দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি:-গরু পাচারকে কেন্দ্র করে বি.এস.এফের গুলিতে মৃত্যু হল আলমগীর হোসেন নামে ৪৮ বছর বয়সী এক ব্যাক্তির। ঘটনা রবিবার গভীর রাতে সোনামুড়ার দুর্গাপুর সীমান্তে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। ওই এলাকায় এখনো তারকাটার বেড়া হয়নি। তাই সোনামুড়ার সীমান্ত ঘেঁষা দুর্গাপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের ডুগারা এলাকাটি এখনো আন্তর্জাতিক পাচারকারীদের মুক্তাঞ্চল। রবিবার গভীর রাতে সেই অঞ্চল দিয়েই একদল পাচারকারী বাংলাদেশে গরু পাচার করছিল বলে অভিযোগ। ঘটনা প্ৰত্যক্ষ করে পাচারকারীদের বাঁধা দেওয়ার চেষ্টা করে সীমান্তে পাহারারত বি.এস.এফ ১৩৩ নম্বর ব্যাটেলিয়ান জোয়ানরা।
তাতে পাত্তা দেয়নি পাচারকারীরা। কর্তব্যরত বি.এস.এফ জোয়ানরা তাদের পিছু ধাওয়া করলে উল্টো বি.এস.এফকেই পাচারকারীরা পাল্টা আক্রমণ করে বলে অভিযোগ। আত্মরক্ষার্থে একসময় বি.এস.এফ গুলি চালালে এক পাচারকারী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অন্য পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। মৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন। স্থানীয় লোকজন পরে গুলিবিদ্ধ আলমগীরকে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্গাপুরের ২ নম্বর ওয়ার্ডেই বাড়ি মৃত আলমগীর হোসেনের। তাঁর পরিবারের লোকেদের দাবি, আলমগীর পাচারকাজের সঙ্গে যুক্ত নয়। বি.এস.এফ ধাওয়া করলে, পাচারকারীরা সীমান্তঘেঁষা আলমগীরের বাড়িতে গিয়ে আত্মগোপনের চেষ্টা করে। তখনই নিরীহ আলমগীরকে বি.এস.এফ গুলি করে হত্যা করে বলে অভিযোগ। বি.এস.এফের গুলিতেন মৃত আলমগীরের দুই সন্তান ও স্ত্রী রয়েছে। বুকের বা দিকের নিন্মাংশে গুলি লাগে। আগেও এই দুর্গাপুর সীমান্তে বি.এস.এফের গুলিতে মৃত্যু হয়েছে। এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…