বিজেপিতে জাতীয় স্তরে আরও বড় দায়িত্বে প্রাক্তন মুখ্যমন্ত্রী!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ভারতীয় জনতা পার্টির জাতীয় রাজনীতি এবং সাংগঠনিক স্তরে আরও বড় দায়িত্ব পেলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব।হরিয়ানার মতো বড় রাজ্যের দলের রাজ্য প্রভারি হিসাবে নিযুক্তি পাওয়ার পর, এবার হরিয়ানায় নির্বাচন প্রভারি হিসাবে বাড়তি দায়িত্ব দেওয়া হলো শ্রী দেবকে।ফলে এখন থেকে হরিয়ানায় দলের দুই বড় দায়িত্ব সামলাবেন তিনি।

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা শনিবার দেশের বিভিন্ন রাজ্যের দলের নির্বাচনি প্রভারি ও সহ প্রভারিদের নামের তালিকাও প্রকাশ হয়েছে শনিবার।ঘোষিত তালিকা অনুযায়ী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে হরিয়ানার রাজ্যের নির্বাচনি প্রভারি এবং সহ-প্রভারি হিসাবে সাংসদ সুরেন্দ্র নাগরকে নিযুক্তি দেওয়া হয়েছে।উল্লেখযোগ্য বিষয় হচ্ছে,শনিবার ২৩ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যের বিজেপি নির্বাচনী প্রভারি ও সহ প্রভারিদের তালিকা প্রকাশিত হয়েছে।তাতে বিপ্লব কুমার দেব ছাড়া আরও একজন আছেন যিনি আগে থেকেই সংশ্লিষ্ট রাজ্যের দলের রাজ্য প্রভারি (ইনচার্জ) হিসাবে দায়িত্ব পালন করছেন।তিনি হলেন বিহারের নবনিযুক্ত নির্বাচনি প্রভারি বিনোদ তাউড়ে।এর আগে অপর একটি ঘোষিত তালিকায় এমন দুই বড় দায়িত্ব পাওয়া আরও একজন বরিষ্ঠ নেতা রয়েছেন। তিনি ছত্তিশগড়ের রাজ্যর এবং নির্বাচনি প্রভারি ওম মাথুর। সাম্প্রতিককালে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে রাজস্থান,মধ্যপ্রদেশের সাথে বিজেপি ছত্তিশগড়েও সরকার গঠন করেছে।ওই সময়েও ওম মাথুর ছত্তিশগড়ে দায়িত্ব পালন করেছেন।লোকসভা নির্বাচনেও দলের শীর্ষ নেতৃত্ব তাঁর উপরই আস্থা রেখেছেন।

বিজেপির দলীয় সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ এবং আস্থাভাজন হওয়ার কারণেই বিপ্লব কুমার দেব, বিনোদ তাউড়ে এবং ওম মাথুরের মতো নেতাদের বাড়তি দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।এদিকে, হরিয়ানার দলের রাজ্য প্রভারির পর শনিবার ওই রাজ্যে নির্বাচনি প্রভারি হিসাবে নিযুক্তি পাওয়ার পর,এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন বিপ্লব কুমার দেব। তাঁর প্রতি আস্থা ও বিশ্বাস রাখার জন্য।সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে তাঁর উপর ন্যস্ত দায়িত্ব প্রতিপালনে তিনি অঙ্গীকার বদ্ধ বলে জানান। ৯০ আসন বিশিষ্ট হরিয়ানার লোকসভার দশটি আসন রয়েছে।২০১৯ লোকসভার নির্বাচনে বিজেপি দশটি আসনেই জয়ী হয়েছিল।ভোট পেয়েছিল ৫৮.০২ শতাংশ।২০১৪ লোকসভা নির্বাচনে ১০ টি আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছিল ৭ টি আসনে,২ টি আসনে জয়ী হয়েছিল আইএনএলডি এবং ১ টি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস।আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনে শুধু দশটি আসনেই জয়ই নয়,ভোটের হার বাড়ানোর লক্ষ্য নিয়ে ময়দানে নেমেছে বিজেপি।শুধু লোকসভা নির্বাচনই নয়,চলতি বছরের অক্টোবর মাসে হরিয়ানায় অনুষ্ঠিত হবে বিধানসভার নির্বাচন। ৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় ২০১৯ এর নির্বাচনে বিজেপী জয়ী হয়েছিল ৪০ টি আসনে, কংগ্রেস জয়ী হয়েছিল ৩১ টি আসনে,নব গঠিত জননায়ক জনতা পার্টি জয়ী হয়েছিল ১০ টি আসনে, ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল ১ টি আসনে, অন্যান্য ৮ টি আসনে জয়ী হয়েছে।মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের নেতৃত্বে হরিয়ানায় বিজেপি এবং দুই সহযোগী দলের সরকার চলছে।ফলে নবনিযুক্ত নির্বাচনি প্রভারি বিপ্লব কুমার দেবের কাছেও চ্যালেঞ্জ। হরিয়ানার দলের দুই শীর্ষ সাংগঠনিক পদে তিনি কতটা সফল হতে পারবেন,তা লোকসভা নির্বাচনেই স্পষ্ট হয়ে যাবে। দল যে এর উপর আস্থা
রেখেছে,সেটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নয় রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে ভার্চুয়াল বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি ভারতীয় সেনা গুঁড়িয়ে দেওয়ার পর একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের…

8 hours ago

বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের ডাক মোদী সরকারের!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র।২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা পরপাকিস্তানের বিরুদ্ধে…

8 hours ago

শূন্য কলস!!

শূন্য কলসি বাজে বেশি,আশৈশব এই বাক্যটি পাঠ্যে পড়ে বেড়ে উঠেছি আমরা সকলে।এখন পাক ফৌজির হম্বি…

13 hours ago

বাতিল করলেন তিন দেশের সফর প্রধানমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-মে মাসের মাঝামাঝি ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…

14 hours ago

পাকিস্তানে নিহত বেড়ে ২৬!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…

14 hours ago

কৃষকের মাঝেই ঈশ্বরের অবস্থান: রতন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান!!

অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…

15 hours ago