বিচারক হেনস্তা, তিন বাম নেতার শাস্তির আদেশ বহাল

 বিচারক হেনস্তা, তিন বাম নেতার শাস্তির আদেশ বহাল
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || বিচারক হেনস্তা মামলায় সিপিআই(এম) বিলোনীয়া মহকুমা কমিটির তিন শীর্ষ নেতার সাজা বহাল রাখলো জেলা ও দায়রা আদালত। বিচারক হেনস্তা মামলায় বিলোনীয়ার নিম্ন আদালত অভিযুক্ত তাপস দত্ত, ত্রিলোকেশ সিন্হা এবং বাবুল দেবনাথকে দুই বছরের কারাদণ্ড ও পাঁচশ টাকা আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছিলেন।এই নির্দেশের বিরুদ্ধে তারা জেলা ও দায়রা আদালতে তিনটি পৃথক আপিল মামলা দায়ের করেছিলো।দীর্ঘ শুনানি শেষে জেলা ও দায়রা আদালত বুধবার তিনটি মামলার রায় ঘোষণা করেন।জেলা ও দায়রা আদালত নিম্ন আদালতের আদেশই বহাল রাখেন। ২০১৫ সালের ২ সেপ্টেম্বর বামপন্থী সংগঠনের ডাকা ভারত বন্ধকে কেন্দ্র করে বিলোনীয়ার তৎকালীন জেলা ও দায়রা বিচারক রুহিদাস পালকে আদালত চত্বরেই শারীরিকভাবে হেনস্তা করা হয়।এই অভিযোগে পুলিশ সিপিআই(এম) বিলোনীয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত,সারা ভারত কৃষক সভার বিলোনীয়া মহকুমা কমিটির সম্পাদক বাবুল দেবনাথ এবং সিপিআই(এম) বিলোনীয়া মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য ত্রিলোকেশ সিন্হার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৪৭,৩৫৩, ৩৩২ ও ৩৪ ধারায় মামলা গ্রহণ করেন।মামলার তদন্তকারী অফিসার শঙ্কর সাহা তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেয়। ২২ জনের সাক্ষী গ্রহণ হয় বিলোনীয়া জে এম ফার্স্ট ক্লাস আদালতে।ওই সময় বিচারক জে এম ফার্স্ট ক্লাস এই মামলার রায়ে তিন অভিযুক্তকে উপরোক্ত দণ্ডাদেশ দেন।অভিযুক্তরা এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে বিলোনীয়া জেলা ও দায়রা আদালতে আপিল করেন। যার আপিল নম্বর হচ্ছে ১/২০২২, ২/২০২২ এবং ৩/২০২২। বিলোনীয়া জেলা ও দায়রা বিচারক আশুতোষ পাণ্ডে বুধবার তিনটি আপিলকে একসাথে করে রায় ঘোষণা করেন এবং নিম্ন আদালতের রায় বহাল রাখেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর আখতার হোসেন মজুমদার।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.