বানের জল ও স্নায়ুর চাপ

এই খবর শেয়ার করুন (Share this news)

শিলচর সহ আসাম রাজ্যের বিস্তীর্ণ এলাকা বানভাসি । জল সপ্তাহকাল পক্ষকাল ধরিয়া ঠায় দাঁড়াইয়া রহিয়াছে , নয় জল নামিবার পর ক্ষতগুলি হাঁ করিয়া গিলিতে আসিতেছে । নেতারা হয় কপ্টারে বন্যাবিলাস করিয়া বেড়াইতেছেন , মৌখিক মলম ছড়াইতেছেন আবার কোথাও কোথাও এইসকল বিপর্যয়ে তাহাদের নজর দেওয়ারই ফুরসত নাই । পাহাড় ধসিয়া রেলপথ ভাসিয়া গিয়াছে , ধস নামিয়া পথ হারাইয়া গিয়াছে । কিন্তু এই চরম বিপর্যয়ের আসাম কিন্তু জাতীয় খবরে নাই , আসাম জাতীয় খবরে আসিয়াছে মহারাষ্ট্রের শিবসেনা দলের দলীয় কোন্দলের কারণে ।

আসাম এবং মহারাষ্ট্র দেশের দুইটি দূরগত প্রান্তে অবস্থিত রাজ্য । তথাপিও আসামের শাসনে যাহারা রহিয়াছেন তাহারা মহারাষ্ট্রের অতিথিগণের আপ্যায়নে ভীষণ ব্যস্ত , তাহারা বন্যার্ত মানুষের খোঁজ লইতে ফুরসত পান না , ইহা বারংবার বলা হইতেছে বরাক উপত্যকায় । আজ সারা দেশ যখন উদ্ধব ঠাকরের প্রতিপক্ষ একনাথ শিন্ডে এবং কুড়িজন বিদ্রোহী বিধায়কের রোমাঞ্চকর অভিযানে বিনিদ্র তখন আসামের মানুষ বন্যার জলে ভাসিয়াও গর্বিত হইবেন , তাহাতে আর অবাক হইবার কী আছে ।

আসামে বন্যা বা বানভাসি নেহরুর সময়েও ছিল , আজ মোদির সময়েও রহিয়াছে । এই লইয়া দেশ যেমন ভাবিত নহে তেমনি নিজেদের দূর্দশা লইয়াও আর বিচলিত হন না আসামের মানুষ । অগত্যা সকলেরই এক ভাবনা , আজ রাষ্ট্রীয় ভাবনা মহারাষ্ট্রের সরকার থাকিবে না পড়িবে । শিবসেনার মুখ্যমন্ত্রী থাকিবেন উদ্ধব ঠাকরে , নাকি ঠাকরে পদত্যাগ করিবেন ? শিন্ডে কী করিবেন , তিনি কবে মহারাষ্ট্রে অবতরণ করিবেন , মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফাড়নবিশ দিল্লী হইতে লাড্ডু লইয়া কখন মুম্বাই ফিরিতেছেন— এই সকলই এখন আমাদের রাষ্ট্রচিন্তা ।

ওই রাজ্যের রাজনৈতিক ক্যাচাল বাস্তবেই জটিল আকার লইয়াছে । ঠাকরে মন্ত্রিসভার নয়জন মন্ত্রী শিন্ডের সঙ্গে চলিয়া গিয়াছে । শিন্ডের দাবি , তাহার সঙ্গে শিবসেনার ৩৯ জন বিধায়ক রহিয়াছে । বিধানসভায় বিজেপির হাতে সংখ্যা রহিয়াছে ১০৬। এই দুইয়ে মিলিয়া মহারাষ্ট্রে সরকার গঠন করা সম্ভব । কিন্তু বাহির হইতে যাহা দেখা যায় তাহার সকলই সত্য এই কথা বলা যায় না । শিন্ডে ভাবিয়াছিলেন তাহাদের এই বিদ্রোহে এবং আসামে তাহাদের জ্ঞাতবাসে ঠাকরে চাপে পড়িবেন এবং পদত্যাগ করিবেন ।

ঠাকরে পদত্যাগের ইচ্ছার কথাও জানাইয়াছিলেন , আবার বিদ্রোহীদের বাড়িঘরে ফিরিয়া আসিবার অনুরোধ করিয়াছিলেন । কিন্তু শিন্ডের দলের রাজ্যে ফেরা প্রায় অসম্ভব হইয়া যায় শিবসেনার ঠাকরে অনুগামীদের হুঁশিয়ারির মুখে । তাহাদের নিরাপত্তার জন্য মামলা গড়ায় সুপ্রিম কোর্টেও । কিন্তু ঘরের কাজিয়ার সমাধান আদালতে কাহাতক সম্ভব ? ঘর ভাঙ্গিবার উপক্রম হইলে তাহা আদালতের রায়ে ধরিয়া রাখা যায় এমন নজির কমই রহিয়াছে । জানা যায় , দ্বিতীয়বারও পদত্যাগের ইচ্ছা প্রকাশ করিয়াছেন ঠাকরে তাঁর মন্ত্রিসভার বৈঠকে । কিন্তু তাহার মন্ত্রীরা তাহাকে নিরস্ত করিয়াছেন এবং ঠাকরে সরকারের সামনে সংখ্যালঘু হইয়া পড়িবার কোনও আশঙ্কা নাই জানাইয়া তাহাকে নিরস্ত করা হয় ।

প্রসঙ্গত , শিন্ডে বনাম ঠাকরের কাজিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যখন বিধানসভায় ১৬ শিবসেনা বিধায়কের বিধায়ক পদ খারিজ করা হয় ক্রস ভোটিংয়ে বিজেপি প্রার্থীকে ভোট দিবার দায়ে । চিফ হুইপ শিল্ডের সমর্থনেই এই ক্রস ভোটিং হয় । সুপ্রিম কোর্টের মামলায় সুপ্রিম কোর্ট অবশ্য আগামী ১১ জুলাইয়ের মধ্যে দুই পক্ষকে বিধায়ক পদ খারিজ লইয়া মতামত জানাইতে বলা হইয়াছে ।
বিজেপি এবং শিন্ডে অনুগামীরা অবশ্য আশাবাদী— এর আগেই হেস্তনেস্ত হইবে । শিন্ডে বলিয়াছেন সহসাই মুম্বাই অবতরণ করিবেন । আবার আদিত্য ঠাকরে বলিয়াছেন , ২০ জন বিদ্রোহী বিধায়কের সঙ্গে শিবসেনার যোগাযোগ রহিয়াছে । কথাবার্তা চলিতেছে । রাজনীতির এই স্নায়ুর চাপ এখন বানের জলের চাইতেও অধিক তীব্র ।

আসামের বান বছর বছর আসিয়া থাকে , কিন্তু মহারাষ্ট্রে এই প্রথমবার শিবসেনা বিজেপির হাত ছাড়িয়া কংগ্রেস , এনসিপির হাত ধরিয়াছে । আর এইবারেই প্রথম শিবসেনায় ভাঙ্গন ধরাইয়া সরকার গঠনের সম্ভাবনা দেখা দিয়াছে বিজেপির সামনে । অতএব বানভাসি মানুষের মৃত্যু বা ভোগান্তির চাইতে তখতে তাউসের আলাপন অধিক অধিক কাঙ্ক্ষিত হউক ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফল মে-র প্রথম সপ্তাহে!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ফলাফল প্রকাশ হবে মে মাসের প্রথম সপ্তাহে।একযোগে রাজ্য পর্ষদের মাধ্যমিক,…

22 hours ago

রাজ্যের পর্যটন শিল্পের বিকাশে,সি-প্লেন পরিষেবা চালুর উদ্যোগ চলছে: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের পর্যটন শিল্পের বিকাশে সি-প্লেন পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে পর্যটন দপ্তর।রাজ্যের সি-প্লেন পরিষেবা…

22 hours ago

শ্লোগানই সার, এদের ভাগ্য আর বদল হয় না!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান সরকারের শ্লোগান হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ। কিন্তু বাস্তবে এই শ্লোগান কতটা…

22 hours ago

বাণিজ্য সংকট!!

বাণিজ্য সংকট বলতে আমরা সাধারণত কী বুঝি?অথবা বাণিজ্য সংকট কাকে বলে?খুব সহজ ভাবে বলতে গেলে,…

22 hours ago

বিধানসভায় দেওয়া তথ্যে রাজ্যে শূন্যপদের সংখ্যা ৫১,৭৮৪!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদ ৫১ হাজার ৭৮৪টি।নিয়োগ নেই।২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত…

23 hours ago

যান স্বল্পতায় বিলম্বিত বিমান যাত্রীরা রাতে দুর্ভোগে পড়েন!!

অনলাইন প্রতিনিধি :- অনেক রাতে এমবিবি আগরতলা বিমানবন্দরে বিলম্বিত বিমান যাত্রীরা আবারও যানবাহনের অভাবে চরম…

2 days ago