বায়ুসেনার যৌথ মহড়ায় সম্মত ভারত ও জাপান
জাপান ও ভারত প্রথমবারের মতো যৌথ ‘ ফাইটার এক্সারসাইজ ‘ তথা যুদ্ধ বিমানের মহড়া দিতে সম্মত হয়েছে । আজ টোকিওতে দুদেশের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ইয়াসুকাজু হামাদা – রাজনাথ সিং বৈঠক ভারত – জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বকে আরও বৃদ্ধির দিকে নিয়ে যেতে উদ্যোগী , একথা জানিয়েছে হামাদা সিং বৈঠক । প্রতিরক্ষা যন্ত্রাংশ এবং প্রযুক্তিগত সহযোগিতা একে অপরকে দিতে প্রতিশ্রুতিবদ্ধ দুদেশ । দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সামরিক মহড়া যেমন ধর্ম গার্ডিয়ান জিম্যাক্স , মালাবার ইত্যাদি মহড়াগুলো উচ্চ পর্যায়ের । এগুলো চালিয়ে যাবে উভয় দেশ । এবছর মার্চ মাসে ‘ মিলন ’ মহড়ায় ভারত জাপান পারস্পরিক প্রতিরক্ষা বিষয়ক সরবরাহ ও সেবা দিয়েছে । প্রতিরক্ষা যন্ত্রপাতি এবং প্রযুক্তিগত সহযোগিতা ক্ষেত্রে পরস্পর সমন্বিত আদান প্রদানকে গুরুত্ব দেন রাজনাথ সিং । ভারত , জাপান উভয়েই বলিষ্ঠ গণতান্ত্রিক দেশ । এ বছরটি হলো উভয় দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০ বর্ষ । বিশেষ কৌশলগত ও বিশ্ব অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যেতে চায় উভয় দেশ । প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারত – জাপান ২ + ২ মন্ত্রী পর্যায়ের বৈঠক সূচি রয়েছে । একথা জানিয়েছে জাপানের বিদেশমন্ত্রী য়োশিমাসা হায়াশির অফিস ।