অনলাইন প্রতিনিধি :-২০০০ টাকার ব্যাঙ্ক নোট বাজার থেকে তুলে নেওয়ার সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ালো রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এখন এই সময়সীমা বেড়ে হয়েছে ৭ অক্টোবর। কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, ২০২৩ সালের ১৯ মে ২০০০ টাকার নোট প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার পর এখন পর্যন্ত ৩.৪২ লক্ষ কোটি সমমূল্যের এই ধরনের নোট ব্যাঙ্কে জমা করার মাধ্যমে অথবা বিনিময়ের মাধ্যমে জনগণের কাছ থেকে সংগ্রহীত হয়েছে।
২০০০ টাকার ব্যাঙ্কে নোটের প্রায় ৯৬ শতাংশ আজ অবধি ফেরত এসেছে বলে জানায় রিজার্ভ ব্যাঙ্ক।এখন মাত্র ১৪,০০০ কোটি টাকা মূল্যের ২০০০ টাকার ব্যাঙ্ক নোট বাজারে চালু রয়েছে। এর আগে ২০০০ টাকার নোট জমা করায় সর্বশেষ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ৩০ শে সেপ্টেম্বর ২০২৩।এখন জমা কিংবা বিনিময়ের লক্ষ্যে সর্বশেষ তারিখ বাড়িয়ে ৭ অক্টোবর ২০২৩ করা হয়েছে। প্রসঙ্গত,২০০০টাকায় ব্যাঙ্ক নোট প্রত্যাহারে সিদ্ধান্ত
ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল এই পদক্ষেপের সঙ্গে ২০১৬ সালের নভেম্বর মাসে নোটবন্দির কোনও সম্পর্ক নেই।
তখন রাতারাতি ৫০০ টাকা এবং ১০০০ টাকার ব্যাঙ্ক নোটকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্ক বিষয়টি খোলাসা করে জানায় ২০০০ টাকার মতো উচ্চ মূল্যের ব্যাঙ্ক নোট বাজারে ছাড়া হয়েছিল অর্থনীতিকে দ্রুত গতিতে স্বচ্ছল করে তোলার লক্ষ্যে। সমমূল্যের নগদ বাজারে ফিরিয়ে দেওয়ার প্রয়াস এর অন্তর্গত ২০০০ টাকার নোট চালু করা হয়।এই লক্ষ্য পূর্ণ হয়েছে এবং ২০১৯ অর্থ বছর থেকে এই ধরনের নোট ছাপাও বন্ধ করে দেওয়া হয়েছিল। তাছাড়া বাজারে চালু নোটগুলির গুণগত মান নিয়েও কিছুটা সংশয় ছিল। তবে নোটগুলি অবৈধ নয়।
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…