অনলাইন প্রতিনিধি :-সমাজ শিক্ষিত হওয়ার পরেও রাজ্যে বাল্যবিবাহ পুরোপুরি ভাবে বন্ধ হয়নি। ঠিক একই ভাবে বিশালগড় মহকুমাতেও বাল্যবিবাহ থেকে বিরত হচ্ছে না কিছু কিছু অভিভাবক। তাই বাল্যবিবাহ রোধে বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ বিশালগড় পঞ্চায়েত সমিতির হল ঘরে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের উদ্যোগে একদিনের সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, কমিশনের সদস্যা শর্মিলা চৌধুরী ও মনীষা সাহা।
সিপাহীজলা জেলার ডি আই এস ই উত্তম দাস, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সিপাহীজলা জেলার চেয়ারম্যান শ্যামল সাহা, জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরা সহ এলাকার মহিলারা এবং জেলার বিভিন্ন এলাকা থেকে আগত অঙ্গনওয়াড়ি কর্মীরা। সেমিনারে শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। দেশে বাল্যবিবাহ বন্ধ করতে সাংবিধানিকভাবে আইন প্রণয়ন করা হয়েছে। আইনে বলা হয়েছে কোন অভিভাবক যদি তাদের ছেলেমেয়েকে কম বয়সে বিয়ে দেয়, তাহলে তা আইনের দিক দিয়ে অবৈধ বলে বিবেচিত হবে।
তাই শুধু নিজেরা বাল্যবিবাহ থেকে দূরে থাকলেই চলবে না, এলাকার সবাইকেই সচেতন করতে হবে বাল্যবিবাহ বন্ধ করতে। বক্তারা আরো বলেছেন এলাকায় যদি কোন বাল্যবিবাহ হয় তাহলে তারা যেন অবশ্যই চাইল্ড লাইনের টোল ফ্রি নাম্বারে ফোন করে অভিযোগ জানায়।
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…