বাম মনোনয়নে নেই কংগ্রেস-মথা!

 বাম মনোনয়নে নেই কংগ্রেস-মথা!
এই খবর শেয়ার করুন (Share this news)

বুধবার মিছিল করে ধনপুর ও বক্সনগর কেন্দ্রের দুই বাম প্রার্থী কৌশিক চন্দ ও মিজান হোসেন মনোনয়ন জমা দিয়েছেন। কিন্তু লক্ষ্যনীয় বিষয় হল, বাম প্রার্থীদের মনোনয়নের মিছিলে নেই কংগ্রেস ও তিপ্রা মথার নেতা-কর্মীরা। রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি বিরোধী ভোট যাতে বিভাজন না হয়, তার জন্য গত ১২ আগস্ট মেলারমাঠ সিপিআইএম পার্টি অফিসে তিন দলের নেতারা বৈঠক করেছেন। কিন্তু বৈঠকের ২৪ ঘন্টার মধ্যেই সিপিআইএম দল দুই কেন্দ্রে একতরফা ভাবে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে দেয়।

এ নিয়ে কংগ্রেস সরাসরি অসন্তোষ ব্যক্ত করেন। তিপ্রা মথাও তাদের সমর্থন নিয়ে ধোঁয়াশা জিইয়ে রাখে। এখন পর্যন্ত কোনো বিরোধী দলই সিপিআইএম প্রার্থীকে সরাসরি সমর্থনের কথা ঘোষণা করেনি। এমনকি বুধবার, দুই বাম প্রার্থীর মনোনয়নেও কংগ্রেস ও তিপ্রা মথার কোনো নেতা-কর্মীদের দেখা যায় নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, উপনির্বাচনে বিজেপি বিরোধী ভোট বিভাজন রুখতে রাজ্যেও ইন্ডিয়া জোটের যে তৎপরতা দেখা গিয়েছিল, তার কী হলো? তবে কি জোট প্রক্রিয়া ভেস্তে গেল?

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.