Categories: বিদেশ

বিচিত্র নেশা ছিল, মহিলার পেট কেটে বার হল আস্ত ৫৫টি ব্যাটারি

এই খবর শেয়ার করুন (Share this news)

নেশা যে কত রকমের হয় ! বিড়ি – সিগারেট , এমনকী মদ্যপানও বাদ দিন । ড্রাগ চরস সে সবও নস্যি । আয়ারল্যান্ডের এই মহিলার নেশা ছিল ‘ এএ ’ এবং ‘ এএএ ’ ব্যাটারি খাওয়া ! হ্যাঁ , ঠিকই শুনছেন । ডাবল এ ব্যাটারি মানে যেগুলি দেওয়াল ঘড়িতে লাগে । ট্রিপল এ হল যে ব্যাটারিতে টিভি এসি ইত্যাদির রিমোর্ট চলে । এই মহিলা সেই ব্যাটারি খেতেন । খেতেন মানে ব্যাটারি না খেতে পেলে তার মন উশখুশ করত । সম্প্রতি আয়ারল্যান্ডের ওই মহিলার পেটে অস্ত্রোপচার করে ডাক্তারবাবুরা পেট ও অস্ত্র থেকে বার করলেন ১-২টি নয় , ৫৫ টি আস্ত ব্যাটারি ! মহিলার এমন বিচিত্র নেশার বহর দেখে ডাক্তাররাও কার্যত চমকে গেছেন ।ওই মহিলার বয়স ৬৬ বছর ।আইরিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে দিয়ে সায়েন্স অ্যালার্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে , শরীরে চরম ক্ষতি হবে , এমনকী এমন কাণ্ডের জেরে তার মৃত্যুও হতে পারে এটা জেনেও ওই বৃদ্ধা ৫৫ টি ব্যাটারি গিলে খেয়েছিলেন । ঠিক কী ঘটেছিল ? সায়েন্স অ্যালার্টে প্রকাশিত সংবাদে বলা হয়েছে , মাস কয়েক আগে তার পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয় । তিনি চিকিৎসকের শরণাপন্ন হন । এক্স রে করে ডাক্তারবাবুরা দেখেন , তার পেটের ভিতরে একাধিক ফরেন বডি’র উপস্থিতি রয়েছে । কয়েক সপ্তাহ বাদে ওই মহিলাকে ডাবলিনের ভিনসেন্ট ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে এমআরআই করে জানা যায় , বৃদ্ধার পেটে বহু সংখ্যক ব্যাটারি রয়েছে । কিন্তু যেহেতু ব্যাটারিগুলি রোগীর গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাকে বাধার সৃষ্টি করছিল না তাই ডাক্তারবাবুরা প্রাথমিকভাবে তার শরীর থেকে ব্যাটারিগুলি স্বাভাবিকভাবে বেরিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন । সেই কারণে বৃদ্ধাকে কড়া ডোজের পারগেটিভ দেওয়া হয় । এক সপ্তাহ এ ভাবে চিকিৎসার পর দেখা যায় , স্বাভাবিক ভাবে মাত্র পাঁচটি এএ ব্যাটারি বৃদ্ধার শরীর থেকে বেরিয়ে এসেছে , বাকিগুলি তার পেট ও অন্ত্রে আটকে গেছে । বাকিগুলি মহিলার পাকস্থলী এবং অন্ত্রে জমে রয়ে রয়েছে । এমনকী সেই ব্যাটারিগুলির ওজনের কারণে পাকস্থলী ঝুলে পিউবিক হাড়ের কাছে নেমে এসেছে । অনন্যোপায় হয়ে চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন । ততক্ষণে মহিলার পেটে তীব্র যন্ত্রণা শুরু হয়েছে । ডাক্তারবাবুরা মহিলার পুরো পেট না কেটে মাইক্রো সার্জারি করার সিদ্ধান্ত নেন । রোগীর পাকস্থলীতে ফুটো করে একটি একটি করে ৪৬ টি ব্যাটারি বের করতে সক্ষম হন চিকিৎসকরা । অন্য ব্যাটারিগুলি , যেগুলি বৃহদন্ত্রে আটকে ছিল , সেগুলিকে বিশেষ পদ্ধতিতে মলদ্বারের কাছাকাছি নিয়ে আসা হয় । তারপর পাউডার দিয়ে সেগুলিকে বের করে আনা হয় । এই পদ্ধতিতে শেষ পর্যন্ত আরও ৯ টি ব্যাটারি বার করা হয় । ভিনসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে বলা হয়েছে , ব্যাটারি খাওয়ার ঘটনা অত্যন্ত বিরল । এর আগে অনেকেই বিভিন্ন জিনিস গিলে ফেলে থাকলেও একসঙ্গে ৫৫ টি ব্যাটারি , তাও আবার এএ এবং এএএ সাইজের , চিকিৎসাশাস্ত্রের ইতিহাসের এমন ঘটনা এই প্রথম । মেডিকেল জার্নালে প্রকাশিত সংবাদে বলা হয়েছে , সাধারণত শিশুরা ছোট , বোতাম – স্টাইলের ব্যাটারি গিলে ফেলে । প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে , ব্যাটারি গিলে ফেলা প্রাণঘাতী হতে পারে । বিশেষত ব্যাটারি গলায় আটকে গেলে মুখের লালা থেকে রাসায়নিক বিক্রিয়া শুরু হয় , যা খাদ্যনালীকে পুড়িয়ে দেয় । তবে অস্ত্রোপচারের পর ওই মহিলা আপাতত সুস্থ আছেন বলে জানানো হয়েছে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

16 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

16 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

17 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

2 days ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

2 days ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

3 days ago