়ীদের মধ্যেও। সোনার অলংকার এবং রুপোর গহনাদিতে আমদানি শুল্কছাড় ছয় শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। কমল বিলাসবহুল গয়না সাদা সোনাও। বাজেটে
প্ল্যাটিনামের উপর থেকে ৬.৪ শতাংশ শুল্ক হ্রাস করা হয়েছে। পাল্লা দিয়ে কমল ধাতুর দামও। নিকেল এবং তামার উপর থেকেও সাধারণ কর তুলে নিয়েছে সরকার। এছাড়াও ২৫টি গুরুত্বপূর্ণ ধাতুর কাট ছাট করে পুরোপুরি শুল্কমুক্ত করা হয়েছে। সোলার প্যানেলে ব্যবহৃত জিনিসপত্রের উপর থেকেও কর তুলে নেওয়ার ঘোষণা। সামুদ্রিক মাছ এবং অন্যান্য সামুদ্রিক খাবারের উপর থেকে কর পাঁচ শতাংশ কমানো হয়েছে। বাজেটে টেলি যোগাযোগের সরঞ্জামের উপর অতিরিক্ত শুল্ক চাপানো হলো। এতদিন ১০ শতাংশ কর নেওয়া হত এখন তা বেড়ে ১৫ শতাংশ করা হলো। প্লাস্টিকের জিনিসপত্রে কর বৃদ্ধি হতে চলেছে। পূর্বে প্লাস্টিকের জিনিসে যতটা শুল্ক ছিল বাজেটে মহার্ঘ্য করা হলো প্লাস্টিকের মূল্য।
অ্যামোনিয়াম নাইট্রেটের উপর সাড়ে সাত থেকে ১০ শতাংশ কর বৃদ্ধি করেছে কেন্দ্র। অর্থমন্ত্রী তার বাজেটে বলেছেন,এবারের বাজেটে যুব ও কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হয়েছে। কর্মসংস্থান সংক্রান্ত দক্ষতা প্রকল্পে ২.১ লক্ষ যুবক উপকৃত হবেন। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় আরও বলেছেন ২০২৪ সালের বাজেট দরিদ্র, মহিলা, কৃষক এবং যুবকদের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

যুদ্ধবিমান নিয়ে কালই মহড়া ভারতের!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড়সড় মহড়া দিতে চলেছে ভারতের বায়ুসেনা।…

6 hours ago

প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল দিব্যাঙ্গ কিশোরীর!!

অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…

10 hours ago

অসম্ভবকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের বুকে রেকর্ড গড়ল পাইলোনাইডল সিনাস নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক ছাত্র!!

অনলাইন প্রতিনিধি :এবছর কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর…

10 hours ago

এক বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া,ধর্মনগর ক্রিকেট অ্যাসোর সংযোগ ছিন্ন করলো নিগম!!

অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…

11 hours ago

আক্রান্ত শহিদের স্ত্রী!!

বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…

12 hours ago

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যের আঁশ!!

দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…

12 hours ago