ফোন করে বাড়ি থেকে ডেকে এনে খুন করা হলো এক যুবককে। ঘটনা শুক্রবার রাতে। মৃত যুবকের নাম মানিক দাস। তার বাড়ি খোয়াই পুর পরিষদের ১৪ নং ওয়ার্ডে। এই ঘটনায় শনিবার ভোরে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকরা হল মাধব দাস( মধু),বয়স ৩৪ এবং রাজু উড়িয়া(৪৩)। ধৃত যুবকরা ওই এলাকারই বাসিন্দা। এই খুনের ঘটনায় খোয়াই থানার পুলিশ একটি খুনের মামলা হাতে নেয়। ধৃত যুবকদের শনিবার দুপুরে আদালতে তোলা হয় পাঁচদিনের পুলিশ রিমান্ড চেয়ে।
মৃত যুবকের স্ত্রী সুস্মিতা ঘোষ সংবাদ মাধ্যমকে জানান, শুক্রবার রাত প্রায় দশটার দিকে এলাকার যুবক মাধব দাস উনার মোবাইলে ফোন করে উনার স্বামীকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। রাত সাড়ে ১১ টার দিকে উনার স্বামী বাড়িতে ফিরে আসে মাথায় এবং সারা শরীরে ব্যান্ডেজ করা অবস্থায়। আহত স্বামী পরে তার স্ত্রীকে জানায় এলাকারই মাধব রাজু সহ আরও বেশ কয়েকজন মিলে প্রচন্ডভাবে মারধর করে পূর্বতন আসাম রাইফেলস ক্যাম্পের সামনে।
রক্তাক্ত অবস্থায় এক পুলিশ কর্মী তাকে হাসপাতালে নিয়ে যায়। রাত আনুমানিক দুটার দিকে মানিক প্রচন্ড অসুস্থ বোধ করাতে ওনার স্ত্রী এবং পাড়ার দু একজন মিলে মানিককে পুনরায় হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পরই সে মারা যায়। ঠিক কি কারনে মানিক দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হলো তার সঠিক কারণ জানা যায়নি। বর্তমানে মানিকের একটি পুত্র সন্তান রয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…