অনলাইন প্রতিনিধি :-সমাজ শিক্ষিত হওয়ার পরেও রাজ্যে বাল্যবিবাহ পুরোপুরি ভাবে বন্ধ হয়নি। ঠিক একই ভাবে বিশালগড় মহকুমাতেও বাল্যবিবাহ থেকে বিরত হচ্ছে না কিছু কিছু অভিভাবক। তাই বাল্যবিবাহ রোধে বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ বিশালগড় পঞ্চায়েত সমিতির হল ঘরে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের উদ্যোগে একদিনের সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, কমিশনের সদস্যা শর্মিলা চৌধুরী ও মনীষা সাহা।
সিপাহীজলা জেলার ডি আই এস ই উত্তম দাস, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সিপাহীজলা জেলার চেয়ারম্যান শ্যামল সাহা, জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরা সহ এলাকার মহিলারা এবং জেলার বিভিন্ন এলাকা থেকে আগত অঙ্গনওয়াড়ি কর্মীরা। সেমিনারে শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। দেশে বাল্যবিবাহ বন্ধ করতে সাংবিধানিকভাবে আইন প্রণয়ন করা হয়েছে। আইনে বলা হয়েছে কোন অভিভাবক যদি তাদের ছেলেমেয়েকে কম বয়সে বিয়ে দেয়, তাহলে তা আইনের দিক দিয়ে অবৈধ বলে বিবেচিত হবে।
তাই শুধু নিজেরা বাল্যবিবাহ থেকে দূরে থাকলেই চলবে না, এলাকার সবাইকেই সচেতন করতে হবে বাল্যবিবাহ বন্ধ করতে। বক্তারা আরো বলেছেন এলাকায় যদি কোন বাল্যবিবাহ হয় তাহলে তারা যেন অবশ্যই চাইল্ড লাইনের টোল ফ্রি নাম্বারে ফোন করে অভিযোগ জানায়।
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…