বার্ধক্য এবং মানসিক অবসাদ

এই খবর শেয়ার করুন (Share this news)

এই মাত্র অবসর নিলেন কর্মজীবন থেকে , সবকিছু গুছিয়ে আনা হয়েছে কিন্তু তাও জীবনে কেমন যেন শূন্যতা নেমে এসেছে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা যেন ক্রমশ বেড়েই চলছে । জীবনের অভীষ্ট তো সব কিছুই পাওয়া গেল কিন্তু তবুও কেমন যেন মনে আর আনন্দ বোধ হয় না । আড্ডা মারতে একেক সময় একদম ভাল লাগে না, কোনও সময় তুচ্ছ বিষয়ে ও খুব বিরক্তি বোধ এসে যাচ্ছে । মন – মেজাজও আজকাল আর খুব একটা ভাল থাকে না , অনেক সময় খিটখিটেও লাগে । সব বিষয়ে নিরুৎসাহিত বাড়ছে এবং আত্মবিশ্বাসও কমছে , কেমন যেন নিজেকে খুব অসহায় বোধ হয় । শরীরের সামর্থ্য এবং শক্তি বয়সের প্রেক্ষিতে অনেকটাই কম মনে হয়।ঘুমের ব্যাঘাত প্রায়শই হচ্ছে এবংঅনেকক্ষণ শুয়ে থাকার পরও বিছানা ছাড়তে আর ইচ্ছে করে না , মনে হয় । যেন ঘুমটা পুরোই হয়নি । খাওয়া দাওয়াতেও তেমন একটা রুচিবোধ হয় না । এই সমস্ত অসুবিধাগুলি অনেকদিন ধরে চললেও নিজের এবং পরিবারের লোকের মনে হয় , এটাই তো স্বাভাবিক । বয়স বাড়লে তো এমন একটু আধটু হবেই , সময়ের সঙ্গে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে । আমি ঠিক এই জায়গাটাতেই এবার একটু থামতে চাই এবং সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই । উপরিউক্ত যে উপসর্গগুলি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম , সেগুলো হল বয়সজনিত অবসাদ । পরিসংখ্যান বলছে , ভারতবর্ষে এর সংখ্যা ক্রমশই বাড়ছে এবং বিভিন্ন পৃথক সংস্থার তথ্য অনুযায়ী তা প্রায় ২৫-৩৫ শতাংশ যেখানে গোটা বিশ্বে এই জেরিয়াট্রিক ডিপ্রেশনের হার ৪-১৬ শতাংশ ।

শুধু তাই নয় দেখা গেছে জেরিয়াট্রিক ডিপ্রেশনে আক্রান্তদের মৃত্যুর হারও প্রায় চার গুণ বেশি । ডিপ্রেশনের সঙ্গে হৃদরোগের একটা অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে , সেই সঙ্গে রক্তচাপজনিত সমস্যা ডায়বেটিস , পেটের সমস্যা , আর্থ্রাইটিস প্রভৃতি রোগের প্রাদুর্ভাব কিংবা তীব্রতা বৃদ্ধি হয়ে থাকে । বয়স্কদের ক্ষেত্রে ডিপ্রেশনের নানাবিধ কারণ থাকতে পারে । অবসর নেওয়ার পর যেমন অর্থক্ষমতা সংকুচিত হয় , তেমনি বয়সের সঙ্গে প্রকৃতির নিয়মে কিছুটা শারীরিক ক্ষমতাও হ্রাস পায় , সেই সঙ্গে দেখা দেয় নানাবিধ শারীরিক ব্যাধি , যা প্রত্যক্ষভাবে আরও সক্ষমতা কমায় । নগরায়ণের ফলে এখন যুবসমাজ শহরমুখী বিশেষত গ্রামাঞ্চল কিংবা ছোট শহরগুলির মধ্যে যেখানে জীবিকা অর্জনের মাধ্যম ক্রমশই সংকুচিত হচ্ছে , সেখানে শহরমুখী হওয়া ছাড়া কোনও গত্যন্তরও থাকে না । এরফলে হয় পুরোনো বাসস্থানে রয়ে যাচ্ছেন অভিভাবকরা কিংবা কোনও কোনও ক্ষেত্রে নতুন শহরে , নতুন পরিবেশে গিয়ে থাকতে বাধ্য হচ্ছেন ।বয়স যখন বাড়তে থাকে , তখন পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়াটাও কঠিন হতে থাকে । ইন্টিলিজেন্স থিওরি অথবা বুদ্ধিমত্তা বিকাশের আধুনিক প্রবক্তারা মনে করেন বয়সের সঙ্গে সম্পূর্ণ নতুন জিনিস শেখার ক্ষমতা হ্রাস পেতে থাকে , যার জন্য বয়সের সঙ্গে মানুষ কিছুটা পরিবর্তন বিমুখ হতে থাকে , আর এই পরিবর্তন যদি বড়মাপের হয় , যেমন দীর্ঘ পরিচিত বাসস্থান , পরিবর্তন কিংবা ছেলে – মেয়েদের কর্মসূত্রে দূরত্বে অবস্থান , তখন এই পরিবর্তন মানিয়ে নেওয়া অনেক কঠিন হয়ে দাঁড়ায় যা মনের মধ্যে একটা চাপের সৃষ্টি করে । অবসরের পর নবীনের কাছে দায়িত্ব ও ক্ষমতা হস্তান্তর এবং নিজেকে গুটিয়ে ফেলার মধ্যে ধীরে ধীরে এক গুরুত্বহীন হয়ে পড়ারমনোভাব গ্রাস করতে থাকে । বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমবয়সস্কদের মৃত্যু সংবাদ একটা একাকীত্বের সৃষ্টি করে । এইসব কারণ ছাড়াও রয়েছে বৃদ্ধদের প্রতি অবহেলা এবং কোনও কোনও ক্ষেত্রে মানসিক এবং শারীরিক নিগ্রহ । সুতরাং দেখা যাচ্ছে স্বাভাবিক কারণেই বার্ধক্যে ডিপ্রেশন হবার আশঙ্কা অনেকটাই বেশি থাকে । আমাদের সমাজ ব্যবস্থার সমস্যাটা হল মানসিক ব্যাধির প্রতি অবহেলা এবং আক্রান্তদের অবজ্ঞা প্রদর্শনও তুচ্ছ , তাচ্ছিল্য করা । মানসিক সুস্থতা এখানে মানসিক দুর্বলতার নামান্তর । তাই মানসিক অসুস্থতা থাকলে রোগী একে চেপে যাওয়াই শ্রেয় বলে মনে করেন লোক লজ্জার ভয়ে । কিন্তু এই ডিপ্রেশনের জন্য বর্তমানে ভাল চিকিৎসা রয়েছে এবং সঠিক চিকিৎসা হলে দেখা গেছে রোগমুক্তির সঙ্গে জীবনের মান এবং আয়ু দুই বিস্তারিত হয় । কারণ দেখা গেছে , ডিপ্রেশনের সুচিকিৎসা হলে ব্লাড প্রেসার – সুগার ইত্যাদিও নিয়ন্ত্রণে থাকে । তাই বার্ধক্যে ডিপ্রেশন হলে , উপরিউক্ত উপসর্গগুলি দেখা দিলে , আর কাল বিলম্ব না করে , কোনও মনোরোগ চিকিৎসকের পরামর্শ নিন এবং সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পান ।

Dainik Digital

Recent Posts

ডিজিটাল ঘৃণা!!

বাংলাদেশে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা গেছিল, চট্টগ্রামে বা বাংলাদেশের জাতীয় পতাকার উপরে কেউ একটি…

18 hours ago

নারিকেলকুঞ্জে ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট ২৪’র উদ্বোধন!

অনলাইন প্রতিনিধি :-৩ ডিসেম্বর বিকেলে ধলাই জেলার গন্ডাতুইসা মহকুমার নারিকেলকুঞ্জে ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট ২০২৪'র…

18 hours ago

এডিসির উন্নয়নে দেশের সরকার আমাদের সাথে একমত : প্রদ্যোত!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেএডিসির মান উন্নয়নে সরাসরি অর্থ প্রদানের দিকেই এগিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার।মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের…

19 hours ago

আইসিইউ স্বল্পতা, বিভাগে পরিকাঠামো মেডিসিন সংকটে দুর্ভোগ!!

অনলাইন প্রতিনিধি :-শতবর্ষের বেশি প্রাচীন রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত ভিএম নাম পরিবর্তনে আইজিএম হাসপাতালের চিকিৎসা পরিকাঠামোর…

19 hours ago

মিডডে মিলের অন্তর্জলি দিয়ে স্কুলের ভেতরে চলছে শ্রাদ্ধের রান্না!!

অনলাইন প্রতিনিধি :-ঘটনাটি ঘটেছে কাটোয়ার গাফুলিয়া দাস পাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলেই মঙ্গলবার সকাল…

2 days ago

জাতীয় পুরষ্কারে ভূষিত “দৈনিক সংবাদ “

অনলাইন প্রতিনিধি :-" INDIAN CHANGEMAKERS AWARD 2024 " শীর্ষক জাতীয় পুরষ্কারে ভূষিত হলো দেশের উত্তর…

2 days ago