জিবি হাসপাতালে ক্যান্টিন ভাড়ার ১ কোটি টাকা কোষাগারে জমা পড়েনি!!
বিচারবিভাগীয় সম্মেলনে সামাজিক অবক্ষয়ে গুরুত্ব

অনলাইন প্রতিনিধি :- নরসিংগড়স্থিত ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির অডিটোরিয়ামে শনিবার ত্রিপুরা উচ্চ আদালতের একাদশতম বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। কার্যত পারিবারিক বিভিন্ন আইনের ক্রমবর্ধমান বিকাশের বিষয়গুলিই স্থান পেলো এই সম্মেলনে।সম্মেলন থেকে তাই এ দিন “ইভলভিং ফ্যামিলি ল জুরিপ্রুডেন্স: অ্যাডপটিং টু চেঞ্জিং সোসাইটাল ডাইনামিক্স”- বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়। ত্রিপুরা উচ্চ আদালতের বিচারক, বিচারপতি টি অমরনাথ গৌড় এবং বিচারপতি অরিন্দম লোধ-ও এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনাপর্বের আগে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি পি এস নরসিমহা বলেন, বিগত দিনের বিভিন্ন কর্মসূচির পর্যালোচনা করে আগামীদিনে কি ধরনের কর্মসূচি হাতে নেওয়া যেতে পারে তার একটি সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।একই সাথে তা কার্যকর করাও খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।আয়োজিত সম্মেলনের মধ্য দিয়ে তিনি ত্রিপুরা উচ্চ আদালতের আইনি পরিষেবা সংক্রান্ত যেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে তার সাফল্য কামনা করে ভবিষ্যতে মানুষকে কীভাবে সুষ্ঠু আইনি পরিষেবা প্রদান করা যায় সে ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করার কথাও বলেন এ দিন।তিনি সাধারণ মানুষ যেন আইনি পরিষেবা সহজভাবে গ্রহণ করতে পারেন সেদিক থেকে লক্ষ্য রেখে কাজ করতে সবার প্রতি আহ্বান রাখেন।
সম্মেলনে স্বাগত ভাষণ রাখেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং।তিনিও তার বক্তব্যে ক্রমবর্ধমান পারিবারিক বিভিন্ন আইনি বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। এছাড়াও এ দিন বক্তব্য রাখেন অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী, ত্রিপুরা বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা ত্রিপুরা উচ্চ আদালতের বার্ষিক প্রতিবেদন ২০২৪ এবং টিএসএএলএসএ-এর বার্ষিক নিউজ লেটার দুটির আবরণ উন্মোচন করেন। এছাড়াও অনুষ্ঠানে ২০২৪-এ রাজ্যের স্বীকৃতিপ্রাপ্ত মোট ৩ জন আইনজীবীকে শংসাপত্র, রাজ্যের বিভিন্ন জেলার ৮ জনকে সেরা পিএলভি শংসাপত্র এবং রাকেশ নন্দী নামে একজনকে রিল মেকার হিসেবে শংসাপত্র প্রদান করা হয়।
এ দিন বিভিন্ন পারিবারিক আদালতগুলিকে আরও বেশি করে শক্তিশালী করে তোলা, বিবাহবন্ধন থেকে শুরু করে বিবাহ বিচ্ছেদ, শিশু কল্যাণের মতো চিরাচরিত বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন দেশের প্রথিতযশা বিভিন্ন আইনজীবীরা। মূলত দিল্লী উচ্চ আদালতের বরিষ্ঠ আইনজীবী জে পি সেঙ্গ, আইনি পরামর্শদাতা মালভিকা রাজকোটিয়া, যোধপুর ন্যাশনাল ল ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড.পুনম সাক্সেনা এ নিয়ে আলোচনা করেন।
