দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। ১৬ ফেব্রুয়ারি রাজ্যের অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আজ নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। আজ সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর ঘোষণা দেন প্রার্থী তালিকার। যেখানে দেখা যায় বামফ্রন্ট লড়াই করবে ৪৩ টি আসনে। কংগ্রেস লড়াই করবে ১৩ টি আসনে। সিপিআই ১টি আরএসপি ১টি ফরওয়ার্ড ব্লক ১টি এবং রামনগর কেন্দ্রে নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মনকে সমর্থন করবেন তারা। বামফ্রন্টের প্রার্থী তালিকায় দেখা যায় চব্বিশ জন প্রথমবারের মতো প্রতিদ্বন্দিতা করবে। জয়ী বিধায়কদের মধ্যে এ বছর প্রার্থী হচ্ছেন না কমলা সাগর কেন্দ্রের জয়ী প্রার্থী নারায়ণ চন্দ্র চৌধুরী, বিশাল করে জয়ী প্রার্থী ভানু লাল সাহা, বক্সনগর এর জয়ী প্রার্থী শহীদ চৌধুরী, ধনপুরের জয়ী প্রার্থী মানিক সরকার,ঋষমুখের প্রার্থী বাদল চৌধুরী, জুলাই বাড়ি এসটি কেন্দ্রের যশবীর ত্রিপুরা, চন্ডিপুরের তপন চক্রবর্তী ও কৈলাশহরের মবশ্বর আলী। প্রার্থী তালিকাটি হচ্ছে নিম্নরূপ
সিমনা এসটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রথমবারের মত কুমুদ দেববর্মা, মোহনপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস প্রার্থী। বামুটিয়া এস সি কেন্দ্রে প্রথমবারের মতো প্রতিদ্বন্দিতা করবে নয়ন সরকার। বড়চালা এসসি কেন্দ্রে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবে সুদীপ সরকার। খয়ের পুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন পবিত্র কর। ছয় আগরতলা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস প্রার্থী। রামনগর কেন্দ্রে নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মনকে সমর্থন করবে বাম-গ্রেস জোট। বড়দোয়ালী কেন্দ্রে প্রতিদ্বন্দিতা করবেন কংগ্রেস প্রার্থী। বনমালীপুর কেন্দ্র ছেড়ে দেওয়া হয়েছে কংগ্রেসকে। মজলিসপুরে প্রতিদ্বন্দ্বিতা করবেন মানিক দে। মান্দাইনগর এসটি কেন্দ্রে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন রাধা চরণ দেববর্মা। টাকার জলা এসটি প্রথম মনের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন শ্যামল দেববর্মা। প্রতাপগড় এসসি সিটে রামু দাস। বাধারঘাট এসসি লড়াই করবেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী। কমলা সাগরকেন্দ্রে হিরন ময়নারায়ণ দেবনাথ প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবে। বিশালগড়ে পার্থপ্রতিম মজুমদার প্রথমবারের মতো প্রত্যেকদিন দিতে করবে। গোলাঘাটি এসটি কেন্দ্র বৃন্দা দেববর্মা প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছে। সূর্যমনি নগর ছেড়ে দেওয়া হয়েছে কংগ্রেস কে। চরিলাম এস টি সিট ও ছেড়ে দেওয়া হয়েছে কংগ্রেসকে। বক্সনগরে প্রথমবারের মতো লড়াই করবেন শামসুল হক। নলছর এসসি কেন্দ্র ে তপন দাস। সোনামুড়ায় শ্যামল চক্রবর্তী। ধনপুরে কৌশিক চন্দ্র প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবে। রামচন্দ্র ঘাট এসটি আসনে প্রথমবারের মতো রঞ্জিত দেববর। খোয়াই কেন্দ্রে নির্মল বিশ্বাস। আশারামবাড়ী এসটি আসনে অঘুর দেববর্মা। কল্যাণপুর প্রমোদনগরে মনিন্দ্র দাস। তেলিয়ামুড়া রাখা হয়েছে কংগ্রেসের জন্য। কৃষ্ণপুর এসটি আসনে প্রথমবারের মতো ষষ্ঠী দেববর্মা। বাঘমা এসটি আসনে নরেশ জমাটিয়া। রাধাকৃষ্ণ পুরে প্রতিদ্বন্দিতা করবেন আর এস পি প্রার্থী শ্রীকান্ত দত্ত। মাথাবাড়ি রাখা হয়েছে কংগ্রেসের জন্য। কাকড়াবন শালগড়া এসটি আসনে রতন কুমার ভৌমিক। রাজনগর এস সি আসনে সুধন দাস। বিলোনিয়া য় প্রথমবারের মতো দীপঙ্কর সেন। শান্তির বাজার এসটি আসনে সত্যজিৎ রিয়াং প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন। হৃষমুখে প্রথমবারের মতো প্রতিযোগিতা করবেন অশোক মিত্র। জুলাই বাড়ি এসটি আসনে দেবেন্দ্র ত্রিপুরা প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবে। মনু এসটি আসনে প্রভাত চৌধুরী। সাবরুম আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জিতেন্দ্র চৌধুরী। কম্পিনগর এসটি আসনে প্রথমবারের মতো প্রতিদ্বন্দিতা করবেন পরীক্ষিত কলোই। অমর পুর ে পরিমল দেবনাথ। করবক এসটি আসনে প্রিয়মনী দেববর্মা। রাইমা ভেলি এসটিআসনে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবে প্রবিণ ত্রিপুরা। কমলপুর ছেড়ে দেওয়া হয়েছে কংগ্রেসকে। সুরমা এসসি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন অঞ্জন দাস। আমবাসা এসটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন অমলেন্দু দেববর্মা। করম ছোড়া এইচডি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস প্রার্থী। ছামনু এসটি আসনে প্রথমবারের মতোপ্রতিদ্বন্দ্বিতা করবেন জীবন মোহন ত্রিপুরা। পাবিয়াছড়া এসসি আসনে প্রতিদ্বন্দিতা করবেন সমিরন মালাকার। ফটিকরায় এস সি আসনে প্রথমবারের মতো প্রতিদ্বন্দিতা করবেন সুব্রত দাস। চন্ডিপুর আসনে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন কৃষ্ণেন্দু চৌধুরী। কৈলা শহর কেন্দ্র ছেড়ে দেওয়া হয়েছে কংগ্রেসকে। কদমতলা কুর্তি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলাম উদ্দিন। বাকপাশাসন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজিতা নাথ। ধর্মনগরের প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস। যুবরাজ নগরে প্রতিদ্বন্দ্বিতা করবেন শৈলেন্দ্র চন্দ্র দেবনাথ। পানিসাগরে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন শীতল দাস।পেঁচারথল এসটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস প্রার্থী। কাঞ্চনপুর এসটি আসনে প্রথমবার মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজেন্দ্র রিয়াং।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…