বামেদের উত্থাপিত প্রস্তাবে আয়না দেখালেন মুখ্যমন্ত্রী!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- অভাবের তাড়নায় সন্তান বিক্রি,বাড়ছে আত্মহত্যা, চুরি, ছিনতাই। কাজের সন্ধানে রাজ্য থেকে বহি:রাজ্যে যেতে হচ্ছে।এই সব প্রতিরোধ করতে রেগা প্রকল্পে প্রত্যেক পরিবারকে বছরে ২০০ দিনের কাজ এবং ৬০০ টাকা দৈনিক মজুরি প্রদানের বেসরকারী প্রস্তাব বিধানসভায় উত্থাপন করে বেকায়দায় পড়তে হলো বিরোধী দল সিপিএমকে।এই প্রসঙ্গে জবাব দিতে গিয়ে বিরোধী সিপিএমকে রীতিমতো আয়না দেখালেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বৃহস্পতিবার প্রস্তাবটি উত্থাপন করেছিলেন সিপিএম পরিষদীয় নেতা বিধায়ক জিতেন চৌধুরী।প্রস্তাবের সপক্ষে তিনি দীর্ঘ বক্তব্য রাখেন। একই সাথে তিনি নানা ঘটনা উল্লেখ করে সরকারের সমালোচনা করেন।জবাব দিতে উঠে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা একেবারে তথ্য উল্লেখ করে জিতেন বাবুদের একের পর এক পাল্টা তির ছুঁড়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, মাঝে মধ্যে জিতেনবাবুকে ধন্যবাদ দিতে হয়।আশ্চর্য হই,আপনি যেভাবে বক্তব্য রাখলেন বিষয়বস্তুর বাইরে গিয়ে, তাতে মনে হয়েছে আপনি এবং আপনারা ডিপ্রেশনে ভুগছেন। এই ডিপ্রেশনই কিন্তু আত্মহত্যার অন্যতম কারণ। এই প্রসঙ্গে তিনি ত্রিপুরা মেডিকেল কলেজে পাঠরত এক ছাত্রের আত্মহত্যার প্রসঙ্গ তুলে ধরেন।মুখ্যমন্ত্রী বলেন, একদিন কলেজ থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রকে দেখেন রাস্তায় দাঁড়িয়ে আছেন।ওই ছাত্রের সাথে তার কথা হয় এবং ঘরে যাওয়ার কথা বলেন।তিনদিন পর শোনেন সেই ছাত্র আত্মহত্যা করেছে।ওই ডাক্তারি পড়ুয়া ছাত্র নিশ্চয়ই রেগার কাজের জন্য আত্মহত্যা করেনি। আত্মহত্যার অনেক কারণ থাকে।মুখ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালের আগে খবরের কাগজ খুললেই খুন, ধর্ষণ, সন্ত্রাস, সন্তান বিক্রির খবর দেখা যেতো।তিনি বেশ কয়েকটি খবরের কাটিংও তুলে ধরেন। এমনকী জাতীয় সংবাদ মাধ্যমেও প্রকাশিত খবরের কাটিং তুলে ধরেন।জনজাতি পরিবার বিপিএল কার্ডে জন্য আবেদন করে পায়নি ২০১৭ সালে।তাই তার ৮ মাসের সন্তানকে বিক্রি করে দিয়েছে। সেই খবরও প্রকাশিত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের কথা হলো,সমাজের চোর ডাকাত থাকবে।কিন্তু দেখতে হবে প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে।এসব কতটা কমাতে পারলাম সেটা হলো কথা।প্রশিক্ষণহীন শ্রমিকদের জন্য রেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে।বন আইন অনুযায়ী ১৫০ দিনের কাজ করতে পারে।রাজ্য সরকার ইচ্ছে করলেই মজুরি এবং কাজের দিন বাড়িয়ে দিতে পারে না। এটা কেন্দ্রীয় আইন। আপনারাতো বিভ্রান্তি ছড়াচ্ছেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর জিতেন্দ্রবাবু দাঁড়িয়ে বলেন,২০১৮ সালে ভিশন ডকুমেন্টে তো আপনারা বলেছিলেন।বিভ্রান্ত যদি কেউ করে থাকে সেটা আপনারা করেছেন।মুখ্যমন্ত্রী পাল্টা বলেন, এই রাজ্যে রেগা নিয়ে আপনারা কী করেছেন সেটা সকলের জানা।চার পাঁচ জন শ্রমিক দাঁড়িয়ে থাকতো, আর একজন ক্যাডার থাকতো।এখন মিডলম্যানের সুযোগ নেই।জিতেন্দ্রবাবুকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা কি ওই মিডলম্যানদের জন্য কুম্ভিরাশ্রু করছেন? মিছিল-মিটিং-এ না এলে রেগার কাজ পাবে না। আপনারা তো এসবই করেছেন।কী স্থায়ী সম্পদ তৈরি হয়েছে? আমরা স্থায়ী সম্পদ তৈরি করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই দিশাতেই প্রকল্প তৈরি করেছেন। আমরা অমৃত সরোবর,গ্রামীণ রাস্তা সহ আরও অনেক কাজ করছি রেগা প্রকল্পের মাধ্যমে। আমাদের লক্ষ্য স্থায়ী সম্পদ তৈরি করা। মুখ্যমন্ত্রী বলেন, এখন বাড়িতে কাজ করার জন্য শ্রমিক পাওয়া যায় না। কাজ আছে কিন্তু শ্রমিক নেই। আপনারা তো কেরালা নিয়ে সবসময় গর্ব করেন। কেরালার অবস্থা কী সেটা সকলেই জানে।মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন,অনেক কিছু কেরালা থেকেই উৎপত্তি হয়, পরে সেটা সারা দেশে ছড়ায়। প্রধানমন্ত্রী আমাদের হীরা মডেল দিয়েছেন।আমরা যেভাবে কাজ করছি তাতে ত্রিপুরা মডেল হবে।শেষে ধ্বনি ভোটে জিতেন্দ্রবাবুর প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

Dainik Digital

Recent Posts

যুদ্ধ চাই না, শান্তি চাই’,বার্তা পাকিস্তানের বিদেশমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-সুর বদলে এবার শান্তির বার্তা পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দরের।ভারত যুদ্ধ থামালে, তারাও থেমে…

7 mins ago

পাক গোলাবর্ষনে প্রাণ গেল রাজৌরির উচ্চপদস্থ আধিকারিকের!!

অনলাইন প্রতিনিধি :-রাজৌরিতে পাক সেনার গোলাবর্ষণে প্রাণ গেল রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজকুমার থাপার।…

15 mins ago

নিঃসঙ্গ পাকিস্তান!!

আজকের দিনের প্রতিটি যুদ্ধ মানেই প্রথমেই স্নায়ুযুদ্ধ।স্নায়ুযুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়িয়ে তোলার মাধ্যমে…

34 mins ago

যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে রাজ্যের বাজারে মূল্যবৃদ্ধি, ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :- ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী শুক্রবার সকাল থেকেই…

39 mins ago

যুদ্ধজিগির তোলার মাঝে কেঁপে উঠল পাকিস্তান।।

অনলাইন প্রতিনিধি :-চার দিনের মাথায় আবারও ভূমিকম্প পাকিস্তানে।শুক্রবার রাত ঠিক ১টা ৪৪ মিনিট।আগের দিনের তুলনায়…

5 hours ago

অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…

14 hours ago