বাদ রেবতী!! পূর্ব আসনে পদ্ম প্রার্থী কি যীষ্ণু!!
অনলাইন প্রতিনিধি :-এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। পাহাড়ে নিজেদের ভিত শক্ত করতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উপজাতি নেতৃত্ব কে নিয়ে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক। বৃহস্পতিবার বিজেপি রাজ্য কার্যালয়ে জনজাতি মোর্চার নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, জনজাতি মোর্চার রাজ্য সভাপতি তথা মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্য জনজাতি নেতৃত্ব। কিন্তু, অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, আজকের এই বৈঠকে পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা উপস্থিত ছিলেন না। যা নিয়ে দলের অন্দরেই গুঞ্জন দেখা দিয়েছে। তবে কি আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে পুনরায় টিকেট পাচ্ছেন না রেবতী ত্রিপুরা? এমন সম্ভাবনার কথা কিন্তু দৈনিক সংবাদ অনলাইন আগেই জানিয়েছে রাজ্যবাসীকে। শুধু তাই নয়, টিকিট না পাওয়ার বিষয়টি যে রেবতী ত্রিপুরা নিজেও আন্দাজ করতে পেরেছেন, সেটাও প্রকাশিত খবরে বলা হয়েছিল। এমন সম্ভাবনাই বৃহস্পতিবারে জনজাতি মোর্চার সাংগঠনিক বৈঠকে উজ্জ্বল হয়ে উঠেছে। তাই এদিনের বৈঠকে অনেকটাই উজ্জীবিত দেখা যায় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে। কিন্তু যীষ্ণু দেববর্মাকে প্রার্থী করা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে। কেননা, উপমুখ্যমন্ত্রী হিসাবে পাঁচ বছর কাজ করা সত্বেও তিনি ২০২৩ নির্বাচনে চড়িলাম কেন্দ্রে পরাজিত হয়েছেন। তারপরও বৃহস্পতিবার বৈঠকে তাঁকে বেশ উজ্জীবিত দেখিয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী হচ্ছেন যীষ্ণু দেববর্মা? এই ধারণা আরও প্রকট করেছে রেবতীর অনুপস্থিতি।।