বাম ছাত্র যুবাদের মহাকরণ অভিযান
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি,আগরতলা।। শিক্ষক, চিকিৎসক, নার্স সহ সকল শূন্যপদ পুরন করা। সরকারের দপ্তরে দপ্তরে দুর্নীতি আর নিয়োগের নামে প্রতারণা বন্ধ করা,এডিসিকে অধিক ক্ষমতা প্রদান করা,১০৩২৩ চাকুরীচ্যুতদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা, রাজনৈতিক সন্ত্রাস, ডাকাতি, নেশাবানিজ্য রোধে কঠোর ব্যবস্থা গ্রহন করা সহ ৯ দফা দাবীতে বৃহস্পতিবার চারটি বাম ছাত্র -যুব সংগঠন মহকরন অভিযান সংগঠিত করে। পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারগ্যাস এবং জল কামান ব্যবহার করে।