বাম-গ্রেসের স্পীকার প্রার্থী বিধায়ক গোপাল রায়!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। বিরোধী দল বামগ্রেস ও তিপ্রামথার স্পীকার পদে প্রার্থী হিসাবে বৃহস্পতিবার বিধানসভায় মনোনয়ন জমা দিলেন বিধায়ক গোপাল রায়। মনোনয়ন জমা দেওয়ার সময় বাম -কংগ্রেসের প্রতিনিধি উপস্থিত থাকলেও, তিপ্রা মথার কোনও প্রতিনিধি বা বিধায়ক কে দেখা যায় নি। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, ভোটের আগে মথার সমর্থনের কথা প্রচার করে সুবিধা নেওয়ার চেষ্টা করেছিলেন বাম-গ্রেসের নেতারা, স্পীকার নির্বাচন নিয়েও একই ধরনের প্রচার নয় তো? কেননা, মথার সমর্থনপর কথা বার বার বলা হলেও, তিপ্রামথা দলের পক্ষ থেকে এই ব্যপারে কোনও বিবৃতি ও বক্তব্য পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এদিন কংগ্রেসের তিন বিধায়ক ও বাম পরিষদীয় দলের নেতা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী উপস্থিত ছিলেন, কিন্তু ছিলো না মথার কেউ।