দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি:-গরু পাচারকে কেন্দ্র করে বি.এস.এফের গুলিতে মৃত্যু হল আলমগীর হোসেন নামে ৪৮ বছর বয়সী এক ব্যাক্তির। ঘটনা রবিবার গভীর রাতে সোনামুড়ার দুর্গাপুর সীমান্তে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। ওই এলাকায় এখনো তারকাটার বেড়া হয়নি। তাই সোনামুড়ার সীমান্ত ঘেঁষা দুর্গাপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের ডুগারা এলাকাটি এখনো আন্তর্জাতিক পাচারকারীদের মুক্তাঞ্চল। রবিবার গভীর রাতে সেই অঞ্চল দিয়েই একদল পাচারকারী বাংলাদেশে গরু পাচার করছিল বলে অভিযোগ। ঘটনা প্ৰত্যক্ষ করে পাচারকারীদের বাঁধা দেওয়ার চেষ্টা করে সীমান্তে পাহারারত বি.এস.এফ ১৩৩ নম্বর ব্যাটেলিয়ান জোয়ানরা।
তাতে পাত্তা দেয়নি পাচারকারীরা। কর্তব্যরত বি.এস.এফ জোয়ানরা তাদের পিছু ধাওয়া করলে উল্টো বি.এস.এফকেই পাচারকারীরা পাল্টা আক্রমণ করে বলে অভিযোগ। আত্মরক্ষার্থে একসময় বি.এস.এফ গুলি চালালে এক পাচারকারী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অন্য পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। মৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন। স্থানীয় লোকজন পরে গুলিবিদ্ধ আলমগীরকে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্গাপুরের ২ নম্বর ওয়ার্ডেই বাড়ি মৃত আলমগীর হোসেনের। তাঁর পরিবারের লোকেদের দাবি, আলমগীর পাচারকাজের সঙ্গে যুক্ত নয়। বি.এস.এফ ধাওয়া করলে, পাচারকারীরা সীমান্তঘেঁষা আলমগীরের বাড়িতে গিয়ে আত্মগোপনের চেষ্টা করে। তখনই নিরীহ আলমগীরকে বি.এস.এফ গুলি করে হত্যা করে বলে অভিযোগ। বি.এস.এফের গুলিতেন মৃত আলমগীরের দুই সন্তান ও স্ত্রী রয়েছে। বুকের বা দিকের নিন্মাংশে গুলি লাগে। আগেও এই দুর্গাপুর সীমান্তে বি.এস.এফের গুলিতে মৃত্যু হয়েছে। এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…
অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…