Categories: বিদেশ

বিচিত্র কাণ্ড! টাকা খরচ করে চড় খেতে জাপানের রেস্তোরাঁয় খদ্দেরের ভিড়!!

এই খবর শেয়ার করুন (Share this news)

বিচিত্র কাণ্ড আর কাকে বলে! লোকজন রেস্তোরাঁয় যান খাবার খেতে, আনন্দ করতে। সেখানে জাপানের আলোচ্য রেস্তোরাঁয় একদম উলটপুরান। খদ্দের সেখানে যাচ্ছেন ওয়েটারের হাতে চড় খেতে! শুনতে অবিশ্বাস্য মনে হলেও অতি সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এ এমনই এক ভিডিয়ো (যদিও তার সত্যতা যাচাই করেনি দৈনিক সংবাদ) ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, রীতিমতো পকেটের টাকা খরচ করে খদ্দেররা ওই হোটেলে গিয়ে ওয়েটারদের হাতে চড়-থাপ্পড় খাচ্ছেন (সঙ্গের ছবি)। ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে, রেস্তোরাঁর চেয়ারে বসে গাল এগিয়ে দিচ্ছেন অতিথিরা। ওয়েটার এসে সেই গালে বসাচ্ছেন একের পর এক চড়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বলা হয়েছে, ‘সাচিহোকো-ইয়া’ নামের ওই রেস্তোরাঁ রাজধানী টোকিওর নাগোয়া শহরে। সেখানে খাবারের মেন্যুতে জ্বলজ্বল করছে ‘নাগোয়া লেডিস স্ল্যাপ’ (অর্থাৎ মহিলাদের হাতের চড়) নামের বিশেষ একটি পদ। ওই পদের জন্য ৩০০ ইয়েন (ভারতীয় মুদ্রায় ১৭৩ টাকা) খরচ করলেই দেদার চড় খাওয়া যাবে। তবে পছন্দের কারও হাে হাতে চড় খেতে চাইলে খসাতে হবে অতিরিক্ত ৫০০ (ভারতীয় মুদ্রায় ২৮৮ টাকা) ইয়েন। শুধু জাপানি নারী-পুরুষ নন, বিদেশি পর্যটকদের কাছেও নাকি ওই রেস্তোরাঁয় চড় বেশ উপভোগ্য। ‘সেভ ইউর মানি’ নামে একটি ইউটিউব চ্যানেলের ভিডিয়োতে বলা হয়েছে, নারী ওয়েটাররা যত জোরে চড় মারেন, রেস্তোরাঁর অতিথিরা ততই আনন্দ পান। তারা রাগ তো দেখানই না, বরং তাদের দেখে আরও তরতাজা মনে হচ্ছে। অনেকে তো আবার চড় মারা ওয়েটারকে ধন্যবাদও জানান ২০১২ সালে এই খাদ্য তালিকায় ‘চড় পরিষেবা’ চালু করেছিল সাচিহোকো ইয়া। সে সময় এটি তুমুল সাড়া ফেলেছিল। চড় খেতে রেস্তোরাঁ ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ। প্রথম দিকে মাত্র একজন নাই ওয়েটারই এ কাজে হাত লাগিয়েছিলেন। পরে জনপ্রিয়তা বাড়ার সঙ্গে আরও একাধিক মহিলা কর্মীকে নিয়োগ করেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ তবে রেস্তোরাঁয় চড়ের ভিডিয়োগুলি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। শেষমেশ বাধ্য হয়ে চড়ের আয়ো বন্ধ করে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। সম্প্রতি এক্সে একটি পোস্টে তারা অনুে করেছে, চড় খাওয়ার লোভে কেউ যেন সেখানে আর না যায়। কারণ, এটি বন্ধ করা হয়েছে। আর নতুন করে যেসব ভিডিয়ো ছড়িয়েছে, তা পুরনো। ভবিষ্যতে আবার কখনও অর্থের বিনিময়ে চড় চালু হবে কি না, তা ওই পোস্টে জানানো হয়নি।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ভূমিকম্পে কেঁপে উঠল নিউ ব্রিটেন আইল্যান্ড!!

অনলাইন প্রতিনিধি :-ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনির উপকূলের নিউ ব্রিটেন আইল্যান্ড। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা…

19 hours ago

৫৪৫ টাকায় অফিসের শৌচালয় ভাড়া তরুণীর!!

অনলাইন প্রতিনিধি :- পড়াশোনা করে অল্প বয়সে চাকরি পেয়েছেন বটে, কিন্তু নতুন চাকরির টাকায় চড়া…

21 hours ago

জমি কেলেঙ্কারি, মুখ্যমন্ত্রীকে সময়সীমা দিলো কংগ্রেস!!

অনলাইন প্রতিনিধি:- জমি কেলেঙ্কারির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চওড়া করলো প্রদেশ কংগ্রেস। বিরোধী দল কেলেঙ্কারিতে…

21 hours ago

কলেজ ছাত্রীকে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি ও মারধর, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- ধর্মনগর ডিগ্রি কলেজের এক ছাত্রীকে মারধর, শ্লীলতাহানি সহ মুখে অ্যাসিড মারার হুমকি দেয়…

21 hours ago

জাতি-জনজাতির কৃষ্টি রক্ষায় কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি:- বর্তমান সরকার হল মানুষের সরকার। এমনই দাবি এ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। শুক্রবার…

22 hours ago

ওয়াকফ বিল!!

দীর্ঘ আলোচনা শেষে অবশেষে পাস হয়ে গেল বহুচর্চিত এবং প্রতীক্ষিত ওয়াকফ সংশোধনী বিল। সংসদের দুই…

22 hours ago