বাম কর্মী হত্যা মামলায় তিনদিনের পুলিশ রিমান্ডে বিজেপি প্রধান!!

এই খবর শেয়ার করুন (Share this news)

তিনদিনের পুলিশ রিমান্ডে বিজেপি প্রধান!!কল্যানপুর বামকর্মী হত্যা কান্ডে ধৃত মূল অভিযুক্ত কৃষ্ণ কমল দাস ও সরোজ দাসকে পাঁচদিনের পুলিশ রিমান্ড চেয়ে সোমবার খোয়াই জেলা দায়রা আদালতে পেশ করল কল্যানপুর থানার পুলিশ। আদালত বামকর্মী হত্যা কান্ডের দুই অভিযুক্ত-র তিনদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। ঘটনার বিবরণে জানা যায়, গত ১৮ ই ফেব্রুয়ারি কল্যাণপুর থানার অন্তর্গত দারিকাপুর গীরিন্ডশীল পাড়া এলাকায়,দারিকাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণকমল দাসের সাথে বামকর্মী দিলীপ শুক্ল দাসের কোন এক বিষয় নিয়ে বাকবিতন্ডা সৃষ্টি হয়। পরবর্তী সময় বাক বিতন্ডার উত্তেজনা এতটাই বেড়ে যায় যে উভয় পক্ষের মধ্যেই হাতাহাতি শুরু হলে বিজেপি প্রধান কৃষ্ণ কমল দাস বাম কর্মী দিলীপ দাসের মাথায় কাঠের পাইল দিয়ে আঘাত করে। এতে করে গুরুতর রক্তাক্ত হয় বাম কর্মী দিলীপ দাস।পরবর্তী সময় দিলীপ দাসের চিৎকার চেচামেচি শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে এবং খোয়াই দমকল কর্মীদের খবর দিলে দমকলর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত বামকর্মী দিলীপ দাসকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। খোয়াই জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তরিঘড়ি উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়। পরবর্তী সময় জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিলীপ শুক্ল দাসের মৃত্যু হয় আর এই ঘটনার খবর এলাকায় চাউর হতেই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে বামকর্মীদের মধ্যে। ফলে ১৯ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়ি থেকে বিজেপি প্রধান কৃষ্ণ কমল দাস ও তার সঙ্গী সরোজ দাসকে গ্রেফতার করতে বাধ্য হয় কল্যাণপুর থানার পুলিশ। অন্যদিকে সোমবার ২০ ফেব্রুয়ারি দুজনকেই পাঁচদিনের পুলিশ রিমান্ড চেয়ে খোয়াই জেলা ও দায়রা আদালতে পেশ করেন কল্যাণপুর থানার পুলিশ। আদালত তিনদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে পুলিশি হাজতে পাঠিয়ে দেয়। তাদের দুজনকে আগামী ২২ এ ফেব্রুয়ারি পুনরায় আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সরকার পক্ষের আইনজীবী অভিজিৎ ভট্টাচার্য।

Dainik Digital

Recent Posts

যুদ্ধজিগির তোলার মাঝে কেঁপে উঠল পাকিস্তান।।

অনলাইন প্রতিনিধি :-চার দিনের মাথায় আবারও ভূমিকম্প পাকিস্তানে।শুক্রবার রাত ঠিক ১টা ৪৪ মিনিট।আগের দিনের তুলনায়…

2 hours ago

অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…

11 hours ago

পাকিস্তানের গোলাতে শহিদ ভারতীয় জওয়ান মুরলী!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের গোলাবর্ষণে মৃত্য হলো ভারতীয় বিএসএফ জওয়ান মুরলী নায়েকের। অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলার বাসিন্দা…

11 hours ago

যুদ্ধ আবহে এটিএম বন্ধের খবর সম্পূর্ণ ভূয়ো!!

অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক পোস্টে দাবি করা হয়েছে পাকিস্তান ভারতে…

20 hours ago

যুদ্ধের গন্ধ বাতাসে!!

পহেলগাঁও হামলার প্রত্যাঘাত এতটা জোরালো এবং ভয়াবহ হতে পয়ল পারে সেটা নিশ্চয়ই পাকিস্তানের ভাবনার মধ্যেই…

20 hours ago

দিল্লীতে কৃষি উন্নয়নে জাতীয় সম্মেলন, কেন্দ্রের কাছে রাজ্যের জোরালো দাবি উত্থাপন করলেন কৃষিমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-'বিজ্ঞান ও কৃষিরমেলবন্ধনই আগামী দিনের কৃষি উন্নয়নের চাবিকাঠি। কৃষকদের স্বনির্ভর করতে হলে এই…

21 hours ago