বারুণিঘাটে সবুজ জুটির ধুমধামে বিয়ে সাঙ্গ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-পাত্রের নাম বট।পাত্রী অশ্বত্থ। মহাধুমধামে দুই যুগলের বিয়ে সম্পন্ন হলো রবিবার।বিবাহতিথিতে পাত্র- পাত্রীর বিয়ে হবে এটা তো স্বাভাবিক। এতে খবর হওয়ার কী আছে? খবর হয় বটে!
বট ও অশ্বত্থ দুটি বৃক্ষ। লাউগাংয়ের বারুণিঘাটে এদের জন্ম ও বেড়ে উঠা। ১৯৯৪ সালে সেখানকার গরিব চাষি রাখাল সোম এই দুটি বৃক্ষ রোপণ করেছিলেন। তার ইচ্ছা ছিল একদিন যখন বৃক্ষ দুটি বড় হবে উভয়কে বিয়ে দেবেন।কিন্তু তিনি তাদের বিয়ে দিয়ে যেতে পারেননি।তার আগেই পরলোক গমন করেন।
তার বংশধররা বহু বছর ধরে চেষ্টা করে এলাকাবাসীর সহযোগিতায় অবশেষে রবিবার এই দুটি চিরযৌবনকে বিবাহবন্ধনে আবদ্ধ করেন। এই উপলক্ষে সেখানে কয়েকশ গ্রামবাসী সমবেত হন।তারা বিবাহ অনুষ্ঠানে আনন্দে মেতে উঠেন। বিবাহের সব রীতিনীতি আচার অনুষ্ঠান সম্পন্ন হয়। পাত্রী সম্প্রদান থেকে শুরু করে ভুরিভোজ কোনও কিছুই বাদ ছিল না।গাছেরও প্রাণ আছে আবিষ্কার করেছিলেন বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু।প্রাণ আছে, গাছ বেড়েও উঠে। কিন্তু অঙ্গপ্রত্যঙ্গ নাড়াতে পারে না। ফলে কুঞ্জে মালাবদল কিংবা দৃষ্টি মেলানো এসব রোমান্টিকতা বর ও কনে যাত্রীদের প্রভাবিত না করলেও বট ও অশ্বত্থ নিজেরা অগোচরে হয়তো আগেই সেরে নিয়েছে প্রেমপর্ব।
দুই বৃক্ষের বিবাহ অনুষ্ঠানের নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে একদল মহিলার কথোপকথন শোনা যাচ্ছিল। ‘বাপের জন্মেও শুনিনি গাছের বিয়ে। আরও যে কত কিছু দেখুম।’
কেন দুটি বৃক্ষের মধ্যে বিয়ে হলো? লাউগাংয়ের বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ মুহুরী বলেন, বারুণিঘাটে দর্শনার্থী ও পথচারীদের বৃক্ষছায়ায় বিশ্রামের সুবিধা করে দিতে এই দুটি বৃক্ষ রোপণ করেছিলেন রাখাল সোম। পরবর্তীতে গাছ দুটি যখন বড় হয় তখন বহু মানুষ এই গাছ দুটির নিচে ছায়ায় বিশ্রাম করতে ছুটে যায় সবসময়। এতে রাখাল সেনের অনেক মনোস্কামনা পূর্ণ হয়। রাখালবাবুর বিশ্বাস ছিল এই দুটি ভিন্নধর্মী বৃক্ষের মধ্যে বিবাহ না হলে তাদের পরিবারের অমঙ্গল হবে।তাই তার জীবদ্দশায় সম্ভব না হলেও আমরা সবাই মিলে তার ইচ্ছা পূরণ করেছি।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

রাজ্যে পরিকল্পিত বিদ্যুৎ নাশকতায়, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা কঠোর বার্তা বিদ্যুৎমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ পরিষেবায় ধারাবাহিক বিঘ্ন ঘটায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘনঘন…

12 hours ago

এক পক্ষ ও তৃতীয় পক্ষ!!

পাকিস্তানের সহিত যুদ্ধ বিরতি লইয়া ভারতীয় সামাজিক মাধ্যমে এই সময়ে তোলপাড় চলিতেছে।যদিও একাংশ সংবাদ মাধ্যম…

12 hours ago

ট্রমা, রেডিওলজি সহ গুরুত্বপূর্ণ বিভাগে বিদ্যুৎ বিপর্যয়ে চরম দুর্ভোগ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে রোগীর যন্ত্রণার শেষ নেই।হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা নিয়েও রোগীকে প্রচণ্ড…

13 hours ago

২০ দিন পর মুক্তি পেলেন ভারতীয় বিএসএফ জওয়ান!!

অনলাইন প্রতিনিধি :-ভুল করে’ সীমান্ত পার করে পাক সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম…

13 hours ago

বিদ্যালয়ের অডিটোরিয়াম উদ্বোধন করেন বিপ্লব দেব!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার উত্তরপ্রদেশের হাপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে পরিচালিত শ্রীমতী ব্রহ্মদেবী সরস্বতী বালিকা বিদ্যামন্দির…

14 hours ago

ফের বৈঠকে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি !!

অনলাইন প্রতিনিধি :-বৈঠকে বসছে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সকাল ১১টায় বৈঠকে…

14 hours ago