বাসের চালকের বুদ্ধিমত্তায় ৩৬ জন যাত্রীর প্রান মৃ*ত্যুমুখ থেকে ফেরৎ!!
অনলাইন প্রতিনিধি :-মুম্বই থেকে ৩৬ জন যাত্রীকে নিয়ে একটি বাস পুনের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার স্বীকার হয়। ঘটনাটি ঘটে শনিবার সকাল সাতটায়। দুর্ঘটনার সুত্রপাত জানতে গিয়ে জানা যায়, বাসের চাকা ফেটে গিয়ে বাসে আগুন ধরে যায়। তবে সঠিক সময়ে চালকের তৎপরতা এবং উপস্থিত বুদ্ধির জেরেই রক্ষা পায় ৩৬জন যাত্রী। চালক তখনি বাসের সমস্ত আপতকালীন গেট খুলে দেয় এবং যাত্রীদের সেখান থেকে বের করে দেয়। নাহলে বিশাল বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। পুলিশ এবং দমকল গিয়ে তৎপরতার সঙ্গে কাজ করে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে আগুনের জেরে কালো ধোঁয়াতে ঢেকে যায় গোটা এলাকা। কীভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল। সুরক্ষিত অবস্থায় যাত্রীদের সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে তাঁদের গন্তব্যের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে।