বার্ধক্যঃ জীবনের নতুন ইনিংস

এই খবর শেয়ার করুন (Share this news)

বিভিন্ন কারণে জীবনে যে পরিবর্তনগুলি আসে , সেগুলো ঠেকানো সবসময় সম্ভবপর হয়ে ওঠে না । তবে এর জন্য যে মানসিক অবসাদের সম্ভাবনা দেখা দেয় , তা প্রতিরোধ করা যেতে পারে । তার জন্য প্রয়োজন কিছুটা জীবনশৈলীর পরিবর্তন । অবসরপ্রাপ্ত জীবনে কেউ যদি জীবনের কিছু নতুন উদ্দেশ্য এবং অবসর বিনোদনের স্বাস্থ্যকর উপায় খুঁজে পান তবে তা জীবনকে পুনরায় নতুন উদ্দমে বাঁচার খোড়াক দিতে পারে ।

এই প্রসঙ্গে উদাহরণস্বরূপ জাপানের শিগা প্রদেশের জীবনশৈলী যা ‘ শিগা রিদম ‘ নামে খ্যাত তা আলোচনা করা যাক । জাপানের উদাহরণ ভারতবর্ষের সঙ্গে সংস্কৃতিগত সাদৃশ্যের নিরিখেও প্রযোজ্য । কারণ আমাদের দেশের মতো তরুণ প্রজন্মের ওপরই বৃদ্ধ পিতা – মাতার যত্নআত্তি করার দায়িত্ব বর্তায় । কিন্তু বর্তমানে কয়েক দশক ধরে তরুণ সমাজ জীবিকার তাগিদে শহরমুখী হওয়ায় অপেক্ষাকৃত ছোট শহর এবং গ্রামীণ অঞ্চলের বদ্ধদের একাকীই নিজেদের বাস্তুভিটেতে রয়ে যেতে হয় । দেখা গেছে ২০০০ সনের আগে জাপানের ছোট্ট শহর এবং গ্রামাঞ্চলের ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে অবসাদের হার ছিল প্রায় ৩৩ শতাংশ , কিন্তু ২০২১ সালে তা কমে দাঁড়িয়েছে ৮-১২ শতাংশে ।

তাহলে কি এমন পরিবর্তন হল এই দুই দশকে ? জাপানের গড় যেমন বিশ্বে সর্বোচ্চ , তেমনি বার্ধক্যে অবসাদের হারও এখন বিশ্বে অন্যতম সর্বনিম্ন । পরিসংখ্যান অনুসারে , অবসাদগ্রস্তদের মধ্যে মৃত্যুর হারও সাধারণ জনগণের থেকে প্রায় চারগুণ বেশি জাপানের গড় আয়ু , বিশেষ করে শিগা প্রদেশের গড় আয়ু ৮২ বছর , যেখানে বিশ্বের গড় আয়ু ৭০ বছর । এমনকী শিগা প্রদেশে শর্তোদ্ধ ব্যক্তির সংখ্যা ও বিশ্বের তাবড় উন্নত দেশগুলির কাছে ঈর্ষাজনক । শিগাবাসীরা শুধু শারীরিক স্বাস্থ্য নয় , ভাল মানসিক স্বাস্থ্যেরও অধিকারী এবং এরাই প্রকৃতপক্ষে ‘ সুস্বাস্থ্য ’ শব্দটিকে সংজ্ঞায়িত করে ।

WHO- ও ‘ সুস্বাস্থ্য ’ – এর সংজ্ঞাতে মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে । আমরা যদি শিগা প্রদেশের এই সুস্বাস্থ্যের কারণগুলো পর্যালোচনা করে দেখি , তবে দেখা যাবে যে , ওই অঞ্চলের অধিবাসীরা খুবই কম ধূমপান করেন , খেলাধূলো বেশি করেন এবং জনসেবামূলক কাজকর্মে নিজেদের নিয়োজিত রাখেন । জাপানি সংস্কৃতিতে ‘ ইকিগাই ’ শব্দটির খুব উল্লেখ পাওয়া যায় , যার অর্থ জীবনের সঠিক অর্থ খুঁজে পাওয়া । বলা বাহুল্য , শিগা নিবাসীরা এই ইকিগাই ধারণার খুব সদ্ব্যবহার করে থাকেন ।

ইদানীং বৈজ্ঞানিকেরা পাকতন্ত্রের সঙ্গে মস্তিষ্ক তথা মানসিক স্বাস্থ্যের একটি যোগসূত্র খুঁজে পেয়েছেন । সোজা বাংলায় অনুবাদ করলে যা দাঁড়ায় , পেট ভাল তো মন ভাল । দেখা গেছে এদের খাদ্য তালিকায় ফার্মেন্টেড খাবার , জৈব পদ্ধতিতে চাষ করা , কীটনাশক মুক্ত ফল এবং সব্জির আধিক্য বেশি , যা কিনা অন্ত্রের উপকারী ব্যাক্টেরিয়ার বংশ বৃদ্ধির সহায়ক , যার ফলে এদের পাকতন্ত্রের গোলযোগ খুবই কম হয়ে থাকে এবং সুস্থ সবল দীর্ঘ জীবন পেতে সাহায্য করে । শুধু তাই নয় , এক্ষেত্রে প্রশাসনের ভূমিকাকে অবশ্যই সাধুবাদ দেওয়া উচিত ।

এই প্রদেশের গভর্নর তাইজো মিকাজুকি এই প্রাদেশিক জীবনশৈলীকে ‘ শিগা রিদম ‘ আখ্যা দিয়েছেন এবং সুস্থ , দীর্ঘ জীবনযাপনের মানোন্নয়ন ও একে উৎসাহিত করার জন্য আলাদা এক দপ্তর স্থাপন করেছেন । উদাহরণস্বরূপ এই দপ্তরটি , প্রদেশের বিওয়া হ্রদের তীর বরাবর ২০০ কিমি দৈর্ঘ্যের পরিসরে প্রায় ২০০ টির মতো স্বাস্থ্যকর জায়গা চিহ্নিত করেছে , যার মধ্যে বেশ কয়েকটি উষ্ণ প্রস্রবণও আছে এবং বিশ্রামের জন্য উপযুক্ত ব্যবস্থা এবং ক্যাফেটেরিয়া নির্মাণ করেছে , উদ্দেশ্য এই দীর্ঘ পরিসরটিকে কাজে লাগিয়ে , নাগরিকদের ভ্রমণের জন্য উৎসাহিত করা এবং স্বাস্থ্যোন্নতি করানো ।

এমনকী এই হ্রদের তীরে অনেক ক্রীড়া বিনোদনের জায়গাও করে দেওয়া হয়েছে , যার অধিকাংশ খেলোয়াড়রাই হলেন অবসরপ্রাপ্তি নাগরিক । এছাড়াও প্রশাসনের উদ্যোগে শিগা বিশ্ববিদ্যালয়ে উদ্যান – পরিবেশবিদ্যার মতো দুই বছরের অনেকগুলো ডিপ্লোমা কোর্স খোলা হয়েছে , যাতে অবসরপ্রাপ্তরা তাদের জীবনের এই পর্বটার নতুন অর্থ খুঁজে উপভোগ করতে পারেন কিংবা কিছু অপূর্ণ শখগুলো এই নব্যলব্ধ বিদ্যার দ্বারা পূরণ করতে পারেন ।

সুতরাং দেখা যাচ্ছে , শিগা প্রদেশের এই সুস্থ , দীর্ঘ জীবনের রহস্য হচ্ছে স্বাস্থ্যকর খাবার , পর্যাপ্ত শারীরিক শ্রম , সামাজিক কাজকর্ম এবং মহানগরীর ব্যস্ততাপূর্ণ জীবন , যা এক মানসিক চাপ সৃষ্টি করে , তার বিপরীতমুখী জীবনধারা । এই ধরনের জীবনশৈলী যদি অনুকরণ করা যায় , তবে বার্ধক্যে অবসাদ প্রতিরোধের পাশাপাশি , দীর্ঘায়ুও হওয়া যায় এবং জীবনের এই নতুন ইনিংসটিকে পূর্ণ রূপে উপভোগ করা যায় ।

Dainik Digital

Recent Posts

বিভৎস ট্রেন দুর্ঘটনা, ছিটকে গেল চলন্ত তিনটি মালগাড়ির কামরা!!

অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…

12 hours ago

চিনে আবার নতুন করে কোভিড নাইটিন!!

অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…

16 hours ago

দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ!!

অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…

17 hours ago

মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথির মুখ নরেন্দ্র মোদী!!

শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…

19 hours ago

ধন্যবাদার্হ!!

কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…

19 hours ago

নয়া জঙ্গি তৎপরতার উপর নজর রাখছে পুলিশ :ডিজিপি!!

অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…

21 hours ago