বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই ছাত্র!!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। মর্মান্তিকভাবে মৃত্যু হল দুই ছাত্রের। একজন অন্তর দাস। বয়স ১৯ বছর। বাড়ি সাব্রূম মহাকুমার সমরেন্দ্র নগর সংলগ্ন সুভাষ নগর পঞ্চায়েত এলাকায়। সে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী। আগরতলায় পড়াশোনা করত। সোমবার তার পরীক্ষা ছিল। আরেকজন হৃদয় দেবনাথ। বয়স ২২ বছর। বাড়ির সমরগঞ্জ এলাকায়। সে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো। দুজনেই রবিবার দুপুরে বাইকে চেপে সমরগঞ্জ থেকে নলুয়া বিলোনিয়া হয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা দেয়। বিলোনিয়া মনুরমুখে আসার পর উল্টোদিক দিক থেকে অর্থাৎ আগরতলা থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। পুলিশ তদন্তে প্রাথমিকভাবে জানতে পেরেছে বাইকের গতি ছিল প্রচন্ড বেশি। যে বাইকে করে দুই ছাত্র আগরতলার দিকে যাচ্ছিল সেই বাইকটি সজোরে আগরতলা থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্র রাস্তা থেকে ছিটকে পাশে গর্তে পড়ে যায়।

ঘটনাস্থলেই এক ছাত্রের মৃত্যু হয়। অপরজনকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে। যাত্রীবাহী বাসের রং সাইডে বাইকটি সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচরে যায়। মারাত্মক জখম অবস্থায় দুজন ছাত্রের একজন রাস্তায় এবং অন্যজন রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়।
দুজনকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
বিলোনিয়া থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, আগরতলা থেকে আসার পথে বাসটি তার সাইট ঠিকই ছিল। দ্রুত বেগে যাওয়া বাইকটি রং সাইডে গিয়ে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ বাইক এবং যাত্রীবাহী গাড়ি আটক করেছে। তবে বাইকটি ব্যাপকভাবে ক্ষতি হয়। দুমড়ে মুচরে যায়। দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট মহলে এবং তাদের এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে আসে।

Dainik Digital

Recent Posts

নয়ডার ছাত্রী নিবাসে ভয়াবহ আগুন, প্রান রক্ষায় ঝাপ একের পর এক ছাত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-নয়ডার ছাত্রী নিবাসে এসি বিস্ফোরণ থেকে ভয়াবহ আগুন লাগে। প্রাণ বাঁচাতে হোস্টেলের বারান্দা…

21 hours ago

উদ্ভাবনী প্রক্রিয়ায় কাজে লাগানো হচ্ছে ডম্বুরের জল-মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-ডম্বুর জলাশয়কে কেন্দ্র করে বিদ্যুৎ দপ্তরের যে জলবিদ্যুৎ প্রকল্পটি রয়েছে তা থেকে নিরবচ্ছিন্নভাবে…

22 hours ago

বনরক্ষায় চারশ টিএসআর আধুনিক হাতিয়ার চাইলেন মন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বনজসম্পদ রক্ষায় চারশ টিএসআর জওয়ান,আধুনিক হাতিয়ার, ইন্টিলিজেন্স ব্রাঞ্চ এবং স্পেশাল টাক্স ফোর্স…

22 hours ago

হাওড়ায় মহাপ্লাবন রুখতে গুচ্ছ পরিকল্পনা,বন্যারোধে ড্রাফট কনসেপ্ট তৈরি: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-অল্প বৃষ্টিতে মহাপ্লাবন রুখতে হাওড়া নদীকে কেন্দ্র করে গুচ্ছ পরিকল্পনা তৈরি করা হয়েছে।…

22 hours ago

পর্যটন কেন্দ্রগুলি ঢেলে সাজানো হচ্ছে, ১৪৭.১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ১২টি মোটরস্ট্যান্ড: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে বিশেষ উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে কাজ করছে পরিবহণ…

22 hours ago

জোড়া ভূমিকম্প মায়ানমারে,ক্ষয়ক্ষতি প্রচুর, সুইমিংপুলে জলোচ্ছ্বাস!!

অনলাইন প্রতিনিধি :-জোড়া ভূমিকম্প মায়ানমারে। জোড়া ভূমিকম্পে কেপে উঠল বাংলাও। জানা গিয়েছে, শুক্রবার সকালে মায়ানমারে…

22 hours ago